মঙ্গলকোট, 16 জুলাই : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল মঙ্গলকোট থানার পুলিশ । ধৃতদের মধ্যে সাবুল শেখ লাখুড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও সামু শেখ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলেই পরিচিত ৷
সোমবার সন্ধেয় বাড়ি ফেরার পথে খুন হন মঙ্গলকোট ব্লকের লাখুড়িয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি অসীম দাস । পরিবারের লোকজনের দাবি, খুনের ঘটনায় খুব পরিচিত লোকজন জড়িত রয়েছে । পরিবারের লোকেদের ইঙ্গিত ছিল তৃণমূল কংগ্রেসের দিকেই ।
এদিকে বুধবার নিহত অসীম দাসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । আশ্বাস দেন, তিন দিনের মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে । এরপরেই পুলিশ দুজনকে গ্রেফতার করে । অসীম দাসকে গুলি করে খুন করার পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, এই খুনের ঘটনায় বিজেপির দুষ্কৃতীরাই যুক্ত আছে ।
আরও পড়ুন : মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন
যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করে, তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই খুনের ঘটনা ঘটেছে । এদিকে. নিহত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ নস্যাৎ করে অনুব্রত মণ্ডল জানান, সেই সময় পরিবারের লোকেদের মাথার ঠিক ছিল না । তাই তারা হয়তো কিছু বলে ফেলেছেন ।
ধৃতদের বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ যদিও ধৃত সহ-সভাপতি সাবুল শেখ আদালতে যাওয়ার পথে বলেন তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে ।