জামালপুর (পূর্ব বর্ধমান), 29 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) জন্য টাকা দেওয়া হয়েছিল । অভিযোগ সেই টাকা আত্মসাৎ করে গড়ে তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দলীয় কার্যালয় । যা নিয়ে আন্দোলন করার কথা ভাবছে বিজেপি (BJP) । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । ঘটনাটি পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের ৷
স্থানীয় ও তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর 2 পঞ্চায়েতের পাশে কাঠুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা শংকর মাঝি । 2019 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার প্রাপক তালিকায় তাঁর নামে ওঠে । সেই মতো তিনি পান 1 লক্ষ 20 হাজার টাকা । ওই টাকায় বাড়িও তৈরি হয়। করা হয় নিয়ম মেনে জিও ট্যাগিংও ।
অভিযোগ, শেষ পর্যন্ত ওই বাড়িতে শংকর মাঝি বাস করতে পারেননি । ওই বাড়ি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রূপান্তরিত হয়ে যায় । ওই বাড়ির নাম উন্নয়ন ভবন । পরে 2019 সালে বিজেপির চাপে পড়ে ওই বাড়ির চাবি শংকর মাঝির হাতে তুলে দেওয়া হয় । কিন্তু এরপর ফের তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা ফের তাঁকে ওই বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ । স্থানীয়দের দাবি, সেটা ফের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে । যা নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক ।
যদিও তৃণমূল নেতা রামরঞ্জন সাঁতরা বলেন, ‘‘2017 সালে অফিসটা তৈরি হয় । 2019 সালে লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) ভালো ফল করার পরে বিজেপি পঞ্চায়েতে গিয়ে চাপ সৃষ্টি করে ওই পার্টি অফিস শংকর মাঝির নামে লিখিয়ে নেয় । এখানে তাঁর যেহেতু কোনও জায়গা নেই । তাই অন্য জায়গায় পঞ্চায়েত তাঁকে ঘর করে দেয় । যা করেছে পঞ্চায়েত করেছে । এর সঙ্গে তৃণমূল দলের কোনও সম্পর্ক নেই । এই জায়গা পার্টি অফিসের নামেই লিখিত আছে ।’’
বিজেপি নেতা অজয় ডকাল বলেন, ‘‘শংকর মাঝির নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৃণমূল দখল করে পার্টি অফিস বানিয়েছে । বিজেপি আন্দোলন করে সেই ঘর উদ্ধার করে শংকর মাঝির হাতে তুলে দেয় । এরপর ফের তাঁকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে । ফের পঞ্চায়েত ভোটের আগে বিজেপি আন্দোলনে নামবে ।’’
আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে ক্ষোভ ! 5 ঘণ্টা ধরে তালা বন্ধ পঞ্চায়েত প্রধান