ETV Bharat / state

খেজুরিতে তৃণমূল বিধায়কের গাড়ি ঘেরাও BJP-র, উঠল জয় শ্রী রাম ধ্বনি - clash

তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় BJP কর্মীরা ।

উঠল জয় শ্রী রাম ধ্বনি
author img

By

Published : Jun 2, 2019, 3:07 PM IST

Updated : Jun 2, 2019, 3:26 PM IST

খেজুরি, 2 জুন : ফের সংঘর্ষে উত্তপ্ত খুজুরি । শুরুটা হয়েছিল গতকাল । খেজুরির কন্ঠিবাড়িতে সংঘর্ষে জড়ান BJP ও তৃণমূল কর্মীরা । আজ সকালে ওই এলাকা পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল । তৃণমূলের অভিযোগ, তখন বীরবন্দর বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় BJP কর্মীরা । প্রায় এক ঘণ্টা তাঁকে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । অভিযোগ, BJP কর্মীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় । বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের মাঝে আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়র । মাথা ফেটে যায় তাঁর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ।

BJP-র অভিযোগ, এলাকায় অশান্তি পাকাতে ও তৃণমূল কর্মীদের অস্ত্র সরবরাহ করতে এসেছিলেন বিধায়ক । তৃণমূলের পালটা অভিযোগ, CPI(M)-এর হার্মাদরা BJP-র হাত ধরে এলাকায় ঢুকে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে ।

শনিবার দুপুর থেকেই দফায় দফায় BJP-তৃণমূল সংঘর্ষে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল । গতকাল সংঘর্ষে জখম হয়েছিলেন একজন BJP কর্মী । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে ।

গতকাল এলাকারই এক BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের লোকজন । এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল ।

খেজুরি, 2 জুন : ফের সংঘর্ষে উত্তপ্ত খুজুরি । শুরুটা হয়েছিল গতকাল । খেজুরির কন্ঠিবাড়িতে সংঘর্ষে জড়ান BJP ও তৃণমূল কর্মীরা । আজ সকালে ওই এলাকা পরিদর্শনে যান তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল । তৃণমূলের অভিযোগ, তখন বীরবন্দর বাজারে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় BJP কর্মীরা । প্রায় এক ঘণ্টা তাঁকে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ ।

খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ । অভিযোগ, BJP কর্মীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায় । বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের মাঝে আক্রান্ত হন এক সিভিক ভলান্টিয়র । মাথা ফেটে যায় তাঁর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় ।

BJP-র অভিযোগ, এলাকায় অশান্তি পাকাতে ও তৃণমূল কর্মীদের অস্ত্র সরবরাহ করতে এসেছিলেন বিধায়ক । তৃণমূলের পালটা অভিযোগ, CPI(M)-এর হার্মাদরা BJP-র হাত ধরে এলাকায় ঢুকে অশান্তি তৈরির চেষ্টা চালাচ্ছে ।

শনিবার দুপুর থেকেই দফায় দফায় BJP-তৃণমূল সংঘর্ষে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল । গতকাল সংঘর্ষে জখম হয়েছিলেন একজন BJP কর্মী । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে ।

গতকাল এলাকারই এক BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের লোকজন । এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল ।

sample description
Last Updated : Jun 2, 2019, 3:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.