দীঘা, 9 জানুয়ারি : যাবতীয় রেকর্ড ভেঙে রাজ্যে ক্রমে বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় দীঘায় গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন (ganga festival in digha cancels ) ৷ রীতি মেনে শুধু পুজো হবে ৷ রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দীঘা মোহনা গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছাড়াচ্ছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷
আরও পড়ুন : করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 24 হাজার পার, ভাঙল দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড
কিছুদিন আগেই এই উৎসব পালনের জন্য প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের ৷ সেইমতো প্রস্তুতি ও নিয়ে ফেলেছিলেন উদ্যোক্তারা । কিন্তু পরে বেড়ে চলা করোনা পরিস্থিতির কথা ভেবে এই উৎসবের আয়োজনের অনুমতি বাতিল করে ব্লক প্রশাসন ৷ এবিষয়ে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর বলেন, "আমাদের এখানে মানুষ জীবন জীবিকার জন্য এসেছে । এই মেলা করে আমরা কাউকে বিপদের সম্মুখীন হতে দিতে পারব না । প্রশাসন নির্দেশ না দিলেও আমরা নিজেরাই এবছর উৎসব বন্ধ রাখতাম ৷ "