ETV Bharat / state

সরকারি স্কুলের "নিম্নমানের" পোশাক ফেরাল অভিভাবকরা, বিতর্ক পটাশপুরে

অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের যে পোশাক দেওয়া হবে বলা হয়েছিল, তা দেওয়া হচ্ছে না । যা দেওয়া হয়েছে তা নিম্নমানের ।

allegation of low quality uniforms Parents returns school dress at Patashpur
allegation of low quality uniforms Parents returns school dress at Patashpur
author img

By

Published : Feb 4, 2021, 1:06 PM IST

পটাশপুর (পূর্ব মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি : সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক নিম্নমানের ৷ স্কুলে ইউনিফর্ম ফিরিয়ে প্রতিবাদ জানাল অভিভাবকরা ৷ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের নোনা কৌডদা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ৷ পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিজেপি উসকানি দিচ্ছে অভিভাবকদের ৷ অভিযোগ অস্বীকার করে পালটা কটাক্ষ করল বিজেপি ৷ তাদের কথায়, তৃণমূল শাসন করবে আর কাটমানি খাবে না !

অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের যে পোশাক দেওয়া হবে বলা হয়েছিল, তা দেওয়া হচ্ছে না । যা দেওয়া হয়েছে তা নিম্নমানের । ওই পোশাক বাচ্চাদের কোনওভাবেই পরাতে চায় না অভিভাবকরা । এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মিশ্র বলেন, "যে স্যাম্পল দেখানো হয়েছিল, তা বর্তমানে নেই । ব্লকের তরফ থেকে টেন্ডার করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাপড় কাটানো হয়েছে । এই বিষয়ে আমার কিছু করার নেই ৷"

স্কুলের পোশাক নিয়ে বিতর্ক পটাশপুরে ৷

আরও খবর: "সংখ্যালঘু হয়ে বিজেপিতে", রাজারহাটে স্কুল পরিচালন কমিটির সদস্যকে হেনস্থার অভিযোগ

এক অভিভাবক শেখ মোওসম বলেন, "পোশাকের এক স্যাম্পেল দেখিয়েছেন, দিচ্ছেন আরেক । ভালো পোশাক না পাওয়া পর্যন্ত পোশাক বণ্টন করতে দেব না ।"

বিষয়টি নিয়ে পটাশপুর দু'নম্বর ব্লকের এসআই রানা দেবনাথের মন্তব্য, "আমার কাছে কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখব ।"

পটাশপুর 2 ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাহু বলেন, "এসএইচজি গ্রুপের মহিলারা টেন্ডার নিয়েছিল । এত কম টাকাতে এর থেকে ভালো কী করে দেব ? তাদেরও তো লাভ রাখতে হবে । বিজেপির লোকেরা এই সমস্যাটাকে তৈরি করছে ৷ ওদের উসকানিতে এসব হচ্ছে ৷ "

বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "তৃণমূল শাসন করবে আর কাটমানি খাবে না ! এটা কী করে হয় ! এর প্রতিবাদ মানুষ সঠিক সময়ে জবাব দেবে ।"

পটাশপুর (পূর্ব মেদিনীপুর), 4 ফেব্রুয়ারি : সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক নিম্নমানের ৷ স্কুলে ইউনিফর্ম ফিরিয়ে প্রতিবাদ জানাল অভিভাবকরা ৷ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের নোনা কৌডদা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ৷ পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিজেপি উসকানি দিচ্ছে অভিভাবকদের ৷ অভিযোগ অস্বীকার করে পালটা কটাক্ষ করল বিজেপি ৷ তাদের কথায়, তৃণমূল শাসন করবে আর কাটমানি খাবে না !

অভিভাবকদের অভিযোগ, বাচ্চাদের যে পোশাক দেওয়া হবে বলা হয়েছিল, তা দেওয়া হচ্ছে না । যা দেওয়া হয়েছে তা নিম্নমানের । ওই পোশাক বাচ্চাদের কোনওভাবেই পরাতে চায় না অভিভাবকরা । এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মিশ্র বলেন, "যে স্যাম্পল দেখানো হয়েছিল, তা বর্তমানে নেই । ব্লকের তরফ থেকে টেন্ডার করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাপড় কাটানো হয়েছে । এই বিষয়ে আমার কিছু করার নেই ৷"

স্কুলের পোশাক নিয়ে বিতর্ক পটাশপুরে ৷

আরও খবর: "সংখ্যালঘু হয়ে বিজেপিতে", রাজারহাটে স্কুল পরিচালন কমিটির সদস্যকে হেনস্থার অভিযোগ

এক অভিভাবক শেখ মোওসম বলেন, "পোশাকের এক স্যাম্পেল দেখিয়েছেন, দিচ্ছেন আরেক । ভালো পোশাক না পাওয়া পর্যন্ত পোশাক বণ্টন করতে দেব না ।"

বিষয়টি নিয়ে পটাশপুর দু'নম্বর ব্লকের এসআই রানা দেবনাথের মন্তব্য, "আমার কাছে কোনও অভিযোগ আসেনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখব ।"

পটাশপুর 2 ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাহু বলেন, "এসএইচজি গ্রুপের মহিলারা টেন্ডার নিয়েছিল । এত কম টাকাতে এর থেকে ভালো কী করে দেব ? তাদেরও তো লাভ রাখতে হবে । বিজেপির লোকেরা এই সমস্যাটাকে তৈরি করছে ৷ ওদের উসকানিতে এসব হচ্ছে ৷ "

বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "তৃণমূল শাসন করবে আর কাটমানি খাবে না ! এটা কী করে হয় ! এর প্রতিবাদ মানুষ সঠিক সময়ে জবাব দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.