ETV Bharat / state

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ - রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা

রেশন দুর্নীতির অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ তার প্রতিবাদে পোড়ানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা ৷ BJP-র তরফে এই কুশপুত্তলিকা পোড়ানো হয় ।

bjp protests by burning mamata banerjee effigy
মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ
author img

By

Published : Jun 19, 2020, 6:49 AM IST

নন্দীগ্রাম, 18 জুন : রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে পথ অবরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল BJP । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ এলাকায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন BDO সুরজিৎ রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের সুবদি গ্রামের বহু মানুষ তিনবছর আগে রেশন কার্ড তৈরির জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই কার্ড এখনও গ্রাহকের হাতে এসে পৌঁছায়নি। ফলে দীর্ঘ তিন'বছর ধরে রেশন সামগ্রী থেকে বঞ্চিত হতে হচ্ছে এলাকার 81 জন বাসিন্দাকে। পরে কোরোনা পরিস্থিতিতে কাজ চলে যাওয়ায় নিজেদের রেশন কার্ড নিয়ে খোঁজখবর শুরু করেন গ্রাহকরা । বাসিন্দাদের অভিযোগ, রেশন কার্ড নিয়ে খোঁজখবর নেওয়ার সময় তারা জানতে পারে দু বছর আগেই সরকার কার্ড তৈরি করে দিলেও সেই কার্ডের বিনিময় রেশন সামগ্রী তুলে যাচ্ছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা। গ্রাহকদের পক্ষ থেকে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায়ের কাছে লিখিত অভিযোগ জানালেও তার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। সেই কারণে দ্রুত রেশন কার্ড পাওয়া ও অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে নন্দীগ্রামের ঘোলপুকুর বাজার থেকে আমেদাবাদ গামি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে BJP। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ হটিয়ে দেয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী এক মহিলা অভিযোগ করে বলেন, "আমার স্বামী ভ্যান চালিয়ে সংসার চালায়। দুই থেকে তিন বছর আগে রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। সেই কার্ড হাতে এখনও এসে পৌঁছায়নি। অথচ আমার কার্ড দেখিয়ে তৃণমূল নেতা সঞ্জয় দিন্ডা সমস্ত মাল তুলে নিয়েছে। উনি চাল চোর । উনার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের মত গরিব মানুষ খাবে কিভাবে। "

এই বিষয়ে BJPর পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল অভিযোগ করে বলেন," ইতিমধ্যেই BDO সাহেবের কাছে আমরা রেশন দুর্নীতিতে জড়িত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। কিন্তু জেলার BDO থেকে জেলাশাসক সবাই দলদাসে পরিণত হয়েছে ৷ তাই কিছু এখনও কোনও ব্যবস্থা হয়নি। যে কারণে রেশন দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা পথ অবরোধ করলাম। দ্রুত সমস্যার সুরাহা না হলে ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে নন্দীগ্রাম থেকে তাড়াব।"

অপরদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনও ব্যক্তির রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী তুলে নিইনি। কিছু গ্রাহকের দুটি রেশন কার্ড এসে গিয়েছিল। তাই তাদের কার্ডগুলি রেশন ডিলারকে দিয়ে যে সমস্ত গরিব মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁদের রেশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি এলাকার জনপ্রতিনিধি তাই ব্যক্তিগত স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে এই কাজ করেছি। BJP রাজনৈতিক চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়ে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরোজিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রেশন কার্ড না পাওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নন্দীগ্রাম, 18 জুন : রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে পথ অবরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করল BJP । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ এলাকায়। পরে নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন BDO সুরজিৎ রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের সুবদি গ্রামের বহু মানুষ তিনবছর আগে রেশন কার্ড তৈরির জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই কার্ড এখনও গ্রাহকের হাতে এসে পৌঁছায়নি। ফলে দীর্ঘ তিন'বছর ধরে রেশন সামগ্রী থেকে বঞ্চিত হতে হচ্ছে এলাকার 81 জন বাসিন্দাকে। পরে কোরোনা পরিস্থিতিতে কাজ চলে যাওয়ায় নিজেদের রেশন কার্ড নিয়ে খোঁজখবর শুরু করেন গ্রাহকরা । বাসিন্দাদের অভিযোগ, রেশন কার্ড নিয়ে খোঁজখবর নেওয়ার সময় তারা জানতে পারে দু বছর আগেই সরকার কার্ড তৈরি করে দিলেও সেই কার্ডের বিনিময় রেশন সামগ্রী তুলে যাচ্ছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা। গ্রাহকদের পক্ষ থেকে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায়ের কাছে লিখিত অভিযোগ জানালেও তার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। সেই কারণে দ্রুত রেশন কার্ড পাওয়া ও অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবিতে নন্দীগ্রামের ঘোলপুকুর বাজার থেকে আমেদাবাদ গামি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে BJP। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ হটিয়ে দেয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী এক মহিলা অভিযোগ করে বলেন, "আমার স্বামী ভ্যান চালিয়ে সংসার চালায়। দুই থেকে তিন বছর আগে রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলাম। সেই কার্ড হাতে এখনও এসে পৌঁছায়নি। অথচ আমার কার্ড দেখিয়ে তৃণমূল নেতা সঞ্জয় দিন্ডা সমস্ত মাল তুলে নিয়েছে। উনি চাল চোর । উনার গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এভাবে চলতে থাকলে আমাদের মত গরিব মানুষ খাবে কিভাবে। "

এই বিষয়ে BJPর পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল অভিযোগ করে বলেন," ইতিমধ্যেই BDO সাহেবের কাছে আমরা রেশন দুর্নীতিতে জড়িত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। কিন্তু জেলার BDO থেকে জেলাশাসক সবাই দলদাসে পরিণত হয়েছে ৷ তাই কিছু এখনও কোনও ব্যবস্থা হয়নি। যে কারণে রেশন দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা পথ অবরোধ করলাম। দ্রুত সমস্যার সুরাহা না হলে ভবিষ্যতে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে নন্দীগ্রাম থেকে তাড়াব।"

অপরদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনও ব্যক্তির রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী তুলে নিইনি। কিছু গ্রাহকের দুটি রেশন কার্ড এসে গিয়েছিল। তাই তাদের কার্ডগুলি রেশন ডিলারকে দিয়ে যে সমস্ত গরিব মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁদের রেশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি এলাকার জনপ্রতিনিধি তাই ব্যক্তিগত স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে এই কাজ করেছি। BJP রাজনৈতিক চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই বিষয়ে নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরোজিত রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রেশন কার্ড না পাওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.