ETV Bharat / state

অর্ধদগ্ধ 2 যুবতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় হলদিয়ায় ফরেনসিক দল - forensic team investigates in Haldia

18 ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হুগলি নদীর তীরবর্তী নির্জন এলাকা থেকে উদ্ধার হয় দুই যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ । গত বিকেলে কলকাতা থেকে দেবাশিস সাহার নেতৃত্বের ঘটনাস্থানে পৌঁছায় দুই সদস্যের একটি ফরেনসিক দল । তারা ঘটনাস্থান এবং দুর্গাচক থানা থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করে । প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, পেট্রল ঢেলে দুটি দেহকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেদিন ।

haldia
haldia
author img

By

Published : Feb 21, 2020, 6:25 AM IST

হলদিয়া, 21 ফেব্রুয়ারি : হলদিয়া দুই মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল । গত বিকেলে কলকাতা থেকে দুই সদস্যের একটি দল হলদিয়ার ঝিকুরখালি এলাকার ঘটনাস্থানে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করে । সেখান প্রায় এক ঘন্টা ধরে কয়েকটি নমুনাও সংগ্রহ করেন তাঁরা ।

18ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হুগলি নদীর তীরবর্তী নির্জন এলাকা থেকে উদ্ধার হয় দুই যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ । স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম দেখেন দেহ দুটি জ্বলছে । দুর্গাচক থানার পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ । হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দুজনের কোনও পরিচয় পাওয়া যায়নি । তাঁদের মধ্যে একজনের আনুমানিক বয়স 25 থেকে 28 । যাঁর মাথার চুল সোনালি এবং পরনে নীল রঙের ছাপা পোশাক । অন্য মহিলার বয়স 32-35 বছর । যার কানে স্বস্তিক চিহ্নের দুল পাওয়া গিয়েছে । গত সকালে জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এবং DIG পশ্চিমাঞ্চল সোলেমান নেশাকুমার ঘটনাস্থান পরিদর্শন করেন । ফের বিকেলে কলকাতা থেকে দেবাশিস সাহার নেতৃত্বের ঘটনাস্থানে পৌঁছায় দুই সদস্যের একটি ফরেনসিক দল । তারা ঘটনাস্থান এবং দুর্গাচক থানা থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করে ।

প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, পেট্রল ঢেলে দুটি দেহকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেদিন । নদীর পাড়ে প্রতিনিয়ত হাওয়া বইতে থাকায় দেহ দুটি প্রায় পুড়ে গিয়েছিল । পুলিশ সূত্রে খবর, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই জেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে । হলদিয়া মহকুমার রাস্তার CCTV ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও কোন দোকান থেকে অতিরিক্ত পরিমাণের পেট্রল কেনা হয়েছে তা জানতে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও জেলার সমস্ত হোটেলের রেজিস্টার চেক করা হচ্ছে । স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদের কাজ চলছে ।

হলদিয়ায় 2 মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন, "তদন্তের স্বার্থে দু'জনের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থান পরিদর্শন করে গিয়েছেন । তাঁদের থেকে রিপোর্ট হাতে এলে তদন্তে গতি আসবে । ওই মৃত দুই মহিলার পরিচয় জানতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে আপলোড করা শুরু হয়ে ।"

হলদিয়া, 21 ফেব্রুয়ারি : হলদিয়া দুই মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল । গত বিকেলে কলকাতা থেকে দুই সদস্যের একটি দল হলদিয়ার ঝিকুরখালি এলাকার ঘটনাস্থানে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করে । সেখান প্রায় এক ঘন্টা ধরে কয়েকটি নমুনাও সংগ্রহ করেন তাঁরা ।

18ফেব্রুয়ারি হলদিয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের হুগলি নদীর তীরবর্তী নির্জন এলাকা থেকে উদ্ধার হয় দুই যুবতির অর্ধদগ্ধ মৃতদেহ । স্থানীয় বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রথম দেখেন দেহ দুটি জ্বলছে । দুর্গাচক থানার পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে এসে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ । হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দুজনের কোনও পরিচয় পাওয়া যায়নি । তাঁদের মধ্যে একজনের আনুমানিক বয়স 25 থেকে 28 । যাঁর মাথার চুল সোনালি এবং পরনে নীল রঙের ছাপা পোশাক । অন্য মহিলার বয়স 32-35 বছর । যার কানে স্বস্তিক চিহ্নের দুল পাওয়া গিয়েছে । গত সকালে জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় এবং DIG পশ্চিমাঞ্চল সোলেমান নেশাকুমার ঘটনাস্থান পরিদর্শন করেন । ফের বিকেলে কলকাতা থেকে দেবাশিস সাহার নেতৃত্বের ঘটনাস্থানে পৌঁছায় দুই সদস্যের একটি ফরেনসিক দল । তারা ঘটনাস্থান এবং দুর্গাচক থানা থেকে কয়েকটি নমুনা সংগ্রহ করে ।

প্রাথমিকভাবে ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, পেট্রল ঢেলে দুটি দেহকে পুড়িয়ে ফেলা হয়েছিল সেদিন । নদীর পাড়ে প্রতিনিয়ত হাওয়া বইতে থাকায় দেহ দুটি প্রায় পুড়ে গিয়েছিল । পুলিশ সূত্রে খবর, জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ইতিমধ্যেই জেলাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে । হলদিয়া মহকুমার রাস্তার CCTV ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও কোন দোকান থেকে অতিরিক্ত পরিমাণের পেট্রল কেনা হয়েছে তা জানতে CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । এছাড়াও জেলার সমস্ত হোটেলের রেজিস্টার চেক করা হচ্ছে । স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদের কাজ চলছে ।

হলদিয়ায় 2 মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার

এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ ইন্দিরা মুখোপাধ্যায় বলেছেন, "তদন্তের স্বার্থে দু'জনের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থান পরিদর্শন করে গিয়েছেন । তাঁদের থেকে রিপোর্ট হাতে এলে তদন্তে গতি আসবে । ওই মৃত দুই মহিলার পরিচয় জানতে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলিতে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে আপলোড করা শুরু হয়ে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.