ETV Bharat / state

খুনের মামলায় জেলবন্দি আনিসুরের ঠোঁটে সিগারেট, কানে ব্লু টুথ !

2019-এ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সদস্য কুরবান শা-কে খুনের ঘটনায় অভিযুক্ত আনিসুর রহমান এখন থাকেন তমলুকে জেলা হাসপাতালের পুলিশ সেলে ৷ জেলবন্দি থাকলেও, দিব্য আছেন তিনি, এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ স্বভাবতই তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী বিজেপি দল ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

পুলিশ সেলে অভিযুক্ত আনিসুর
পুলিশ সেলে অভিযুক্ত আনিসুর
author img

By

Published : Jul 28, 2021, 10:58 AM IST

পূর্ব মেদিনীপুর, 28 জুলাই : পুলিশ সেলে বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত আনিসুর রহমান ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের পুলিশ সেলে বন্দি রয়েছেন পাঁশকুড়ার তৃণমূল নেতা তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সদস্য কুরবান শা খুনের ঘটনায় অভিযুক্ত আনিসুর । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ওই খুনের ঘটনায় ধৃতকে ছ'মাস আগে মেদিনীপুর কেন্দ্রীয় সংশােধনাগার থেকে তমলুক উপসংশােধনাগারে আনা হয় । তমলুকে আসার পর তার ঠিকানা হয় তমলুক জেলা হাসপাতালের পুলিশ সেল । রবিবার ওই সেলে আনিসুরের থাকার একাধিক ভিডিয়ো ভাইরাল হতে রীতিমতাে হইচই পড়ে যায় । ভিডিয়োতে দেখা যাচ্ছে আনিসুরের পুলিশ সেলের ভিতরে বেশ কয়েকটি চেয়ার রয়েছে । সেখানে একটি চেয়ারে আরামে বসে রয়েছেন অভিযুক্ত, ঠোঁটের কোণে সিগারেট । হাতে ধরা অ্যান্ড্রয়েড ফোন । কানে লাগানো ব্লুটুথ হেডফোন । একজন অভিযুক্ত জেলবন্দি অবস্থায় কী ভাবে মােবাইল ফোন ব্যবহার করে ? তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে । এমনকি এক সময়ের বিজেপি কর্মী আনিসুর জেলে থেকেও প্রায়ই তৃণমূলের হয়ে তাঁর মতামত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ৷

ভাইরাল ভিডিয়োয় ধরা পড়ল অভিযুক্ত আনিসুর রহমানের পুলিশ সেলে জীবন যাপন

আরও পড়ুন : Jyotipriyo Mullick : 'দুষ্কৃতী তালিকা' থেকে নাম কাটাতে হাইকোর্টে মামলা জ্যোতিপ্রিয়র

এই প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস মাইতি অবশ্য দলের সঙ্গে অভিযুক্ত আনিসুরের যোগাযোগের কথা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ আনিসুর রহমান দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এটা বিচারাধীন বিষয় ৷ এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই ৷" এ ছাড়া এই ভিডিয়োর সত্যতা নিশ্চিত ভাবে যাচাই করা উচিত বলে জানিয়েছেন তিনি ৷

অন্য দিকে তমলুক বিজেপি-র সাংগঠনিক জেলা সহ-সভাপতি তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "শাসক দলে যারা থাকবে, তারা অনিয়ম-বেনিয়ম করতে পারে ৷ হাতে সিগারেট, হাতে মোবাইল, মুখে মাস্ক থাকবে না, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই ৷" আনিসুরকে নিয়ে শাসকদলের বিরুদ্ধে তাঁর পাল্টা অভিযোগ "ভারতীয় জনতা পার্টি যদি কোনও আন্দোলন, সংগ্রাম করে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় ৷" বেশির ভাগ ক্ষেত্রে সেই মামলা এমন ধারায় দেওয়া হয়, যাতে জামিনের আবেদন জানানোর সুযোগ থাকে না, জানিয়েছেন বিজেপি নেতা ৷ "কিন্তু শাসকদলের হাসপাতালে জেল কাস্টডিতে যারা আছে, পুলিশ প্রহরায় আছে ৷ এই ধরনের আসামী কী ধরনের কাজকর্ম করছে, এটা মানুষ দেখছেন ৷ এবং এর বিরুদ্ধে শাসক দল ব্যবস্থা নিক, এটা আমরা চাইছি", আর্জি বিজেপি নেতা তপনের ৷

পূর্ব মেদিনীপুর, 28 জুলাই : পুলিশ সেলে বহাল তবিয়তে রয়েছেন অভিযুক্ত আনিসুর রহমান ৷ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হতে তা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে । পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের পুলিশ সেলে বন্দি রয়েছেন পাঁশকুড়ার তৃণমূল নেতা তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সদস্য কুরবান শা খুনের ঘটনায় অভিযুক্ত আনিসুর । তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ওই খুনের ঘটনায় ধৃতকে ছ'মাস আগে মেদিনীপুর কেন্দ্রীয় সংশােধনাগার থেকে তমলুক উপসংশােধনাগারে আনা হয় । তমলুকে আসার পর তার ঠিকানা হয় তমলুক জেলা হাসপাতালের পুলিশ সেল । রবিবার ওই সেলে আনিসুরের থাকার একাধিক ভিডিয়ো ভাইরাল হতে রীতিমতাে হইচই পড়ে যায় । ভিডিয়োতে দেখা যাচ্ছে আনিসুরের পুলিশ সেলের ভিতরে বেশ কয়েকটি চেয়ার রয়েছে । সেখানে একটি চেয়ারে আরামে বসে রয়েছেন অভিযুক্ত, ঠোঁটের কোণে সিগারেট । হাতে ধরা অ্যান্ড্রয়েড ফোন । কানে লাগানো ব্লুটুথ হেডফোন । একজন অভিযুক্ত জেলবন্দি অবস্থায় কী ভাবে মােবাইল ফোন ব্যবহার করে ? তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে । এমনকি এক সময়ের বিজেপি কর্মী আনিসুর জেলে থেকেও প্রায়ই তৃণমূলের হয়ে তাঁর মতামত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন ৷

ভাইরাল ভিডিয়োয় ধরা পড়ল অভিযুক্ত আনিসুর রহমানের পুলিশ সেলে জীবন যাপন

আরও পড়ুন : Jyotipriyo Mullick : 'দুষ্কৃতী তালিকা' থেকে নাম কাটাতে হাইকোর্টে মামলা জ্যোতিপ্রিয়র

এই প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস মাইতি অবশ্য দলের সঙ্গে অভিযুক্ত আনিসুরের যোগাযোগের কথা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ আনিসুর রহমান দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এটা বিচারাধীন বিষয় ৷ এর সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই ৷" এ ছাড়া এই ভিডিয়োর সত্যতা নিশ্চিত ভাবে যাচাই করা উচিত বলে জানিয়েছেন তিনি ৷

অন্য দিকে তমলুক বিজেপি-র সাংগঠনিক জেলা সহ-সভাপতি তপন কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "শাসক দলে যারা থাকবে, তারা অনিয়ম-বেনিয়ম করতে পারে ৷ হাতে সিগারেট, হাতে মোবাইল, মুখে মাস্ক থাকবে না, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেই ৷" আনিসুরকে নিয়ে শাসকদলের বিরুদ্ধে তাঁর পাল্টা অভিযোগ "ভারতীয় জনতা পার্টি যদি কোনও আন্দোলন, সংগ্রাম করে, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় ৷" বেশির ভাগ ক্ষেত্রে সেই মামলা এমন ধারায় দেওয়া হয়, যাতে জামিনের আবেদন জানানোর সুযোগ থাকে না, জানিয়েছেন বিজেপি নেতা ৷ "কিন্তু শাসকদলের হাসপাতালে জেল কাস্টডিতে যারা আছে, পুলিশ প্রহরায় আছে ৷ এই ধরনের আসামী কী ধরনের কাজকর্ম করছে, এটা মানুষ দেখছেন ৷ এবং এর বিরুদ্ধে শাসক দল ব্যবস্থা নিক, এটা আমরা চাইছি", আর্জি বিজেপি নেতা তপনের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.