ETV Bharat / state

নন্দীগ্রামে BJP-র অভিনন্দন র‌্যালি আটকাল পুলিশ, তৃণমূলকে দুষল BJP

author img

By

Published : Jan 18, 2020, 2:12 PM IST

Updated : Jan 18, 2020, 5:18 PM IST

নন্দীগ্রামের খোদামবাড়িতে BJP-র অভিনন্দন র‌্যালি আটকাল পুলিশ ৷ ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে গেলে BJP কর্মীদের উপর লাঠিচার্জ পুলিশের ৷ খোদামবাড়িতেই বিক্ষোভ দেখায় BJP কর্মী-সমর্থকরা ৷

image
BJP র্যালি

নন্দীগ্রাম, 18 জানুয়ারি : NRC ও CAA-র সমর্থনে শনিবার টাঙ্গুয়া থেকে নন্দীগ্রামের উদ্দেশে দিলীপ ঘোষের নেতৃত্বে একটি অভিনন্দন র‌্যালির আয়োজন করা হয়েছে ৷ টাঙ্গুয়া থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও চণ্ডীপুর থেকে র‌্যালি শুরু করে BJP ৷

যদিও অভিনন্দন র‌্যালি বানচাল করতে তৎপর তৃণমূল,এমনই অভিযোগ BJP-এর ৷ নন্দীগ্রামের দিকে এগিয়ে যাওয়ার সময় খোদামবাড়িতে অভিনন্দন র‌্যালি আটকায় পুলিশ ৷ BJP কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ৷ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পিছু হঠতে বাধ্য হয় BJP কর্মী-সমর্থকরা ৷ এখন খোদামবাড়িতেই বিক্ষোভ দেখাছেন তাঁরা ৷

BJP কর্মী-সমর্থকরা যাতে র‌্যালিতে যোগ দিতে না পারে সেই জন্য হলদিয়ার তিনটি ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এদিকে র‌্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই জমায়াত শুরু হয় টাঙ্গুয়ায় ৷ অভিযোগ পুলিশ এসে সেই জমায়েত ছত্রভঙ্গ করে দেয় ৷

খবর পেয়ে টাঙ্গুয়ার আগে চণ্ডীপুর থেকেই অভিনন্দন র‌্যালি শুরু করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ কয়েক হাজার সমর্থকদের সঙ্গে নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে প্রায় 27 কিলোমিটার যাত্রা শুরু করেন তিনি৷

BJP-র র‌্যালি আটকাল পুলিশ

এদিকে তৃণমূল-BJP-র টানাপোড়েনে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ কমলাকান্ত হালদার নামের এক যাত্রীর অভিযোগ, ‘‘BJP-র মিছিলের জন্য খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এতে আমার মত বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন ৷ এগুলো দ্রুত বন্ধ করা উচিত ৷’’

নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী ৷ তিনি বলেন, ‘‘ এই জেলায় BJP-এর কোনও প্রভাব নেই ৷ ফলে এখানে লম্ফঝম্প করে কোনও লাভ নেই ৷ আমাদের কেউ খেয়াঘাট বন্ধ করেনি ৷ তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷’’

নন্দীগ্রাম, 18 জানুয়ারি : NRC ও CAA-র সমর্থনে শনিবার টাঙ্গুয়া থেকে নন্দীগ্রামের উদ্দেশে দিলীপ ঘোষের নেতৃত্বে একটি অভিনন্দন র‌্যালির আয়োজন করা হয়েছে ৷ টাঙ্গুয়া থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও চণ্ডীপুর থেকে র‌্যালি শুরু করে BJP ৷

যদিও অভিনন্দন র‌্যালি বানচাল করতে তৎপর তৃণমূল,এমনই অভিযোগ BJP-এর ৷ নন্দীগ্রামের দিকে এগিয়ে যাওয়ার সময় খোদামবাড়িতে অভিনন্দন র‌্যালি আটকায় পুলিশ ৷ BJP কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে আসার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ৷ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পিছু হঠতে বাধ্য হয় BJP কর্মী-সমর্থকরা ৷ এখন খোদামবাড়িতেই বিক্ষোভ দেখাছেন তাঁরা ৷

BJP কর্মী-সমর্থকরা যাতে র‌্যালিতে যোগ দিতে না পারে সেই জন্য হলদিয়ার তিনটি ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ এদিকে র‌্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই জমায়াত শুরু হয় টাঙ্গুয়ায় ৷ অভিযোগ পুলিশ এসে সেই জমায়েত ছত্রভঙ্গ করে দেয় ৷

খবর পেয়ে টাঙ্গুয়ার আগে চণ্ডীপুর থেকেই অভিনন্দন র‌্যালি শুরু করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ কয়েক হাজার সমর্থকদের সঙ্গে নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে প্রায় 27 কিলোমিটার যাত্রা শুরু করেন তিনি৷

BJP-র র‌্যালি আটকাল পুলিশ

এদিকে তৃণমূল-BJP-র টানাপোড়েনে ফেরিঘাট বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ কমলাকান্ত হালদার নামের এক যাত্রীর অভিযোগ, ‘‘BJP-র মিছিলের জন্য খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এতে আমার মত বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন ৷ এগুলো দ্রুত বন্ধ করা উচিত ৷’’

নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী ৷ তিনি বলেন, ‘‘ এই জেলায় BJP-এর কোনও প্রভাব নেই ৷ ফলে এখানে লম্ফঝম্প করে কোনও লাভ নেই ৷ আমাদের কেউ খেয়াঘাট বন্ধ করেনি ৷ তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷’’

Intro:নন্দীগ্রামে দিলীপ ঘোষের র‍্যলির অনুমতি না থাকায় টেঙ্গুয়াতে বিজেপি দলীয় কর্মীদের ছত্রভঙ্গ করছে পুলিশ। চন্ডিপুর থেকে র‍্যলি শুরু করলেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু। Body:নন্দীগ্রামে দিলীপ ঘোষের র‍্যলির অনুমতি না থাকায় টেঙ্গুয়াতে বিজেপি দলীয় কর্মীদের ছত্রভঙ্গ করছে পুলিশ। চন্ডিপুর থেকে র‍্যলি শুরু করলেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু। Conclusion:নন্দীগ্রামে দিলীপ ঘোষের র‍্যলির অনুমতি না থাকায় টেঙ্গুয়াতে বিজেপি দলীয় কর্মীদের ছত্রভঙ্গ করছে পুলিশ। চন্ডিপুর থেকে র‍্যলি শুরু করলেন দিলীপ ঘোষ ও সায়ন্তন বসু।
Last Updated : Jan 18, 2020, 5:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.