এগরা 17 ফেব্রুয়ারি : রাস্তার ধারে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবকের দেহ । পূর্ব মেদিনীপুরের এগরার দিঘা মোড়ের ঘটনা ।পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে । মৃতের নাম সাগর মিদ্যা ।
আজ সকালে পথচলতি মানুষই প্রথম দেখতে পেয়ে খবর দেয় থানায় । পরে এগরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । মৃতের কাছে থেকে একটি আধার কার্ড উদ্ধার হয়েছে । যা ওড়িয়া ভাষায় লেখা । আধারকার্ডের সূত্র ধরে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । এগরা থানার OC কাশীনাথ চৌধুরি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি । খুন না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে ।
পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।