বর্ধমান, 27 জুন : বন্ধ ছিল রেলগেট ৷ ফলে রাস্তায় গাড়ির লম্বা লাইন । সেই যানজটে একটা গাড়ির মধ্যে আটকে পড়েছিলেন পূর্ব বর্ধমানের পিলখুড়ি গ্রামের এক অন্তঃসত্ত্বা । প্রসব যন্ত্রণা ওঠায় মন্দিরা দাস নামে ওই প্রসূতিকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু রেলগেট বেশ কিছুক্ষণ বন্ধ থাকায় রাস্তায় যানজট বাড়ে ৷ ফলে হাসপাতালে পৌঁছানো যায়নি ৷ গাড়ির মধ্যেই সন্তানের জন্ম দেন তিনি ।
বর্ধমান-আসানসোল লাইনে তালিত রেলগেটের এই ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন । তাঁদের দাবি, তালিত রেলগেট স্থানীয় লোকের কাছে অভিশাপ । দিনের বেশিরভাগ সময়ে এই রেলগেট বন্ধ থাকে ৷ ফলে এর আগেও একাধিকবার সমস্যায় পড়েছেন রোগী ও তাঁর আত্মীয়রা ৷ তাই দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি একটি ফ্লাইওভারের ৷ অভিযোগ বারবার করে সাংসদ ও রেলকে জানানো হলেও কাজের কাজ হয়নি ।
আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর
অন্যান্য দিনের মতো আজ সকালেও রেলগেট বন্ধ ছিল । স্বাভাবিকভাবেই গাড়ির লম্বা লাইন পড়ে যায় । সেই যানজটের একটি গাড়ির মধ্যেই ছিলেন ওই অন্তঃসত্ত্বা মহিলা ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ কিন্তু যানজটের জন্য গাড়ি আটকে পড়ে ৷ এরপর গাড়ির মধ্যেই সন্তানের জন্ম দেন ওই মহিলা । এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সদ্যোজাত এবং মহিলা ভাল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷