ETV Bharat / state

10টি তালা, শাটার ভেঙে 50 লাখের গয়না চুরি তমলুকের সোনার দোকানে - তমলুক

দোকানে সিসিটিভি থাকলেও তা দোকানের কিছু কাজের জন্য সম্প্রতি বন্ধ ছিল । বাজারের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ৷

50-lakh-rupees-worth-jewellery-stolen-from-jewellery-shop-of-tamluk
50-lakh-rupees-worth-jewellery-stolen-from-jewellery-shop-of-tamluk
author img

By

Published : Feb 15, 2021, 5:41 PM IST

তমলুক, 15 ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে সোনার দোকানে তালা ও শাটার ভেঙে দুঃসাহসিক চুরি ৷ ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ি এলাকার ৷ দুষ্কৃতীরা 50 লাখ টাকার গয়না চুরি করেছে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, বিয়ের মরসুম চলায় বিপুল পরিমাণ গয়নার স্টক ছিল ওই দোকানে । রবিবার গভীর রাতে দোকানের 10টি তালা ও মোটা লোহার শাটার ভেঙে দোকানের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা ৷ দোকানের প্রায় সমস্ত সোনা ও রুপোর গয়না চুরি করে তারা । সোমবার ভোরে দোকান খুলতে এসে ঘটনা নজরে আসে পার্শ্ববর্তী দোকানদারদের ৷ তারাই ফোন করে চুরির কথা দোকানের মালিক তুষার দাস ঘডুইকে জানায় ৷ তুষারবাবু ঘটনাস্থানে আসার পর খবর দেওয়া হয় তমলুক থানায় । অভিযোগ, দীর্ঘক্ষণ পর আসে পুলিশ ।

আরও খবর: পোলবায় সোনার দোকান থেকে 40 লাখ টাকার গয়না লুট

জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও তা দোকানের কিছু কাজের জন্য সম্প্রতি বন্ধ ছিল । বাজার কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ।

তুষার দাস ঘড়ুই বলেন, "সব শেষ হয়ে গেল ! 50-60 লাখ টাকার গয়না ছিল ৷ সব নিয়ে গেছে ৷ "

41 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে এত বড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী দোকানদারেরা ।

তমলুক, 15 ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে সোনার দোকানে তালা ও শাটার ভেঙে দুঃসাহসিক চুরি ৷ ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুক থানার নিমতৌড়ি এলাকার ৷ দুষ্কৃতীরা 50 লাখ টাকার গয়না চুরি করেছে বলে অভিযোগ ৷

জানা গিয়েছে, বিয়ের মরসুম চলায় বিপুল পরিমাণ গয়নার স্টক ছিল ওই দোকানে । রবিবার গভীর রাতে দোকানের 10টি তালা ও মোটা লোহার শাটার ভেঙে দোকানের ভেতরে ঢোকে দুষ্কৃতীরা ৷ দোকানের প্রায় সমস্ত সোনা ও রুপোর গয়না চুরি করে তারা । সোমবার ভোরে দোকান খুলতে এসে ঘটনা নজরে আসে পার্শ্ববর্তী দোকানদারদের ৷ তারাই ফোন করে চুরির কথা দোকানের মালিক তুষার দাস ঘডুইকে জানায় ৷ তুষারবাবু ঘটনাস্থানে আসার পর খবর দেওয়া হয় তমলুক থানায় । অভিযোগ, দীর্ঘক্ষণ পর আসে পুলিশ ।

আরও খবর: পোলবায় সোনার দোকান থেকে 40 লাখ টাকার গয়না লুট

জানা গিয়েছে, দোকানে সিসিটিভি থাকলেও তা দোকানের কিছু কাজের জন্য সম্প্রতি বন্ধ ছিল । বাজার কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ ।

তুষার দাস ঘড়ুই বলেন, "সব শেষ হয়ে গেল ! 50-60 লাখ টাকার গয়না ছিল ৷ সব নিয়ে গেছে ৷ "

41 নম্বর জাতীয় সড়ক থেকে ঢিলছোড়া দূরত্বে এত বড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী দোকানদারেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.