ETV Bharat / state

প্রদীপ জ্বালানোর সময় হামলা, এগরায় মৃত 1 ; জখম 20 - BJP TMC clash

ঘটনাস্থানে রয়েছে এগরা থানার পুলিশ । এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

Egra
এগরা
author img

By

Published : Aug 22, 2020, 1:47 PM IST

এগরা, 22 অগাস্ট : ধর্মীয়স্থানে প্রদীপ জ্বালাতে গিয়ে হামলার স্বীকার । এগরার এক নম্বর ব্লকের বরোদা গ্রামে জখম 20 জন । মৃত 1 । জখম সকলকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সকলেই স্থানীয় BJP সমর্থক বলে জানা গেছে । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ।

গতকাল সন্ধ্যেয় বরোদার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদীপ জ্বালাতে যান তাঁরা । অভিযোগ, হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেখানে তাঁদের উপর হামলা চালায় । বাঁশ, রড, লাঠি এমনকি তলোয়ারও ছিল দুষ্কৃতীদের হাতে । সেসব দিয়ে ব্যাপক মারধরের পর এলাকা থেকে পালিয়ে যায় তারা । গুরুত্বর জখম হন দু'জন । তাঁদের মধ্যে লিয়াকত শেখ (55)-কে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে রাস্তাতেই মৃত্যু হয় । অন্য আরও দু'জন আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভরতি । বাকিদের এগরা সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হামলার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় এগরা থানার পুলিশ । গতকাল থেকেই সেখানে টহল দিচ্ছেন তাঁরা । এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

BJP-র ওই কর্মীদের অভিযোগ, তাঁরা এলাকায় BJP করে বলেই তৃণমূল তাঁদের উপর হামলা চালিয়েছে । এবিষয়ে BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক স্বরূপ দাস বলেন, "BJP-র সংখ্যালুগু মোর্চার কিছু মানুষ প্রদীপ জ্বালাচ্ছিলেন । তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । কারণ তাঁরা BJP করে ।"

যদিও তৃণমূলের এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আবদুল মহিম অভিযোগ অস্বীকার করে বলেন, "একটি কবরস্থানের জায়গার উপরে BJP পার্টি অফিস করাকে কেন্দ্র করে ওদের নিজেদের মধ্যেই এই সংঘর্ষ হয়েছে । এরমধ্যে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় ।"

এগরা, 22 অগাস্ট : ধর্মীয়স্থানে প্রদীপ জ্বালাতে গিয়ে হামলার স্বীকার । এগরার এক নম্বর ব্লকের বরোদা গ্রামে জখম 20 জন । মৃত 1 । জখম সকলকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সকলেই স্থানীয় BJP সমর্থক বলে জানা গেছে । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তারা । স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে ।

গতকাল সন্ধ্যেয় বরোদার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদীপ জ্বালাতে যান তাঁরা । অভিযোগ, হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেখানে তাঁদের উপর হামলা চালায় । বাঁশ, রড, লাঠি এমনকি তলোয়ারও ছিল দুষ্কৃতীদের হাতে । সেসব দিয়ে ব্যাপক মারধরের পর এলাকা থেকে পালিয়ে যায় তারা । গুরুত্বর জখম হন দু'জন । তাঁদের মধ্যে লিয়াকত শেখ (55)-কে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে রাস্তাতেই মৃত্যু হয় । অন্য আরও দু'জন আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর হাসপাতালে ভরতি । বাকিদের এগরা সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হামলার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় এগরা থানার পুলিশ । গতকাল থেকেই সেখানে টহল দিচ্ছেন তাঁরা । এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি ।

BJP-র ওই কর্মীদের অভিযোগ, তাঁরা এলাকায় BJP করে বলেই তৃণমূল তাঁদের উপর হামলা চালিয়েছে । এবিষয়ে BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক স্বরূপ দাস বলেন, "BJP-র সংখ্যালুগু মোর্চার কিছু মানুষ প্রদীপ জ্বালাচ্ছিলেন । তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় । কারণ তাঁরা BJP করে ।"

যদিও তৃণমূলের এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আবদুল মহিম অভিযোগ অস্বীকার করে বলেন, "একটি কবরস্থানের জায়গার উপরে BJP পার্টি অফিস করাকে কেন্দ্র করে ওদের নিজেদের মধ্যেই এই সংঘর্ষ হয়েছে । এরমধ্যে তৃণমূল কোনওভাবেই জড়িত নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.