নন্দীগ্রাম, 8 জানুয়ারি : শুভেন্দুর সভার আগে উধাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । ছিঁড়ে পুকুরে ফেলা দেওয়া হয়েছে তৃণমূলের পতাকাও । উত্তপ্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি , সিদ্ধেশ্বর বাজার এলাকা ।
আজ নন্দীগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মাঠে শুভেন্দু অধিকারীর জনসভা রয়েছে । তার আগেই নন্দীগ্রামের একাধিক জায়গায় তৃণমূলের লাগানো পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত ব্যানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেটে ফেলে দেওয়া হয়েছে পুকুরে ।
ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাঠগড়ায় তুলেছে শাসক দল । তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের লাগানো ব্যানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্লেড দিয়ে কেটে পুকুরে ফেলে দিয়েছে । পাশাপাশি তৃণমূলের একাধিক পতাকাও ছিঁড়ে সেগুলিকে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে । বিজেপি নন্দীগ্রামকে আবারও রাজনৈতিকভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের ।
আরও পড়ুন : তৃণমূলের আগেই মাঝরাতে নন্দীগ্রামে শহিদ স্মরণ শুভেন্দুর
যদিও এই বিষয়ে বিজেপির বক্তব্য, "আজ আমাদের সভা রয়েছে নন্দীগ্রামে । আমাদের বদনাম করার জন্য তৃণমূল এই ধরনের কাজ করে আমাদের উপর দায় চাপাচ্ছে । এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই জড়িত নয় ।"