ETV Bharat / state

Mysterious Death of Hotel Worker: বেহালায় হোটেলের কাজে গিয়ে মৃত পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি, নিখোঁজ আরও এক - নিখোঁজ পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তি

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) দুই হোটেল কর্মীর গতকয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না । 3 দিন নিখোঁজ থাকার পর অবশেষে এক হোটেল কর্মীর দেহ উদ্ধার হয়েছে (Death of Hotel Worker) । এখনও এক হোটেল কর্মী নিখোঁজ । যা নিয়ে উদ্বিগ্ন পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Mysterious Death of Hotel Worker
Mysterious Death of Hotel Worker
author img

By

Published : Aug 31, 2022, 2:46 PM IST

রামনগর, 31 অগস্ট: হোটেলে রান্নার কাজ করতেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দুই বাসিন্দা (Resident of Purba Medinipur) । বিগত কয়েকদিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে একই হোটেল থেকে নিখোঁজ হয়ে গেলেন দুই কর্মী ৷

তদন্তের পর একজন হোটেল কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ (Hotel Worker Dies) ৷ আরও এক হোটেল কর্মী এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি । সহকর্মীর দেহ উদ্ধারের পর উদ্বিগ্ন নিখোঁজ ওই হোটেল কর্মীর পরিবারের সদস্যরা । ইতিমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার গোবিন্দপুর গ্রামের সর্বেশ্বর দাসের বেহালায় একটি হোটেল রয়েছে । যার নাম দাস হোটেল । দীর্ঘদিন ধরে ওই হোটেলে রান্নার ঠাকুরের কাজ করতেন রামনগরে মানিকাবাসান গ্রামের বাসিন্দা অরুণ নায়ক । রান্নার কাজের সহযোগিতা করতেন রামনগরের কলাপুঞ্জা গ্রামের বাসিন্দা জয়দেব জানা । গত 5 দিন আগে হোটেলের মালিককে অরুণ নায়ক জানান, তাঁর পরিবারের অসুস্থতার কথা । তাঁকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরতে হবে । তারপর বাড়ি ফেরার জন্য রওনা দেয় তিনি ।

অপরদিকে হোটেলের আরেক কর্মী জয়দেব জানা অসুস্থ হয়ে পড়ে । গত রবিবার সকালে জয়দেব পরিবারের সদস্যদের ফোন করে জানায় তিনি বাড়ি ফিরছেন । তারপর রাত হয়ে গেলে জয়দেব আর বাড়ি ফেরেন না ৷ তাঁর কোথাও সন্ধান পাওয়া যায়নি । মোবাইল বেজে গেলেও ফোন তুলছেন না জয়দেব । এরপর পরিবারের সদস্যরা হোটেল মালিক সর্বেশ্বর দাসকে বিষয়টি জানায় । হোটেল মালিক নিউ আলিপুর থানায় দুজন কর্মী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন ।

জয়দেব জানা মোবাইল ব্যবহার করলেও, রান্নার ঠাকুর বা অরুণ নায়ক ফোন ব্যবহার করতেন না । উদ্বিগ্ন হয়ে নিখোঁজ দুই পরিবারের সদস্যরা রামনগর থানার পুলিশের দ্বারস্থ হন । মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সূত্র ধরে জানতে পারে জয়দেব রামনগরের চৌদ্দমাইল এলাকায় রয়েছে । সোমবার রাতে জয়দেবের আত্মীয়-স্বজন-সহ রামনগর থানার তদন্তকারী অফিসাররা গোটা এলাকায় তল্লাশি চালান । কিন্তু কোথাও হদিশ মেলেনি । হাল ছাড়তে রাজি হয়নি তাঁর পরিবারের সদস্যরা । আবার মঙ্গলবার সকালে রামনগর থানার পুলিশের কাছে হাজির হয় নিখোঁজ জয়দেবের আত্মীয়-স্বজনেরা (Hotel Worker Missing) ।

ফের রামনগর থানার চৌদ্দমাইল কাছে মোবাইলের লোকেশন দেখতে পাওয়া যায় ৷ রামনগর থানার পুলিশ ও আত্মীয়-স্বজনরা ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন । তারপর দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের রামনগরের চৌদ্দমাইল রাস্তার পাশের ঝোঁপ-জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই হোটেল কর্মী দেহ (Mysterious death of hotel worker) । এরপর পরিবারের লোকেরা শনাক্ত করেন তাঁকে । খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন উদ্ধার হওয়ার হোটেল কর্মীর পরিবারের সদস্যরা ।

রামনগর থানার পুলিশ জানিয়েছে, মৃত হোটেল কর্মীর নাম জয়দেব জানা (39)। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে রামনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন জেলা পুলিশ ও রামনগর থানার পুলিশ আধিকারিকেরা ।

হোটেল মালিক থেকে নিখোঁজ দুই হোটেল কর্মী পরিবারের সদস্যরা তদন্তের দাবি জানিয়েছেন । মৃত জয়দেব জানার আত্মীয় সুজিত সাহু বলেন,"নিখোঁজ হওয়ার পর আমরা রামনগর থানা ও হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করি । তারপর পুলিশ মোবাইলের টাওয়ারের লোকেশান ধরেই জানান রামনগরের রয়েছে । রামনগর থানায় পুলিশ অফিসারের সঙ্গে খোঁজাখুঁজি করার পর মৃতদেহ দেখতে পাই । আমাদের দাবি তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । তদন্ত করে অভিযুক্তদের শাস্তি চাই ।"

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, "মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ পরিষ্কার হবে ।" যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি ।

আরও পড়ুন: দিঘার সমুদ্রে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ, তদন্তে পুলিশ

কলকাতার বেহালার দাস হোটেলের মালিক তথা কাঁথির বাসিন্দা সর্বেশ্বর দাস বলেন, "এটা খুবই মর্মান্তিক ঘটনা । দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আমার হোটেলে রান্নার কাজ করত তাঁরা । গত কয়েকদিন আগে পরিবারের সদস্যদের চিকিৎসা করাবে বলে ছুঁটি নিয়ে বাড়ি গিয়েছিল অরুণ । তারপরে জয়দেব অসুস্থ থাকায় রবিবার আবার তিনিও ছুটি নিয়ে বাসে করে বাড়ি রওনা দিয়েছিল । এরপর দুই কর্মী নিখোঁজ হওয়ার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ করি । আমিও প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি ।"

রামনগর, 31 অগস্ট: হোটেলে রান্নার কাজ করতেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দুই বাসিন্দা (Resident of Purba Medinipur) । বিগত কয়েকদিন ধরে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ কিন্তু হঠাৎ কী এমন ঘটল যে একই হোটেল থেকে নিখোঁজ হয়ে গেলেন দুই কর্মী ৷

তদন্তের পর একজন হোটেল কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ (Hotel Worker Dies) ৷ আরও এক হোটেল কর্মী এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি । সহকর্মীর দেহ উদ্ধারের পর উদ্বিগ্ন নিখোঁজ ওই হোটেল কর্মীর পরিবারের সদস্যরা । ইতিমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে ।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার গোবিন্দপুর গ্রামের সর্বেশ্বর দাসের বেহালায় একটি হোটেল রয়েছে । যার নাম দাস হোটেল । দীর্ঘদিন ধরে ওই হোটেলে রান্নার ঠাকুরের কাজ করতেন রামনগরে মানিকাবাসান গ্রামের বাসিন্দা অরুণ নায়ক । রান্নার কাজের সহযোগিতা করতেন রামনগরের কলাপুঞ্জা গ্রামের বাসিন্দা জয়দেব জানা । গত 5 দিন আগে হোটেলের মালিককে অরুণ নায়ক জানান, তাঁর পরিবারের অসুস্থতার কথা । তাঁকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরতে হবে । তারপর বাড়ি ফেরার জন্য রওনা দেয় তিনি ।

অপরদিকে হোটেলের আরেক কর্মী জয়দেব জানা অসুস্থ হয়ে পড়ে । গত রবিবার সকালে জয়দেব পরিবারের সদস্যদের ফোন করে জানায় তিনি বাড়ি ফিরছেন । তারপর রাত হয়ে গেলে জয়দেব আর বাড়ি ফেরেন না ৷ তাঁর কোথাও সন্ধান পাওয়া যায়নি । মোবাইল বেজে গেলেও ফোন তুলছেন না জয়দেব । এরপর পরিবারের সদস্যরা হোটেল মালিক সর্বেশ্বর দাসকে বিষয়টি জানায় । হোটেল মালিক নিউ আলিপুর থানায় দুজন কর্মী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন ।

জয়দেব জানা মোবাইল ব্যবহার করলেও, রান্নার ঠাকুর বা অরুণ নায়ক ফোন ব্যবহার করতেন না । উদ্বিগ্ন হয়ে নিখোঁজ দুই পরিবারের সদস্যরা রামনগর থানার পুলিশের দ্বারস্থ হন । মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সূত্র ধরে জানতে পারে জয়দেব রামনগরের চৌদ্দমাইল এলাকায় রয়েছে । সোমবার রাতে জয়দেবের আত্মীয়-স্বজন-সহ রামনগর থানার তদন্তকারী অফিসাররা গোটা এলাকায় তল্লাশি চালান । কিন্তু কোথাও হদিশ মেলেনি । হাল ছাড়তে রাজি হয়নি তাঁর পরিবারের সদস্যরা । আবার মঙ্গলবার সকালে রামনগর থানার পুলিশের কাছে হাজির হয় নিখোঁজ জয়দেবের আত্মীয়-স্বজনেরা (Hotel Worker Missing) ।

ফের রামনগর থানার চৌদ্দমাইল কাছে মোবাইলের লোকেশন দেখতে পাওয়া যায় ৷ রামনগর থানার পুলিশ ও আত্মীয়-স্বজনরা ওই এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন । তারপর দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়কের রামনগরের চৌদ্দমাইল রাস্তার পাশের ঝোঁপ-জঙ্গল থেকে উদ্ধার হয় নিখোঁজ ওই হোটেল কর্মী দেহ (Mysterious death of hotel worker) । এরপর পরিবারের লোকেরা শনাক্ত করেন তাঁকে । খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সরব হয়েছেন উদ্ধার হওয়ার হোটেল কর্মীর পরিবারের সদস্যরা ।

রামনগর থানার পুলিশ জানিয়েছে, মৃত হোটেল কর্মীর নাম জয়দেব জানা (39)। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে রামনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে । পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন জেলা পুলিশ ও রামনগর থানার পুলিশ আধিকারিকেরা ।

হোটেল মালিক থেকে নিখোঁজ দুই হোটেল কর্মী পরিবারের সদস্যরা তদন্তের দাবি জানিয়েছেন । মৃত জয়দেব জানার আত্মীয় সুজিত সাহু বলেন,"নিখোঁজ হওয়ার পর আমরা রামনগর থানা ও হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করি । তারপর পুলিশ মোবাইলের টাওয়ারের লোকেশান ধরেই জানান রামনগরের রয়েছে । রামনগর থানায় পুলিশ অফিসারের সঙ্গে খোঁজাখুঁজি করার পর মৃতদেহ দেখতে পাই । আমাদের দাবি তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । তদন্ত করে অভিযুক্তদের শাস্তি চাই ।"

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, "মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ পরিষ্কার হবে ।" যদিও তদন্তের কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি ।

আরও পড়ুন: দিঘার সমুদ্রে উদ্ধার অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ, তদন্তে পুলিশ

কলকাতার বেহালার দাস হোটেলের মালিক তথা কাঁথির বাসিন্দা সর্বেশ্বর দাস বলেন, "এটা খুবই মর্মান্তিক ঘটনা । দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আমার হোটেলে রান্নার কাজ করত তাঁরা । গত কয়েকদিন আগে পরিবারের সদস্যদের চিকিৎসা করাবে বলে ছুঁটি নিয়ে বাড়ি গিয়েছিল অরুণ । তারপরে জয়দেব অসুস্থ থাকায় রবিবার আবার তিনিও ছুটি নিয়ে বাসে করে বাড়ি রওনা দিয়েছিল । এরপর দুই কর্মী নিখোঁজ হওয়ার পর স্থানীয় থানায় লিখিত অভিযোগ করি । আমিও প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.