পূর্ব মেদিনীপুর, 29 জুলাই: রাজ্য বিধানসভার বিধায়কদের এলাকা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে । সেই অর্থ এলাকার সঠিক উন্নয়নে কাজে লাগানো হয়েছে কি না তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন উন্নয়ন প্রকল্পের স্ট্যান্ডিং কমিটির 5 প্রতিনিধি । এই কমিটির চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । তাঁর নেতৃত্বে এলাকা পরিদর্শন করেন 5 সদস্যের প্রতিনিধি দল (Members of Standing Committees Visit East Medinipur)৷
বৃহস্পতিবার রামনগর, পটাশপুর পরিদর্শনের পর মহিষাদলে আসেন । মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ৷ তাঁর বিধায়ক তহবিলের অর্থে এলাকায় কী কী উন্নয়ন করেছেন এবং এলাকার মানুষের চাহিদা কী তা খতিয়ে দেখেন কমিটির প্রতিনিধিরা । এদিন প্রথম মহিষাদলের প্রাচীন রথ পরিদর্শন করেন 5 সদস্যের স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা ৷
আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীই হলেন বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান
মহিষাদল পঞ্চায়েত সমিতি ও পার্শ্ববর্তী এলাকায় বিধায়ক তহবিলের অর্থে নির্মিত পথবাতি পরিদর্শন করেন । পরে মহিষাদল রাজবাড়ি পরিদর্শনে যান । এই কমিটিতে নওশাদ সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, আমতার বিধায়ক সুকান্ত পাল-সহ অন্যান্যরা । এদিন মহিষাদল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকার স্কুলের পড়ুয়া ও ক্লাবের সদস্যদের হাতে চারাগাছ তুলে দেন কমিটির প্রতিনিধিরা । কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেন, "বিধায়ক তাঁর এলাকায় উন্নয়নমূলক কাজ সঠিকভাবে করছে কি না । এলাকার মানুষের ঠিক কি প্রত্যাশা রয়েছে সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখলাম । সমস্ত কিছু আমরা বিধানসভার অধ্যক্ষের নিকট জমা করব । যে সব জায়গায় আমরা ঘুরেছি দেখলাম খুব ভালো কাজ হয়েছে । রাজনীতি ভুলে সাধারণ মানুষের সামনে উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য ।"