ETV Bharat / state

ফের তমলুকে কোরোনা আক্রান্ত 1, জেলায় সংখ্যা বেড়ে 15 - corona affected in bengal

তমলুকে ফের কোরোনা আক্রান্ত একজন । জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 ।

author img

By

Published : Apr 10, 2020, 1:30 PM IST

Updated : Apr 10, 2020, 8:59 PM IST

তমলুক,10 এপ্রিল: পূর্ব মেদিনীপুর জেলায় ফের কোরোনা আক্রান্ত এক বৃদ্ধ । তিনি তমলুকের শহিদ মাতঙ্গিনী এলাকার বাসিন্দা । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের আসা রিপোর্টে ওই বৃদ্ধের কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে ।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত 31 মার্চ তমলুকের বাসিন্দা পেশায় কলকাতার পান ব্যবসায়ী বছর আশির এক বৃদ্ধের প্রথম কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । পরে তাঁর পরিবারেরই আরও চার সদস্য কোরোনায় আক্রান্ত হন । জ্বর ও শ্বাসকষ্টের কারণে দিন তিনেক আগে ওই ব্যবসায়ীর বছর চৌষট্টির বৃদ্ধ ভাইকে ভরতি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠান । রিপোর্টে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত । ফলে তমলুকের ওই পরিবারের কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6 । এই নিয়ে এলাকায় আক্রান্ত হলেন 8 জন । মনে করা হচ্ছে দাদার সংস্পর্শে আসার কারণেই ওই বৃদ্ধ আক্রান্ত হয়েছেন । সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 । এছাড়াও কলকাতার দুই বাসিন্দা পূর্ব মেদিনীপুরের একটি বিয়েবাড়িতে যোগ দিতে এসে কোরোনায় আক্রান্ত হন ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "গতকাল রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঠানো রিপোর্টে নতুন করে 64 বছরের এক বৃদ্ধের কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । তিনি তমলুকের কোরোনা আক্রান্ত পান ব্যবসায়ীর পরিবারের সদস্য । মনে করা হচ্ছে ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেই তিনিও সংক্রমিত হয়েছেন । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।"

তমলুক,10 এপ্রিল: পূর্ব মেদিনীপুর জেলায় ফের কোরোনা আক্রান্ত এক বৃদ্ধ । তিনি তমলুকের শহিদ মাতঙ্গিনী এলাকার বাসিন্দা । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন । গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগের আসা রিপোর্টে ওই বৃদ্ধের কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে ।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত 31 মার্চ তমলুকের বাসিন্দা পেশায় কলকাতার পান ব্যবসায়ী বছর আশির এক বৃদ্ধের প্রথম কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে । পরে তাঁর পরিবারেরই আরও চার সদস্য কোরোনায় আক্রান্ত হন । জ্বর ও শ্বাসকষ্টের কারণে দিন তিনেক আগে ওই ব্যবসায়ীর বছর চৌষট্টির বৃদ্ধ ভাইকে ভরতি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসকরা গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠান । রিপোর্টে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত । ফলে তমলুকের ওই পরিবারের কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6 । এই নিয়ে এলাকায় আক্রান্ত হলেন 8 জন । মনে করা হচ্ছে দাদার সংস্পর্শে আসার কারণেই ওই বৃদ্ধ আক্রান্ত হয়েছেন । সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 15 । এছাড়াও কলকাতার দুই বাসিন্দা পূর্ব মেদিনীপুরের একটি বিয়েবাড়িতে যোগ দিতে এসে কোরোনায় আক্রান্ত হন ।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন, "গতকাল রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঠানো রিপোর্টে নতুন করে 64 বছরের এক বৃদ্ধের কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । তিনি তমলুকের কোরোনা আক্রান্ত পান ব্যবসায়ীর পরিবারের সদস্য । মনে করা হচ্ছে ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেই তিনিও সংক্রমিত হয়েছেন । বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।"

Last Updated : Apr 10, 2020, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.