তমলুক, 23 এপ্রিল : কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ এই প্রতিনিধি দলের সদস্যরা আসবেন পূর্ব মেদিনীপুর জেলাতেও । এই পরিস্থিতিতে পটাশপুর 2 নম্বর ব্লকের টিকরাপাড়া মাঠের হাট বন্ধ করল প্রশাসন ৷
কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার আগেই প্রশাসনের সক্রিয়তা তুঙ্গে । হটস্পট জ়োন হিসেবে চিহ্নিত শহরগুলির কয়েকটি রাস্তায় ব্যারিকেড করে বন্ধ করে রাখা হয়েছে । সেই সঙ্গে কয়েকটি জায়গায় চলছে পুলিশের নজরদারি ও নাকা চেকিং । তমলুক জেলা হাসপাতাল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । এমনকী পটাশপুর 2 নম্বর ব্লকে টিকরাপাড়া মাঠে হাট বন্ধ করে দিয়েছে প্রশাসন ৷
স্থানীয় বাসিন্দা রঞ্জিত বেরা বলেন, " কেন্দ্রের প্রতিনিধি দল আসার কথা শুনে প্রশাসন এখন সক্রিয় হয়ে উঠেছে । আগে থেকে যদি এইরকম সক্রিয়তা পালন করত , তাহলে এত সংক্রমণ ছড়াত না ।" অন্য এক স্থানীয় বাসিন্দা রতন কুমার সাউ বলেন, "কয়েকবার এই হাটে যাতে অধিক পরিমাণে জমায়েত না হয় তার রুখতে পদক্ষেপ করেছিল পটাশপুর থানার পুলিশ । কিন্তু পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয় । ফলে আজ প্রশাসন সেই জায়গায় হাট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে । তবে, স্থানীয় ব্যবসায়ীদের কথা ভেবে প্রশাসন যদি সময় বেঁধে দিত বা দূরত্ব বজায় রেখে হাট চালানো সম্ভব হয়, সে বিষয়টি যেন ভেবে দেখে প্রশাসন । "