ETV Bharat / state

খেজুরিতে কালবৈশাখি, গাছ ভেঙে পড়ে মৃত 1

গতকাল কালবৈশাখির ঝড়ের সময় খেজুরি থানা এলাকার কুলবাড়ি গ্রামে এক ব্যক্তির উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । নাম অমূল্য প্রধান (৫৫) ।

one died in khejuri due to kalbaishakhi storm, east medinipur
খেজুরিতে কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে মৃত 1
author img

By

Published : Apr 19, 2020, 11:56 PM IST

খেজুরি, 19 এপ্রিল : কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে মৃত এক ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকার কুলবাড়ি গ্রামের ঘটনা ৷ গতকাল কালবৈশাখি ঝড় হয় পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় । ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে ।

গতকাল ঝড়ের সময় খেজুরি থানা এলাকার কুলবাড়ি গ্রামে এক ব্যক্তির উপর গাছের ডাল ভেঙে পড়ে ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । নাম অমূল্য প্রধান (৫৫) । জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় অমূল্য বাবু বাড়ির উঠোনে বসে ছিলেন । সেইসময় হঠাৎই বাড়ির সামনে থাকা ইউক্যালিপটাসের গাছ ভেঙে পড়ে বাড়ির উপর । ফলে বাড়ি একাংশ ভেঙে চাপা পড়ে যান অমূল্যবাবু । এরপর ঝড় বৃষ্টির মাঝেই অমূল্যবাবুকে উদ্ধার করেন প্রতিবেশী ও পরিবারের লোকেরা ৷ তাঁকে হেঁড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এছাড়াও জেলার একাধিক স্থানে বাড়ি, বড় গাছ , পানের বরজ ভেঙে পড়েছে ৷ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে । ভগবানপুর থানার পাজনকুল গ্রামের দিলীপ ছন্দোগির একটি বাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে কাঁচা বাড়ির উপর । ফলে বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যায় ।

খেজুরি, 19 এপ্রিল : কালবৈশাখি ৷ ঝড়ের তাণ্ডবে মৃত এক ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা এলাকার কুলবাড়ি গ্রামের ঘটনা ৷ গতকাল কালবৈশাখি ঝড় হয় পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় । ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে ।

গতকাল ঝড়ের সময় খেজুরি থানা এলাকার কুলবাড়ি গ্রামে এক ব্যক্তির উপর গাছের ডাল ভেঙে পড়ে ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । নাম অমূল্য প্রধান (৫৫) । জানা গেছে, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় অমূল্য বাবু বাড়ির উঠোনে বসে ছিলেন । সেইসময় হঠাৎই বাড়ির সামনে থাকা ইউক্যালিপটাসের গাছ ভেঙে পড়ে বাড়ির উপর । ফলে বাড়ি একাংশ ভেঙে চাপা পড়ে যান অমূল্যবাবু । এরপর ঝড় বৃষ্টির মাঝেই অমূল্যবাবুকে উদ্ধার করেন প্রতিবেশী ও পরিবারের লোকেরা ৷ তাঁকে হেঁড়িয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

এছাড়াও জেলার একাধিক স্থানে বাড়ি, বড় গাছ , পানের বরজ ভেঙে পড়েছে ৷ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে । ভগবানপুর থানার পাজনকুল গ্রামের দিলীপ ছন্দোগির একটি বাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে কাঁচা বাড়ির উপর । ফলে বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.