ETV Bharat / state

Gun Shoot At Patashpur: পটাশপুরে রাজনৈতিক তর্কের জেরে যুবককে গুলি, অভিযুক্তকে গণধোলাই - রাজনৈতিক কথাবার্তা চলাকালীন প্রতিবেশী যুবককে গুলি, ঘটনার তদন্তে পুলিশ

রাজনৈতিক কথাবার্তা চলাকালীন প্রতিবেশী যুবককে গুলি চালানোর ঘটনা ঘটল পটাশপুরে (Gun Shoot At Patashpur) ৷ গুলিবিদ্ধ যুবকের নাম তপন প্রধান ৷ তিনি কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ অভিযুক্তকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা ৷

রাজনৈতিক কথাবার্তা চলাকালীন প্রতিবেশী যুবককে গুলি, ঘটনার তদন্তে পুলিশ
Gun Shoot At Patashpur
author img

By

Published : Feb 10, 2022, 12:26 PM IST

পটাশপুর, 10 ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-2 (Patashpur) ব্লকের বড় উদয়পুর গ্রামের বাসিন্দা সঞ্জীব নায়ক কর্মসূত্রে কলকাতায় থাকেন (Gun Shoot At Patashpur) । গত কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন ৷ এক প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে পাড়ার একটি চায়ের দোকানে দু'জনের মধ্যে রাজনৈতিক কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। প্রতিবেশী সঞ্জীব নায়ক তাঁর গাড়িতে থাকা রিভলভার দিয়ে তপন প্রধানের কোমরের কাছে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তপন মাটিতে লুটিয়ে পড়েন। তপন প্রধানকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় সঞ্জীব নায়ককে স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলে এবং গণধোলাই দেয়। আহত অবস্থায় সঞ্জীব এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে সঞ্জীবের কাছে এমন অস্ত্র এল কোথা থেকে? তপন ও সঞ্জীব দু'জন ভাল বন্ধু ছিল। তা হলে কী এমন পরিস্থিতি হল যে শেষে গুলি চালাতে হল ? যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, তপন এলাকায় শাসকদল তৃণমূলের সমর্থক ও সঞ্জীব বিজেপি সমর্থক। দু'জনের মধ্যে জমি সংক্রান্ত পুরনো ঝামেলাও ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিঘার হোটেল থেকে মাসে দেড় কোটি তুলতেন শিশির, কাঁথিতে পোস্টার ঘিরে চাঞ্চল্য

ঘটনার তদন্ত শুরু করছে পটাশপুর থানার পুলিশ। চায়ের দোকানে অস্ত্রের আনাগোনা বাড়ছে কেন? কোথা থেকে আসছে এত অস্ত্র প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশের কাছে এর কোনও উত্তর নেই। পটাশপুর লাগোয়া এগরায় পৌরনির্বাচন রয়েছে ৷ নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা সেটাই দেখার।

পটাশপুর, 10 ফেব্রুয়ারি: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-2 (Patashpur) ব্লকের বড় উদয়পুর গ্রামের বাসিন্দা সঞ্জীব নায়ক কর্মসূত্রে কলকাতায় থাকেন (Gun Shoot At Patashpur) । গত কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন ৷ এক প্রতিবেশী তপন প্রধানের সঙ্গে পাড়ার একটি চায়ের দোকানে দু'জনের মধ্যে রাজনৈতিক কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। প্রতিবেশী সঞ্জীব নায়ক তাঁর গাড়িতে থাকা রিভলভার দিয়ে তপন প্রধানের কোমরের কাছে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তপন মাটিতে লুটিয়ে পড়েন। তপন প্রধানকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় সঞ্জীব নায়ককে স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলে এবং গণধোলাই দেয়। আহত অবস্থায় সঞ্জীব এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ প্রশ্ন উঠতে শুরু করেছে সঞ্জীবের কাছে এমন অস্ত্র এল কোথা থেকে? তপন ও সঞ্জীব দু'জন ভাল বন্ধু ছিল। তা হলে কী এমন পরিস্থিতি হল যে শেষে গুলি চালাতে হল ? যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে, তপন এলাকায় শাসকদল তৃণমূলের সমর্থক ও সঞ্জীব বিজেপি সমর্থক। দু'জনের মধ্যে জমি সংক্রান্ত পুরনো ঝামেলাও ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: দিঘার হোটেল থেকে মাসে দেড় কোটি তুলতেন শিশির, কাঁথিতে পোস্টার ঘিরে চাঞ্চল্য

ঘটনার তদন্ত শুরু করছে পটাশপুর থানার পুলিশ। চায়ের দোকানে অস্ত্রের আনাগোনা বাড়ছে কেন? কোথা থেকে আসছে এত অস্ত্র প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশের কাছে এর কোনও উত্তর নেই। পটাশপুর লাগোয়া এগরায় পৌরনির্বাচন রয়েছে ৷ নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা সেটাই দেখার।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.