ETV Bharat / state

Corona Scare in Digha : চোখ রাঙাচ্ছে করোনা, দীঘায় বন্ধ হল গঙ্গা উৎসব - ganga festival in digha cancels due to corona situation

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীঘায় বন্ধ গঙ্গা উৎসব (ganga festival in digha cancels)

Corona Scare in Digha
চোখ রাঙাচ্ছে করোনা, দীঘায় বন্ধ হল গঙ্গা উৎসব
author img

By

Published : Jan 9, 2022, 10:58 PM IST

দীঘা, 9 জানুয়ারি : যাবতীয় রেকর্ড ভেঙে রাজ্যে ক্রমে বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় দীঘায় গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন (ganga festival in digha cancels ) ৷ রীতি মেনে শুধু পুজো হবে ৷ রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দীঘা মোহনা গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছাড়াচ্ছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

আরও পড়ুন : করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 24 হাজার পার, ভাঙল দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড

চোখ রাঙাচ্ছে করোনা, দীঘায় বন্ধ হল গঙ্গা উৎসব

কিছুদিন আগেই এই উৎসব পালনের জন্য প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের ৷ সেইমতো প্রস্তুতি ও নিয়ে ফেলেছিলেন উদ্যোক্তারা । কিন্তু পরে বেড়ে চলা করোনা পরিস্থিতির কথা ভেবে এই উৎসবের আয়োজনের অনুমতি বাতিল করে ব্লক প্রশাসন ৷ এবিষয়ে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর বলেন, "আমাদের এখানে মানুষ জীবন জীবিকার জন্য এসেছে । এই মেলা করে আমরা কাউকে বিপদের সম্মুখীন হতে দিতে পারব না । প্রশাসন নির্দেশ না দিলেও আমরা নিজেরাই এবছর উৎসব বন্ধ রাখতাম ৷ "

দীঘা, 9 জানুয়ারি : যাবতীয় রেকর্ড ভেঙে রাজ্যে ক্রমে বেড়েই চলেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এই অবস্থায় দীঘায় গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন (ganga festival in digha cancels ) ৷ রীতি মেনে শুধু পুজো হবে ৷ রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দীঘা মোহনা গঙ্গা উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ৷ কোভিডের তৃতীয় ঢেউয়ে যেভাবে সংক্রমণ ছাড়াচ্ছে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন উদ্যোক্তারা ৷

আরও পড়ুন : করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা 24 হাজার পার, ভাঙল দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড

চোখ রাঙাচ্ছে করোনা, দীঘায় বন্ধ হল গঙ্গা উৎসব

কিছুদিন আগেই এই উৎসব পালনের জন্য প্রশাসনের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের ৷ সেইমতো প্রস্তুতি ও নিয়ে ফেলেছিলেন উদ্যোক্তারা । কিন্তু পরে বেড়ে চলা করোনা পরিস্থিতির কথা ভেবে এই উৎসবের আয়োজনের অনুমতি বাতিল করে ব্লক প্রশাসন ৷ এবিষয়ে দীঘা ফিশারমেন অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর বলেন, "আমাদের এখানে মানুষ জীবন জীবিকার জন্য এসেছে । এই মেলা করে আমরা কাউকে বিপদের সম্মুখীন হতে দিতে পারব না । প্রশাসন নির্দেশ না দিলেও আমরা নিজেরাই এবছর উৎসব বন্ধ রাখতাম ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.