কাঁথি, 20 মার্চ : বিজেপি সাংসদের পর এবার শান্তিকুঞ্জে পা রাখলেন কেন্দ্রে মোদি সরকারের মন্ত্রী ৷ শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়িতে গেলে কেন্দ্রে বিজেপি সরকারের মন্ত্রী মনসুখ লাল মাণ্ডব্য ৷ দেখা করলেন শান্তিকুঞ্জের কর্তা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারীর সঙ্গে ৷
আগামিকাল, রবিবার পূর্ব মেদিনীপুর এগরায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট মন্ত্রী অমিত শাহ ৷ আর সেই সভায় উপস্থিত থাকার জন্য মনসুখ লাল মাণ্ডব্য আমন্ত্রণ জানান শিশির অধিকারীকে ৷
এদিন শান্তিকুঞ্জে বেশ কিছুক্ষণ ছিলেন ওই মন্ত্রী ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ৷ চা সহযোগে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয় ৷ তবে শিশির অধিকারী কি আগামিকাল অমিত শাহের সভায় যাবেন, তা জানা যায়নি ৷
উল্লেখ্য, গত ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী ৷ তার পর থেকে শিশির অধিকারী ও তাঁর দুই ছেলে দিব্যেন্দু ও সৌমেন্দু কবে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখাবেন ৷ সৌমেন্দু অনেকদিন আগেই বিজেপিতে এসেছেন ৷ কিন্তু তৃণমূলেই থেকে গিয়েছেন শিশির ও দিব্যেন্দু ৷ যদিও সেভাবে দলের সঙ্গে তাঁদের প্রকাশ্য যোগাযোগ দেখা যায়নি ৷
ইতিমধ্যে তৃণমূল নেতারা নজিরবিহীন ভাবে অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন ৷ শিশির অধিকারীও কড়া ভাষায় বারবার দলের সমালোচনা করেছেন ৷ এই পরিস্থিতিতে কাঁথিতে মোদির সভাস্থল পরিদর্শন করতে গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ তার পর শুভেন্দু অধিকারীও একটি জনসভা থেকে জানান যে 24 মার্চ কাঁথিতে মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী ৷
আরও পড়ুন : 50-55 বছর ধরে বাংলার বিকাশ ডাউন, মোদির নিশানায় কং-বাম-তৃণমূল
যদিও তিনি সেদিন জানিয়েছিলেন যে অমিত শাহের সভায় যাওয়ার জন্য শিশির অধিকারীকে অনুরোধ করবেন ৷ এবার একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আমন্ত্রণ এল ৷ এখন দেখার শিশির অধিকারী কী করেন ?