ETV Bharat / state

Khejuri Bomb Case: খেজুরিতে বোমা কাণ্ডে চার্জশিট পেশ করল এনআইএ

খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রথম চার্টশিট জমা এনআইএ (NIA File Chargesheet) ৷ চার্জশিটে মোট 78 জন সাক্ষী দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Khejuri Bomb Case
খেঁজরিতে বোমা কাণ্ডে চার্জশিট পেশ করল এনআইএ
author img

By

Published : Jul 22, 2022, 10:12 PM IST

Updated : Jul 22, 2022, 11:01 PM IST

খেজুরি, 22 জালাই: খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রথম চার্টশিট জমা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency)। জানা গিয়েছে, মোট আড়াইশো পাতার এই চার্জশিট । এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল-সহ তিনজনের (NIA File Chargesheet) । এনআইএ সূত্রের খবর, এই চার্জশিটে মোট 78 জন সাক্ষী দিয়েছেন ।

পুরসভা নির্বাচনের আগে খেজুরি থেকে বোমা উদ্ধার করা হয়েছিল । সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এই পাঁচজনের মধ্যে রয়েছে রতন প্রামাণিক এবং তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শংকর মণ্ডল । এই চার্জশিটের মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা দাবি করেছেন, মূলত পুরসভা নির্বাচনের সময় বোমা ব্যবহার করে এলাকায় এলাকায় সন্ত্রাস চালানোর জন্যই এই বোমাগুলো মজুদ করা হয়েছিল এবং বানানো হয়েছিল ৷

আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

জানা গিয়েছে, গত 23 জানুয়ারি রাতে খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙন বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম । গুরুতর জখম হন বেশ কয়েকজন গ্রামবাসী ৷ তাঁদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যেই দু'জনের মৃত্যু হয় । এরপরেই গোটা ঘটনা তদন্তভার যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে ।

খেজুরি, 22 জালাই: খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রথম চার্টশিট জমা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency)। জানা গিয়েছে, মোট আড়াইশো পাতার এই চার্জশিট । এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল-সহ তিনজনের (NIA File Chargesheet) । এনআইএ সূত্রের খবর, এই চার্জশিটে মোট 78 জন সাক্ষী দিয়েছেন ।

পুরসভা নির্বাচনের আগে খেজুরি থেকে বোমা উদ্ধার করা হয়েছিল । সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এই পাঁচজনের মধ্যে রয়েছে রতন প্রামাণিক এবং তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শংকর মণ্ডল । এই চার্জশিটের মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা দাবি করেছেন, মূলত পুরসভা নির্বাচনের সময় বোমা ব্যবহার করে এলাকায় এলাকায় সন্ত্রাস চালানোর জন্যই এই বোমাগুলো মজুদ করা হয়েছিল এবং বানানো হয়েছিল ৷

আরও পড়ুন : অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের ছেলে

জানা গিয়েছে, গত 23 জানুয়ারি রাতে খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙন বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম । গুরুতর জখম হন বেশ কয়েকজন গ্রামবাসী ৷ তাঁদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যেই দু'জনের মৃত্যু হয় । এরপরেই গোটা ঘটনা তদন্তভার যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে ।

Last Updated : Jul 22, 2022, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.