ETV Bharat / state

রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসীদের - লকডাউন

"আমার রেশন পাওয়ার কথা 42 কেজি। কিন্তু আমাকে 30 কেজি খাদ্য সামগ্রী দেন ওই ডিলার । সেই সঙ্গে সাত কেজি আটা দেয়। তারপরই আমরা প্রতিবাদ করি ৷"

East Medinipur
East Medinipur
author img

By

Published : May 6, 2020, 2:36 PM IST

কাঁথি 6 মে : পাল্লা খারাপের অজুহাত দেখিয়ে রেশন সামগ্রিক কম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে ৷ প্রতিবাদে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মারিশদা থানার পুকুরিয়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কাঁথি খাদ্য বিভাগের আধিকারিকেরা ৷ তাঁদেরকেও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ ৷ পরে আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তোলে গ্রামবাসীরা ।

গ্রাহকদের অভিযোগ তাঁদের প্রাপ্য রেশন ওজনের থেকে কম দিচ্ছিলেন ডিলার আশিস দাস। স্থানীয় বাসিন্দা পরিতোষ মাইতি অভিযোগ করেন, "আমার ছয়টি রেশন-কার্ড আছে। আমার রেশন পাওয়ার কথা 42 কেজি। কিন্তু আমাকে 30 কেজি খাদ্য সামগ্রী দেয় ওই ডিলার । সেই সঙ্গে সাত কেজি আটা দেয়। তারপরই আমরা প্রতিবাদ করি ৷"

জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ বারুই-এর সামনে পাল্লা খারাপের অজুহাতে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছে ওই রেশন ডিলার ৷ ব্লক খাদ্য বিভাগের আধিকারিকরা ওই রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি খাদ্য দপ্তরের আধিকারিকরা।

কাঁথি 6 মে : পাল্লা খারাপের অজুহাত দেখিয়ে রেশন সামগ্রিক কম দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে ৷ প্রতিবাদে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার মারিশদা থানার পুকুরিয়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কাঁথি খাদ্য বিভাগের আধিকারিকেরা ৷ তাঁদেরকেও ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ ৷ পরে আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তোলে গ্রামবাসীরা ।

গ্রাহকদের অভিযোগ তাঁদের প্রাপ্য রেশন ওজনের থেকে কম দিচ্ছিলেন ডিলার আশিস দাস। স্থানীয় বাসিন্দা পরিতোষ মাইতি অভিযোগ করেন, "আমার ছয়টি রেশন-কার্ড আছে। আমার রেশন পাওয়ার কথা 42 কেজি। কিন্তু আমাকে 30 কেজি খাদ্য সামগ্রী দেয় ওই ডিলার । সেই সঙ্গে সাত কেজি আটা দেয়। তারপরই আমরা প্রতিবাদ করি ৷"

জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ বারুই-এর সামনে পাল্লা খারাপের অজুহাতে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছে ওই রেশন ডিলার ৷ ব্লক খাদ্য বিভাগের আধিকারিকরা ওই রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি খাদ্য দপ্তরের আধিকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.