ETV Bharat / state

PM Awas Yojana: আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস ! জামালপুরে বিতর্ক - বিজেপি

পূর্ব বর্ধমানের জামালপুর 2 পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ঘর দখল করে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পার্টি অফিস তৈরি করার অভিযোগ উঠেছে ৷ তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি (BJP) ৷

PM Awas Yojana
আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস
author img

By

Published : Dec 29, 2022, 8:22 PM IST

জামালপুর (পূর্ব বর্ধমান), 29 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) জন্য টাকা দেওয়া হয়েছিল । অভিযোগ সেই টাকা আত্মসাৎ করে গড়ে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় কার্যালয় । যা নিয়ে আন্দোলন করার কথা ভাবছে বিজেপি (BJP) । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের ৷

স্থানীয় ও তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর 2 পঞ্চায়েতের পাশে কাঠুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা শংকর মাঝি । 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার প্রাপক তালিকায় তাঁর নামে ওঠে । সেই মতো তিনি পান 1 লক্ষ 20 হাজার টাকা । ওই টাকায় বাড়িও তৈরি হয়। করা হয় নিয়ম মেনে জিও ট্যাগিংও ।

PM Awas Yojana
আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ

অভিযোগ, শেষ পর্যন্ত ওই বাড়িতে শংকর মাঝি বাস করতে পারেননি । ওই বাড়ি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রূপান্তরিত হয়ে যায় । ওই বাড়ির নাম উন্নয়ন ভবন । পরে 2019 সালে বিজেপির চাপে পড়ে ওই বাড়ির চাবি শংকর মাঝির হাতে তুলে দেওয়া হয় । কিন্তু এরপর ফের তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা ফের তাঁকে ওই বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, সেটা ফের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে । যা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক ।

যদিও তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা বলেন, ‘‘2017 সালে অফিসটা তৈরি হয় । 2019 সালে লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) ভালো ফল করার পরে বিজেপি পঞ্চায়েতে গিয়ে চাপ সৃষ্টি করে ওই পার্টি অফিস শংকর মাঝির নামে লিখিয়ে নেয় । এখানে তাঁর যেহেতু কোনও জায়গা নেই । তাই অন্য জায়গায় পঞ্চায়েত তাঁকে ঘর করে দেয় । যা করেছে পঞ্চায়েত করেছে । এর সঙ্গে তৃণমূল দলের কোনও সম্পর্ক নেই । এই জায়গা পার্টি অফিসের নামেই লিখিত আছে ।’’

PM Awas Yojana
আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ

বিজেপি নেতা অজয় ডকাল বলেন, ‘‘শংকর মাঝির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৃণমূল দখল করে পার্টি অফিস বানিয়েছে । বিজেপি আন্দোলন করে সেই ঘর উদ্ধার করে শংকর মাঝির হাতে তুলে দেয় । এরপর ফের তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে । ফের পঞ্চায়েত ভোটের আগে বিজেপি আন্দোলনে নামবে ।’’

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান

জামালপুর (পূর্ব বর্ধমান), 29 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) জন্য টাকা দেওয়া হয়েছিল । অভিযোগ সেই টাকা আত্মসাৎ করে গড়ে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় কার্যালয় । যা নিয়ে আন্দোলন করার কথা ভাবছে বিজেপি (BJP) । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের ৷

স্থানীয় ও তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর 2 পঞ্চায়েতের পাশে কাঠুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা শংকর মাঝি । 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার প্রাপক তালিকায় তাঁর নামে ওঠে । সেই মতো তিনি পান 1 লক্ষ 20 হাজার টাকা । ওই টাকায় বাড়িও তৈরি হয়। করা হয় নিয়ম মেনে জিও ট্যাগিংও ।

PM Awas Yojana
আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ

অভিযোগ, শেষ পর্যন্ত ওই বাড়িতে শংকর মাঝি বাস করতে পারেননি । ওই বাড়ি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রূপান্তরিত হয়ে যায় । ওই বাড়ির নাম উন্নয়ন ভবন । পরে 2019 সালে বিজেপির চাপে পড়ে ওই বাড়ির চাবি শংকর মাঝির হাতে তুলে দেওয়া হয় । কিন্তু এরপর ফের তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা ফের তাঁকে ওই বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, সেটা ফের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে । যা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক ।

যদিও তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা বলেন, ‘‘2017 সালে অফিসটা তৈরি হয় । 2019 সালে লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) ভালো ফল করার পরে বিজেপি পঞ্চায়েতে গিয়ে চাপ সৃষ্টি করে ওই পার্টি অফিস শংকর মাঝির নামে লিখিয়ে নেয় । এখানে তাঁর যেহেতু কোনও জায়গা নেই । তাই অন্য জায়গায় পঞ্চায়েত তাঁকে ঘর করে দেয় । যা করেছে পঞ্চায়েত করেছে । এর সঙ্গে তৃণমূল দলের কোনও সম্পর্ক নেই । এই জায়গা পার্টি অফিসের নামেই লিখিত আছে ।’’

PM Awas Yojana
আবাস যোজনার ঘর দখল করে তৃণমূলের অফিস তৈরির অভিযোগ

বিজেপি নেতা অজয় ডকাল বলেন, ‘‘শংকর মাঝির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৃণমূল দখল করে পার্টি অফিস বানিয়েছে । বিজেপি আন্দোলন করে সেই ঘর উদ্ধার করে শংকর মাঝির হাতে তুলে দেয় । এরপর ফের তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে । ফের পঞ্চায়েত ভোটের আগে বিজেপি আন্দোলনে নামবে ।’’

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.