ETV Bharat / state

সুতাহাটায় উদ্ধার প্রতিমার গহনা-সহ চুরি যাওয়া ১০ হাজার টাকা - হলদিয়া আদালত 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে

সুতাহাটার কালি মন্দিরের চুরির ঘটনায় উদ্ধার হয়েছে প্রতিমার বেশ কয়েক ভরি গয়নাসহ 10 হাজার টাকা । হলদিয়া আদালত ধৃত 10 দুষ্কৃতীকে পুলিশি হেপাজতে রাখা হয়েছে । তদন্ত চলছে ।

arrested 10 for stealing jewellery in sutahata
অস্ত্রসহ গয়না উদ্ধার
author img

By

Published : Feb 2, 2020, 10:15 AM IST

Updated : Feb 2, 2020, 10:47 AM IST

হলদিয়া, 2 ফেব্রুয়ারি : শতাব্দী প্রাচীন কালী মন্দিরের চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 10 জন দুষ্কৃতী । তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল । তাদের আপাতত 10 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত । পুলিশ ওই 10 জনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে । এই চুরির পিছনে বড় কোনও চক্র জড়িত আছে কিনা তা খোঁজ চালাচ্ছে ।

গত 6 জানুয়ারি, রাতের বেলায় মন্দিরের তালা ভেঙে বিগ্রহের প্রায় সাড়ে 3 লাখ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা । তারা বাদ দেয়নি প্রণামী বাক্সের টাকাও । স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বহিরাগতদের আনাগোনা বেড়েছিল এলাকায় । তারা কুকড়াহাটির আনারনগরের একটি ইট ভাটাতে তাঁবু খাটিয়ে বসবাস করতে শুরু করে । তারপর থেকে বাড়ির টুকিটাকি জিনিসপত্র চুরি হতে শুরু করে । তারপরেই সুতাহাটার কালী মন্দিরের বিগ্রহের গহনা চুরি যাওয়ার ঘটনা ঘটে ।

স্থানীয়দের অনুমানের ভিত্তিতে পুলিশ তিন দিন আগে গভীর রাতে আনারনগরের ইটভাটায় হানা দিয়ে 4 জনকে আটক করে । তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর আরও 6 জনকে পুলিশ আটক করে । পুলিশি জেরার মুখে ধৃতরা মন্দিরের চুরি যাওয়ার কথা স্বীকার করে নেয় । তাদের কাছ থেকে বেশ কয়েকটি কাটারি ও দরজা ভাঙার লোহার ভারী অস্ত্র উদ্ধার করে পুলিশ । এছাড়াও খোয়া যাওয়া প্রতিমার সমস্ত গয়না, আসবাবপত্র ও প্রণামী বাক্স থেকে খোয়া যাওয়া ১০০০০ টাকা উদ্ধার করে ।

হলদিয়া পুলিশের দাবি, যাযাবর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় এই দুষ্কৃতীরা তাঁবু খাটিয়ে বসবাস করতো । দিনের বেলা এলাকায় টহল দিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে নিত । রাত বাড়লেই চুরি করত । মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরে চুরির বিষয়টি আমাদের কাছে বেশ স্পর্শকাতর বিষয় ছিল । এখনও তদন্ত চলছে ।

হলদিয়া, 2 ফেব্রুয়ারি : শতাব্দী প্রাচীন কালী মন্দিরের চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 10 জন দুষ্কৃতী । তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল । তাদের আপাতত 10 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত । পুলিশ ওই 10 জনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে । এই চুরির পিছনে বড় কোনও চক্র জড়িত আছে কিনা তা খোঁজ চালাচ্ছে ।

গত 6 জানুয়ারি, রাতের বেলায় মন্দিরের তালা ভেঙে বিগ্রহের প্রায় সাড়ে 3 লাখ টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা । তারা বাদ দেয়নি প্রণামী বাক্সের টাকাও । স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই বহিরাগতদের আনাগোনা বেড়েছিল এলাকায় । তারা কুকড়াহাটির আনারনগরের একটি ইট ভাটাতে তাঁবু খাটিয়ে বসবাস করতে শুরু করে । তারপর থেকে বাড়ির টুকিটাকি জিনিসপত্র চুরি হতে শুরু করে । তারপরেই সুতাহাটার কালী মন্দিরের বিগ্রহের গহনা চুরি যাওয়ার ঘটনা ঘটে ।

স্থানীয়দের অনুমানের ভিত্তিতে পুলিশ তিন দিন আগে গভীর রাতে আনারনগরের ইটভাটায় হানা দিয়ে 4 জনকে আটক করে । তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পর আরও 6 জনকে পুলিশ আটক করে । পুলিশি জেরার মুখে ধৃতরা মন্দিরের চুরি যাওয়ার কথা স্বীকার করে নেয় । তাদের কাছ থেকে বেশ কয়েকটি কাটারি ও দরজা ভাঙার লোহার ভারী অস্ত্র উদ্ধার করে পুলিশ । এছাড়াও খোয়া যাওয়া প্রতিমার সমস্ত গয়না, আসবাবপত্র ও প্রণামী বাক্স থেকে খোয়া যাওয়া ১০০০০ টাকা উদ্ধার করে ।

হলদিয়া পুলিশের দাবি, যাযাবর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় এই দুষ্কৃতীরা তাঁবু খাটিয়ে বসবাস করতো । দিনের বেলা এলাকায় টহল দিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে নিত । রাত বাড়লেই চুরি করত । মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরে চুরির বিষয়টি আমাদের কাছে বেশ স্পর্শকাতর বিষয় ছিল । এখনও তদন্ত চলছে ।

Intro:হলদিয়া,৩১ জানুয়ারি: সুতাহাটা দ্বাড়িবেরিয়া এলাকার শতাব্দী প্রাচীন কালী মন্দিরের চুরির ঘটনার কিনার করলো পুলিশ। গত ৬ জানুয়ারি রাতে মন্দিরের তালা ভেঙে বিগ্রহ থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা ও প্রণামী বাক্সের টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনায় জড়িত মোট ১০ জনকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। আজ তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।Body:স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকড়াহাটির আনারনগরের একটি ইট ভাটা তে বেশ কিছুদিন ধরেই কিছু বহিরাগত লোকজনের আনাগোনা বাড়ছিল। পরে তারা তাবু খাটিয়ে সেখানে বসবাস শুরু করে। এলাকার বাসিন্দারা প্রাথমিকভাবে তাদের যাযাবর ভেবে কোন বাধা দেননি। কিন্তু এলাকায় তাদের বসতির পর থেকে বাড়ির টুকিটাকি জিনিস পত্র চুরি হওয়া শুরু হয়। চুরির পেছনে যাযাবরদের হাত রয়েছে সন্দেহ হয় এলাকাবাসীর। তারাই সুতাহাটা থানার পুলিশকে যাযাবরদের উপস্থিতির কথা জানান তারা। গতকাল গভীর রাতে ইটভাটায় হানা দিয়ে চারজনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো ছয় জনকে ধরা হয়। ধৃতরা পুলিশি জেরার মুখে চুরির কথা স্বীকার করে নেয়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি কাটারি ও দরজা ভাঙার লোহার ভারী অস্ত্র উদ্ধার হয়। এছাড়াও খোয়া যাওয়া প্রতিমার সমস্ত গয়না , আসবাবপত্র ও প্রণামী বাক্স থেকে খোয়া যাওয়া ১০০০০ টাকা উদ্ধার হয়। ধৃতরা প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, যাযাবর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় এই দুষ্কৃতীরা তাবু খাটিয়ে বসবাস করতো। পরে দিনের বেলা এলাকায় টহল দিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে নিতে তারা। রাত বাড়লেই শুরু করতো চুরির কাজ। পুলিশ আসার খবর পেয়ে আরো বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকা থেকে চম্পট দেয়। তাদের খোঁজে তল্লাশি চলছে।Conclusion:হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জী জানিয়েছেন, মন্দির চুরির বিষয়টি আমাদের কাছে বেশ স্পর্শকাতর বিষয় ছিল। এলাকায় খোঁজখবর চালিয়ে দশ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আর তাদেরকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বিচারকের কাছে।
Last Updated : Feb 2, 2020, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.