তমলুক,15 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-র প্রতিবাদে হলদিয়া ও পাঁশকুড়ায় জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ । পরে পুলিশের তৎপরতায় ওঠে অবরোধ । অবরোধের জেরে দীর্ঘ সময় যানজট হয় জাতীয় সড়কে।
আজ 6 নম্বর জাতীয় সড়কের জিয়াদা বাজারের কাছে দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে সাড়ে তিনঘণ্টা চলে অবরোধ । যার জেরে হাওড়া ও খড়গপুরগামী জাতীয় সড়কের দুই লেন পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। পরে পাঁশকুড়া থানার পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
অপরদিকে ,হলদিয়ার সিটি সেন্টার মোড়ে হলদিয়া সম্প্রীতি রক্ষা মঞ্চের উদ্যোগে 41 নম্বর জাতীয় সড়ক মিছিল করে এসে অবরোধ করে সাধারণ মানুষ। বিকেল চারটে থেকে সাড়ে চারটা পর্যন্ত অবরোধ চলে। এখানেও জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তুলে দেয়।
দুই জায়গাতেই জাতীয় সড়ক অবরোধ করায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। আজ এই আইনের প্রতিবাদে পাঁশকুড়া ও কোলাঘাটে সহ জেলার একাধিক ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়।