মঙ্গলকোট, 1 মার্চ : "2021 সালে তৃণমূল সরকার গঠন হবে।" জনসভা থেকে এমনই বললেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল । তাঁকে ঘিরে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখিয়েছেন । শনিবার মঙ্গলকোটের কৈচরে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন হয় । সেখানে সুনীল মণ্ডল সহ একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন ।
"শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ তুলছেন কেন্দ্র তাদের সঙ্গে বৈমাত্রিক আচরণ করে আসছে । সেই কারণেই রাজ্যের উন্নতি হচ্ছে না । তাই এবার থেকে আর বৈমাত্রিক আচরণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে না । কারণ 2021 সালে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার গঠন করবে ।" সুনীল মণ্ডলের এই মন্তব্যকে ঘিরে বিজেপির অন্দরে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
আরও পড়ুন : আদর্শ আচরণবিধি নিয়ে বৈঠক পশ্চিম বর্ধমানে
বিজেপি নেতা কর্মীদের মতে, সুনীল মণ্ডলের ইমেজ ভালো নয় । বিজেপির দলীয় কর্মীদের একাংশ সুনীল মণ্ডলের বিজেপিতে যোগ দেওয়াকে ভালো চোখে দেখছে না । তাদের মতে সুনীল মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে । তৃণমূল কংগ্রেসে থাকাকালীন কালনা কাটোয়া সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের তিনি নানাভাবে নাস্তানাবুদ করেছেন ।
রাজনৈতিক মহলের মতে, সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে এলেও তৃণমূল কংগ্রেসকে ভুলতে পারেননি । আবার কেউ কেউ বলছেন এখনই হয়তো তিনি বুঝে গেছেন বিজেপি তাঁকে বড় কোনও পদ হয়ত দেবে না । তাই তৃণমূল কংগ্রেসে ফিরে যেতে চান । সেই রাস্তা পরিষ্কার রাখতেই 2021 সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবে তিনি বলেছেন ।