ETV Bharat / state

'দুর্নীতি চলছে', অভিযোগ এনে তৃণমূল ছাড়লেন 300 কর্মী - CPIM

CPI(M) ছেড়ে তিনশোর বেশি কর্মী যোগ দিলেন BJP-তে ।

'দুর্নীতি চলছে', অভিযোগ এনে তৃণমূল ছাড়লেন 300 কর্মী
author img

By

Published : Jun 9, 2019, 5:29 PM IST

Updated : Jun 9, 2019, 10:23 PM IST

খেজুরি, 9 জুন : খেজুরিতে তৃণমূল, CPI(M) ছেড়ে তিনশোর বেশি কর্মী যোগ দিলেন BJP-তে । এর মধ্যে তৃণমূল থেকে বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা, কর্মী গেরুয়া পতাকা হাতে তুলে নেন ।

আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সভাপতি তপন মাইতি । তিনি সবার হাতে পতাকা তুলে দেন । এদিকে, সদ্য দলে যোগদানকারীরা বলেন, "তৃণমূলে দুর্নীতি চলছে । পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না । দুর্নীতিবাজ নেতারাই আখের গোছাচ্ছেন ।"

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতা নীলাঞ্জন মাইতি বলেন, "সুবিধাবাদীরা দল থেকে গেছে । কোনও ক্ষতি হবে না ।"

খেজুরি, 9 জুন : খেজুরিতে তৃণমূল, CPI(M) ছেড়ে তিনশোর বেশি কর্মী যোগ দিলেন BJP-তে । এর মধ্যে তৃণমূল থেকে বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা, কর্মী গেরুয়া পতাকা হাতে তুলে নেন ।

আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সভাপতি তপন মাইতি । তিনি সবার হাতে পতাকা তুলে দেন । এদিকে, সদ্য দলে যোগদানকারীরা বলেন, "তৃণমূলে দুর্নীতি চলছে । পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়া হয় না । দুর্নীতিবাজ নেতারাই আখের গোছাচ্ছেন ।"

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতা নীলাঞ্জন মাইতি বলেন, "সুবিধাবাদীরা দল থেকে গেছে । কোনও ক্ষতি হবে না ।"

Silchar (Assam), June 09 (ANI): A massive fire broke out in three coaches of Silchar-Trivandru Express at Silchar Railway Station on Sunday in Assam. No causality has been reported so far. Fire tenders rushed to the spot to douse the flames. The cause of fire is yet to be ascertained. More details are awaited.
Last Updated : Jun 9, 2019, 10:23 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.