ETV Bharat / state

অশান্ত হচ্ছে সমুদ্র, যশের ঘূর্ণি সামাল দিতে দিঘায় নামছে সেনা - Army is being deployed at coastal areas of Digha

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিঘায় যশের সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা । সেই অনুযায়ী, সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন ।

Cyclone Yaas
দিঘা
author img

By

Published : May 25, 2021, 2:33 PM IST

কলকাতা, 25 মে : ক্রমশ এগিয়ে আসছে যশ । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দিঘা থেকে মাত্র 370 কিলোমিটার দূরে অবস্থান করছে যশ । সূত্রের খবর অনুযায়ী, যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরের দিঘায় নামানো হচ্ছে সেনা । আজই দিঘায় এসে পৌঁছবে 70 জন জওয়ানের সেনা-দল ।

ইতিমধ্যেই দিঘায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধাসামরিক বাহিনী । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিঘায় যশের সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা । এর পরিপ্রেক্ষিতে সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন ।

আরও পড়ুন : গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধমরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত 10 টি এনডিআরএফ টিম ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট 45 টি বাহিনী মোতায়েন করা হয়েছে । এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে নৌসেনা । প্রস্তুত রয়েছে ডুবুরিদের দু'টি দল ও পাঁচটি বন্যা ত্রাণের টিম । ইতিমধ্যেই দিঘা থেকে নিরাপদস্থানে সরিয়ে ফেলা হয়েছে এক লাখ দশ হাজার মানুষকে ।

কলকাতা, 25 মে : ক্রমশ এগিয়ে আসছে যশ । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দিঘা থেকে মাত্র 370 কিলোমিটার দূরে অবস্থান করছে যশ । সূত্রের খবর অনুযায়ী, যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরের দিঘায় নামানো হচ্ছে সেনা । আজই দিঘায় এসে পৌঁছবে 70 জন জওয়ানের সেনা-দল ।

ইতিমধ্যেই দিঘায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধাসামরিক বাহিনী । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিঘায় যশের সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা । এর পরিপ্রেক্ষিতে সব রকম প্রস্তুতি নিয়েছে প্রশাসন ।

আরও পড়ুন : গতিপথে পরিবর্তন, আগামীকাল ওড়িশার ধমরা বন্দরে আছড়ে পড়তে পারে যশ

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত 10 টি এনডিআরএফ টিম ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মোট 45 টি বাহিনী মোতায়েন করা হয়েছে । এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে নৌসেনা । প্রস্তুত রয়েছে ডুবুরিদের দু'টি দল ও পাঁচটি বন্যা ত্রাণের টিম । ইতিমধ্যেই দিঘা থেকে নিরাপদস্থানে সরিয়ে ফেলা হয়েছে এক লাখ দশ হাজার মানুষকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.