মেদিনীপুর, 11 নভেম্বর : কানের নীচে সজোরে চড় ৷ আর তাতেই মৃত্যু হল এক BJP নেতার ৷ পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ইটাবেড়িয়া অঞ্চলের গাজিপুর গ্ৰামের ঘটনা ৷ মৃতের নাম গোকুলচন্দ্র জানা (62) । ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে ৷
স্থানীয় সূত্রে খবর, গ্রামের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য ভারতী দোলাইয়ের স্বামীর কোরোনা ধরা পড়ে । কিন্তু আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্যবিধি না মেনেই এলাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় । সেই বিষয়ে গ্রামের BJP নেতা গোকুলচন্দ্র জানা স্থানীয় আশাকর্মী মিনতি জানা দোলাইয়ের কাছে অভিযোগ করেন ৷ আর সেখানেই ওই আশাকর্মীর বাড়ির সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি ৷ অভিযোগ, বচসার সময় আশাকর্মী মিনতি দোলাই জানার স্বামী ও দেওর গোকুলবাবুর কানের নীচে সজোরে চড় মারে ৷ এলোপাথাড়ি ঘুসিও চালায় ৷ এরপই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ প্রতিবেশীরা এসে গোকুলবাবুকে উদ্ধার করলেও কিছুক্ষণ পর মারা যান তিনি ৷ ভূপতিনগর নগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। BJP-র তরফে ভূপতিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে । এরপর পুলিশ আশাকর্মীর স্বামী ও দেওরকে আটক করে ।
মৃতের ছেলে তপন জানা বলেন, "স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী কোরোনায় আক্রান্ত হয়েছেন । আমার বাবা আশাকর্মীকে তা জানাতে গিয়েছিলেন । আশা কর্মীর স্বামী ও দেওর আমার বাবার কানে চড় মারে । কিছুক্ষণ পর আমার বাবা মারা যান ।" ইটাবেড়িয়া গ্রামপঞ্চায়েত প্রধান সুমিতা জানা বলেন, "আমাদের এক মেম্বার ভারতী দোলাইয়ের স্বামী কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ আর এক বয়স্ক লোক মারা গেছেন । কিন্তু কী কারণে মারা গেছেন তা জানা নেই । আমি খোঁজ নিচ্ছি ।"