ETV Bharat / state

BPCL-র বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট কর্মীদের - privatize in Bpcl

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় । সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাদের অভিযোগ,  BPCL-এর মতো লাভজনক সংস্থাকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে 24 ঘণ্টার ধর্মঘটে সামিল হন তাঁরা ।

photo
ছবি
author img

By

Published : Nov 28, 2019, 8:34 PM IST

হলদিয়া, ২৮ নভেম্বর : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বেসরকারিকরণের প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার মতো আজ হলদিয়ায় ধর্মঘট করলেন সংস্থার কর্মীরা । কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে হলদিয়ায় BPCL-র টার্মিনালের গেট আটকে ধর্মঘট করেন সংস্থার শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় । সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাদের অভিযোগ, BPCL-এর মতো লাভজনক সংস্থাকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে 24 ঘণ্টার ধর্মঘটে সামিল হন তাঁরা । হলদিয়ায় কর্মীরা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দলীয় পতাকা নিয়ে ধর্মঘটে সামিল হন । ধর্মঘটের জেরে রাজ্যে BPCL-এর পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ ছিল আজ ।

সংস্থার এমপ্লয়িজ ইউনিয়নের হলদিয়া ইউনিটের সম্পাদক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, " মোদি সরকার সব লাভজনক সরকারি সংস্থাকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আজ চব্বিশ ঘণ্টার ধর্মঘটে সামিল হয়েছি । সরকার যদি তার সিদ্ধান্ত বদল না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

হলদিয়া, ২৮ নভেম্বর : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের বেসরকারিকরণের প্রতিবাদে দেশের অন্যান্য জায়গার মতো আজ হলদিয়ায় ধর্মঘট করলেন সংস্থার কর্মীরা । কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সকাল থেকে হলদিয়ায় BPCL-র টার্মিনালের গেট আটকে ধর্মঘট করেন সংস্থার শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয় । সেই সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড । কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাদের অভিযোগ, BPCL-এর মতো লাভজনক সংস্থাকে কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে 24 ঘণ্টার ধর্মঘটে সামিল হন তাঁরা । হলদিয়ায় কর্মীরা তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র দলীয় পতাকা নিয়ে ধর্মঘটে সামিল হন । ধর্মঘটের জেরে রাজ্যে BPCL-এর পেট্রোল পাম্পগুলিতে তেল সরবরাহ বন্ধ ছিল আজ ।

সংস্থার এমপ্লয়িজ ইউনিয়নের হলদিয়া ইউনিটের সম্পাদক নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, " মোদি সরকার সব লাভজনক সরকারি সংস্থাকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে । আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আজ চব্বিশ ঘণ্টার ধর্মঘটে সামিল হয়েছি । সরকার যদি তার সিদ্ধান্ত বদল না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

Intro:হলদিয়া,২৮ নভেম্বর: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদে হলদিয়ায় ধর্মঘটে সামিল হল সংস্থার কর্মীরা। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সকাল থেকেই হলদিয়া টার্মিনালের গেট আটকে ধর্মঘট করে সংস্থার শতাধিক স্থায়ী ও অস্থায়ী কর্মী । সারাদেশ জুড়ে চলছে এই ধর্মঘট।Body:জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা কে বেসরকারি মালিকানার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সংস্থাকেও বেসরকারিকরণের করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত জানতে পেরেই দেশজুড়ে সংস্থার কর্মীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের অভিযোগ বিপিসিএল একটি মহারত্ন সংস্থা। এটি দেশের একটি লাভজনক সংস্থা ‌। কেন্দ্র সরকার সেটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা। তাই সরকারের নিয়ন্ত্রণে সংস্থাকে রাখার দাবিতে এদিন চব্বিশ ঘন্টার ধর্মঘটে সামিল হন সংস্থার কর্মীরা।এদিনের ধর্মঘটে তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দলীয় পতাকা নিয়ে সংস্থার অস্থায়ী কর্মীরাও যোগদান করেন। ধর্মঘটের জেরে জেলা ও রাজ্যে থাকা সংস্থার পেট্রলপাম্প গুলিতে তেল সরবরাহ বন্ধ হয়ে যায় পুরোপুরি।Conclusion:এবিষয়ে সংস্থার এমপ্লয়িজ ইউনিয়নের হলদিয়া ইউনিটের সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি জানিয়েছেন, মোদি সরকার তার লাভজনক সংস্থাকেই বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সারা ভারত ব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘটে সামিল হয়েছি। সরকার যদি তার সিদ্ধান্ত বদল না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.