ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত আরও 3

আজই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোরোনা আক্রান্ত । আর আজই পূর্ব মেদিনীপুরে তিনজনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের খোঁজ ।

3 more people infected with corona virus in east medinipur
নতুন করে পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্ত 3
author img

By

Published : May 26, 2020, 6:38 PM IST

তমলুক, 26 মে : পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হলেন আরও তিনজন । আক্রান্তদের মধ্যে দু'জন হলদিয়ার ও একজন এগরার বাসিন্দা । তিনজনই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন । তাঁদের আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে । এদিকে আজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের নয়াগ্রাম ও পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের দুই বাসিন্দা । তাঁদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।

এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজ করতেন । 19 তারিখ বাড়ি ফেরার পর স্থানীয় একটি কোয়ারানটিন সেন্টারে ছিলেন । সেখান থেকেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় ৷ আজ সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এছাড়া হলদিয়াতে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে ফেরা দুই যুবকের শরীরে কোরোনার উপস্থিতি ধরা পড়েছে । সড়কপথে বাড়ি ফেরার সময় আসানসোলে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ সেই রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছালে জানা যায় তাঁরাও কোরোনায় আক্রান্ত । আজ দুপুরে প্রত্যেককেই পাঁশকুড়া কোরোনা হাসপাতলে পাঠানো হয় ।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে আজ বাড়ি ফেরেন ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকার এক যুবক । কোরোনায় আক্রান্ত হয়ে তিনি পাঁশকুড়া হাসপাতালে ৮ মে ভরতি হয়েছিলেন । এছাড়া হলদিয়া টাউনশিপের কোরোনা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালে ভরতি করা হয় 5 মে । তিনিও সুস্থ হয়ে আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, আজ নতুন করে পূর্ব মেদিনীপুরের তিন জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । তাঁরা প্রত্যেকেই ভিনরাজ্য থেকে জেলায় ফিরেছিলেন ।

তমলুক, 26 মে : পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হলেন আরও তিনজন । আক্রান্তদের মধ্যে দু'জন হলদিয়ার ও একজন এগরার বাসিন্দা । তিনজনই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন । তাঁদের আজ পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে । এদিকে আজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের নয়াগ্রাম ও পূর্ব মেদিনীপুরের হলদিয়া টাউনশিপের দুই বাসিন্দা । তাঁদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ।

এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনি মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজ করতেন । 19 তারিখ বাড়ি ফেরার পর স্থানীয় একটি কোয়ারানটিন সেন্টারে ছিলেন । সেখান থেকেই স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় ৷ আজ সকালে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এছাড়া হলদিয়াতে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ থেকে ফেরা দুই যুবকের শরীরে কোরোনার উপস্থিতি ধরা পড়েছে । সড়কপথে বাড়ি ফেরার সময় আসানসোলে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ সেই রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে পৌঁছালে জানা যায় তাঁরাও কোরোনায় আক্রান্ত । আজ দুপুরে প্রত্যেককেই পাঁশকুড়া কোরোনা হাসপাতলে পাঠানো হয় ।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে আজ বাড়ি ফেরেন ঝাড়গ্রামের নয়াগ্রাম এলাকার এক যুবক । কোরোনায় আক্রান্ত হয়ে তিনি পাঁশকুড়া হাসপাতালে ৮ মে ভরতি হয়েছিলেন । এছাড়া হলদিয়া টাউনশিপের কোরোনা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালে ভরতি করা হয় 5 মে । তিনিও সুস্থ হয়ে আজ হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, আজ নতুন করে পূর্ব মেদিনীপুরের তিন জনের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । তাঁরা প্রত্যেকেই ভিনরাজ্য থেকে জেলায় ফিরেছিলেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.