ETV Bharat / state

TMC Leader Arrested : চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূলের উপপ্রধান

author img

By

Published : May 18, 2022, 9:32 PM IST

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে মঙ্গলকোটের এক পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে (TMC leader arrested in fraud case)৷ আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ । ধৃত উপপ্রধানের নাম হেকমত আলি ।

TMC leader arrested in fraud case
TMC

মঙ্গলকোট, 18 মে : বেয়াইয়ের মারফত একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল মঙ্গলকোটের এক পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে (TMC leader arrested in fraud case)৷ আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ । ধৃত উপপ্রধানের নাম হেকমত আলি (TMC upopradhan)।

বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা বদরুদ্দোজা মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে জানান, তাঁর ছেলের সঙ্গে ঝিলু 2 নং পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলির মেয়ের বিয়ে হয় । এরপর হেকমত আলি প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে বদরুদ্দোজার মাধ্যমে টাকা নিতে শুরু করে । মোট 11 জনের কাছ থেকে 82 লক্ষ 90 হাজার টাকা নেয় হেকমত আলি । এঁদের মধ্যে 2 জনকে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় । কিন্তু তাঁরা কেউই চাকরি পায়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন : Radioactive Trafficking : তেজস্ক্রিয় পদার্থ পাচারের সময় এসটিএফের জালে 3

এরপরেই বিষয়টি নিয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । উপপ্রধানকে গ্রেফতার করে পুলিশ । এদিন ধৃত উপপ্রধান হেকমত আলিকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।

মঙ্গলকোট, 18 মে : বেয়াইয়ের মারফত একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠল মঙ্গলকোটের এক পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে (TMC leader arrested in fraud case)৷ আজ তাঁকে গ্রেফতার করে পুলিশ । ধৃত উপপ্রধানের নাম হেকমত আলি (TMC upopradhan)।

বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা বদরুদ্দোজা মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে জানান, তাঁর ছেলের সঙ্গে ঝিলু 2 নং পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলির মেয়ের বিয়ে হয় । এরপর হেকমত আলি প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে বদরুদ্দোজার মাধ্যমে টাকা নিতে শুরু করে । মোট 11 জনের কাছ থেকে 82 লক্ষ 90 হাজার টাকা নেয় হেকমত আলি । এঁদের মধ্যে 2 জনকে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় । কিন্তু তাঁরা কেউই চাকরি পায়নি বলে অভিযোগ ।

আরও পড়ুন : Radioactive Trafficking : তেজস্ক্রিয় পদার্থ পাচারের সময় এসটিএফের জালে 3

এরপরেই বিষয়টি নিয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । উপপ্রধানকে গ্রেফতার করে পুলিশ । এদিন ধৃত উপপ্রধান হেকমত আলিকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.