পটাশপুর, 22 জানুয়ারি : বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর, লুটপাট সহ মহিলাদের মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার তুলসিচারা এলাকার ঘটনা ।
অভিযোগ, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বহিরাগতদের নিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মী-সমর্থকদের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয় বলে অভিযোগ । বোমাবাজিও করা হয় ৷
আক্রান্ত বিজেপি কর্মী গোবিন্দ মণ্ডল বলেন, ‘‘বেছে বেছে 40 জন বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি ও লুটপাট চালিয়েছে ৷ বাধা দিয়ে আক্রান্ত হয়েছে মহিলা, শিশু, বৃদ্ধ সকলেই । এছাড়াও লুট করা হয় ধান, মোটরবাইক, সাইকেল ও বাড়ির আসবাবপত্র।’’
আক্রান্তদের দাবি, ঘটনার পর থেকেই নিরাপত্তার অভাববোধ করছেন তাঁরা। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে পটাশপুর-তুলসিচারা গ্রামীণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুবর জেলা সভাপতি সুপ্রকাশ গিরি ৷ তিনি বলেন, ‘‘এটা বিজেপির গোষ্ঠীকোন্দলের ফল। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়।’’
আরও পড়ুন : "অনুপ্রবেশকারী-রোহিঙ্গাদের বিশ্বাস করে, কিন্তু বিএসএফকে বিশ্বাস করে না"