ETV Bharat / state

CBI vs CID : নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি - ভোট পরবর্তী হিংসা

মঙ্গলবার, একই দিনে নন্দীগ্রামে সিবিআই এবং সিআইডির প্রতিনিধিরা ৷ সিবিআই করছে ভোট পরবর্তী হিংসার তদন্ত ৷ আর সিআইডির উদ্দেশ্য, ভোটের আগে কারা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর ‘হামলা’ চালিয়েছিল, তা খুঁজে বের করা ৷ একই দিনে দুই তদন্তকারী দলের উপস্থিতিতে রাজনীতি দেখছে বিজেপি ৷ মানতে রাজ্যের নারাজ শাসকশিবির ৷

CBI and CID in Nandigram for two different investigations in a same day
CBI vs CID : নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি
author img

By

Published : Aug 31, 2021, 5:51 PM IST

Updated : Aug 31, 2021, 7:52 PM IST

নন্দীগ্রাম, 31 অগস্ট : সিবিআই-এর পাল্টা সিআইডি ? নাকি সিআইডি-র জবাবে সিবিআই ? নাকি পুরোটাই স্রেফ কাকতালীয় ঘটনা ? মঙ্গলবার নন্দীগ্রাম যে ঘটনার সাক্ষী থাকল, তাতে এমন সব প্রশ্ন ওঠা একেবারেই অবান্তর নয় ৷ একদিকে, ভোটপ্রচারে ব্যস্ত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপর হামলার অভিযোগ, অন্যদিকে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ ৷ আলাদা আলাদাভাবে এই দুই ঘটনার তদন্তের কাজে এদিন নন্দীগ্রামে পৌঁছে যান সিআইডি (CID) ও সিবিআইয়ের (CBI) প্রতিনিধিরা ৷ দুই দলেই ছিলেন পাঁচজন করে সদস্য ! এমন ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি ৷ মানতে নারাজ শাসকপক্ষ ৷

আরও পড়ুন : Post Poll Violence : 11 দিন পরও নিষ্ক্রিয় সিট, প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে হাইকোর্ট

এদিন নন্দীগ্রাম-1 ব্লকের কেন্দামারি, চিল্লি গ্রাম, মহম্মদপুর, গোকুলনগর-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাড়িতে যান সিবিআই গোয়েন্দারা ৷ অন্যদিকে, সিআইডি তার তদন্ত সারে মূলত নন্দীগ্রামের বিরুলিয়া বাজার ও আশপাশের এলাকায় ৷ অভিযোগকারী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা ৷

CBI and CID in Nandigram for two different investigations in a same day
নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে সিআইডি-র প্রতিনিধিরা ৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, একুশের ভোট প্রচারে তাঁর উপর হামলা চালানো হয়েছিল ৷ তাঁকে নাকি খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ! উল্লেখ্য, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারেই আহত হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর পায়ে চোট লেগেছিল ৷ কিছু দিন বিশ্রামের পর পায়ে প্লাস্টার বেঁধে এবং হুইল চেয়ার বসেই বাজিমাৎ করেন মমতা ৷ বিরোধী বিজেপির দাবি, নন্দীগ্রামে তাঁর সঙ্গে যা ঘটেছিল, সেটা নেহাতই একটা দুর্ঘটনা ৷ মানতে নারাজ মমতা স্বয়ং ৷ এদিন সেই ঘটনারই তদন্ত করতে অকুস্থলে পৌঁছয় সিআইডি ৷ এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷ তাদের বক্তব্য, ভোট পরবর্তীর হিংসার তদন্তে নেমে সিবিআই ‘দুয়ারে’ পৌঁছে গিয়েছে ৷ তাই বিজেপির কর্মী ও সমর্থকদের ভয় দেখাতেই একই দিনে নন্দীগ্রামে সিআইডির দল পাঠিয়েছে রাজ্যের তৃণমূল সরকার ৷

নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি

বিজেপির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তাদের যুক্তি, রাজ্য়ের গোয়েন্দারা যথেষ্টই কর্মপটু ৷ তাই কথায় কথায় সিবিআই ডাকাটা কোনও কাজের কথা নয় ৷ সিআইডি প্রতিনিধিরা তাঁদের কাজেই এদিন নন্দীগ্রামে এসেছেন, এর সঙ্গে সিবিআই-এর পাল্টা হিসাবে সিআইডিকে মাঠে নামানোর মতো কোনও মানসিকতা নেই ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই-এর মুখোমুখি ‘আক্রান্ত’ বিজেপি কর্মীরা, তাঁদের পাশে থাকতে বিশেষ কমিটি দলের

প্রসঙ্গত, গত 2 মে রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয় ৷ বিরোধীদের, বিশেষত বিজেপির অভিযোগ, এরপর থেকেই রাজ্যজুড়ে হিংসা আর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে শাসকদল ৷ নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয় ৷ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোট পরবর্তী হিংসারই বলি হতে হয়েছে চিল্লি গ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে ৷ এদিন নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পাশাপাশি, এলাকার অন্যান্য আক্রান্তদের সঙ্গেও কথা বলেন তাঁরা ৷ কথা হয় গণধর্ষণের শিকার এক মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ৷

নন্দীগ্রাম, 31 অগস্ট : সিবিআই-এর পাল্টা সিআইডি ? নাকি সিআইডি-র জবাবে সিবিআই ? নাকি পুরোটাই স্রেফ কাকতালীয় ঘটনা ? মঙ্গলবার নন্দীগ্রাম যে ঘটনার সাক্ষী থাকল, তাতে এমন সব প্রশ্ন ওঠা একেবারেই অবান্তর নয় ৷ একদিকে, ভোটপ্রচারে ব্যস্ত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) উপর হামলার অভিযোগ, অন্যদিকে রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) অভিযোগ ৷ আলাদা আলাদাভাবে এই দুই ঘটনার তদন্তের কাজে এদিন নন্দীগ্রামে পৌঁছে যান সিআইডি (CID) ও সিবিআইয়ের (CBI) প্রতিনিধিরা ৷ দুই দলেই ছিলেন পাঁচজন করে সদস্য ! এমন ঘটনায় রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি ৷ মানতে নারাজ শাসকপক্ষ ৷

আরও পড়ুন : Post Poll Violence : 11 দিন পরও নিষ্ক্রিয় সিট, প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে হাইকোর্ট

এদিন নন্দীগ্রাম-1 ব্লকের কেন্দামারি, চিল্লি গ্রাম, মহম্মদপুর, গোকুলনগর-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের বাড়িতে যান সিবিআই গোয়েন্দারা ৷ অন্যদিকে, সিআইডি তার তদন্ত সারে মূলত নন্দীগ্রামের বিরুলিয়া বাজার ও আশপাশের এলাকায় ৷ অভিযোগকারী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা ৷

CBI and CID in Nandigram for two different investigations in a same day
নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে সিআইডি-র প্রতিনিধিরা ৷

মুখ্যমন্ত্রীর অভিযোগ, একুশের ভোট প্রচারে তাঁর উপর হামলা চালানো হয়েছিল ৷ তাঁকে নাকি খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা ! উল্লেখ্য, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারেই আহত হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাঁর পায়ে চোট লেগেছিল ৷ কিছু দিন বিশ্রামের পর পায়ে প্লাস্টার বেঁধে এবং হুইল চেয়ার বসেই বাজিমাৎ করেন মমতা ৷ বিরোধী বিজেপির দাবি, নন্দীগ্রামে তাঁর সঙ্গে যা ঘটেছিল, সেটা নেহাতই একটা দুর্ঘটনা ৷ মানতে নারাজ মমতা স্বয়ং ৷ এদিন সেই ঘটনারই তদন্ত করতে অকুস্থলে পৌঁছয় সিআইডি ৷ এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়াশিবির ৷ তাদের বক্তব্য, ভোট পরবর্তীর হিংসার তদন্তে নেমে সিবিআই ‘দুয়ারে’ পৌঁছে গিয়েছে ৷ তাই বিজেপির কর্মী ও সমর্থকদের ভয় দেখাতেই একই দিনে নন্দীগ্রামে সিআইডির দল পাঠিয়েছে রাজ্যের তৃণমূল সরকার ৷

নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি

বিজেপির অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তাদের যুক্তি, রাজ্য়ের গোয়েন্দারা যথেষ্টই কর্মপটু ৷ তাই কথায় কথায় সিবিআই ডাকাটা কোনও কাজের কথা নয় ৷ সিআইডি প্রতিনিধিরা তাঁদের কাজেই এদিন নন্দীগ্রামে এসেছেন, এর সঙ্গে সিবিআই-এর পাল্টা হিসাবে সিআইডিকে মাঠে নামানোর মতো কোনও মানসিকতা নেই ৷

আরও পড়ুন : Post Poll Violence : সিবিআই-এর মুখোমুখি ‘আক্রান্ত’ বিজেপি কর্মীরা, তাঁদের পাশে থাকতে বিশেষ কমিটি দলের

প্রসঙ্গত, গত 2 মে রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয় ৷ বিরোধীদের, বিশেষত বিজেপির অভিযোগ, এরপর থেকেই রাজ্যজুড়ে হিংসা আর সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে শাসকদল ৷ নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয় ৷ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, ভোট পরবর্তী হিংসারই বলি হতে হয়েছে চিল্লি গ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে ৷ এদিন নিহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পাশাপাশি, এলাকার অন্যান্য আক্রান্তদের সঙ্গেও কথা বলেন তাঁরা ৷ কথা হয় গণধর্ষণের শিকার এক মহিলা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ৷

Last Updated : Aug 31, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.