পাঁশকুড়া, 12 জুন : NRS-এ চিকিৎসকদের মারধরের প্রতিবাদে রাজ্যের সব সরকারি হাসপাতালে বন্ধ পরিষেবা । তখন ঠিক অন্যরকম ছবি ধরা পড়ল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে । বহির্বিভাগ থেকে কাতারে কাতারে রোগীদের ফিরে যেতে দেখে চিকিৎসা শুরু করলেন খোদ হাসপাতালের সুপার ।
জানা গেছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আজ সকালে নির্দিষ্ট সময়ে সব চিকিৎসকরা উপস্থিত হন । ফলে 8টা থেকে রোগীদের টিকিট দেওয়া শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু সকাল 10টা থেকে বহির্বিভাগে রোগী দেখতে আসেননি কোনও চিকিৎসকই । তাঁরা সকলেই NRS-এর ঘটনার প্রতিবাদে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় । দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁর পরিজনরা অনুরোধ করা সত্ত্বেও বহির্বিভাগে আসেননি চিকিৎসকরা । ফলে ক্ষুব্ধ রোগীর পরিজনরা হাসপাতাল থেকে চলে যেতে থাকেন । তাই রোগীদের কথা ভেবেই হাসপাতালের সুপার সচিন্দ্রনাথ রজক হাতে স্টেথো নিয়ে বসে পড়েন বহির্বিভাগে । তিনি বলেন, "আমাদের হাসপাতালের ডাক্তাররা নিজেদের অবস্থানে অনড় থাকার জন্য আমি মানুষের স্বার্থেই চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করি । জরুরি পরিষেবাও দেওয়ার চেষ্টা করছি ।"
এই ঘটনায় খুশি রোগী ও তাঁদের পরিজনরা । হাসপাতালে আসা সুন্দরলাল দাস বলেন, "ডাক্তারদের উপর হামলাকে কখনওই সমর্থন করি না । যারা এই হামলা চালিয়েছে তাদের কঠোর শাস্তি চাই । তবে দূর থেকে চিকিৎসা করাতে এসে ফিরে যাওয়ার আশঙ্কায় ছিলাম । কারণ, ডাক্তরার রোগী দেখছেন না । কিন্তু আমাদের কথা ভেবে সুপার নিজেই রোগী দেখতে শুরু করেছেন । এই উদ্যোগকে সাধুবাদ । আমরা চাই হাসপাতালে পরিষেবা স্বাভাবিক থাকুক ।"
এই সংক্রান্ত আরও খবর : "ডাক্তার নয়, আমাদের মানুষ হিসেবেও ভেবে দেখুন"