ETV Bharat / state

মন্তেশ্বর ও কালনার একাধিক রেশন দোকান পরিদর্শন টাস্ক ফোর্সের - coronavirus news

কয়েকদিন ধরেই মন্তেশ্বরে একাধিক রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠছিল । রেশন সামগ্রীর ওজনে কারচুপি চলছে বলে অভিযোগ ওঠে । বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন ।

ration shops of Manteswar
নজরদারি টাস্কফোর্সের
author img

By

Published : May 3, 2020, 10:34 AM IST

মন্তেশ্বর, 3 মে : রেশন দোকান থেকে সাধারণ মানুষ বিনামূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে অভিযান চালাল টাস্ক ফোর্স । পূর্ব বর্ধমানের কালনা ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন রেশন দোকানের পরিস্থিতি খতিয়ে দেখে তারা । টাস্ক ফোর্সে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বিশ্বাস ।



কয়েকদিন ধরে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল । রেশন সামগ্রীর ওজনে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন । বিশেষ টাস্ক ফোর্স বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করে । মাঝেরগ্রাম, সিহিগ্রাম, পিপলন এবং কুসুমগ্রামের রেশন দোকানগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে । মামুদপুর 1, মামুদপুর 2, বামুনপাড়া, বাঘাসন এবং শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রেশন ডিলারের সঙ্গে কথা বলে ।



টাস্ক ফোর্সের সদস্যদের তরফে উপভোক্তাদের কাছে আবেদন করা হয়, খাদ্যসামগ্রী নেওয়ার সময় সঠিক ওজন দেখে নেবেন । সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন । সরকারের নির্দেশিকা মেনে চলবেন ।

মন্তেশ্বর, 3 মে : রেশন দোকান থেকে সাধারণ মানুষ বিনামূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে অভিযান চালাল টাস্ক ফোর্স । পূর্ব বর্ধমানের কালনা ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন রেশন দোকানের পরিস্থিতি খতিয়ে দেখে তারা । টাস্ক ফোর্সে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বিশ্বাস ।



কয়েকদিন ধরে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল । রেশন সামগ্রীর ওজনে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে । বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে স্থানীয় প্রশাসন । বিশেষ টাস্ক ফোর্স বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করে । মাঝেরগ্রাম, সিহিগ্রাম, পিপলন এবং কুসুমগ্রামের রেশন দোকানগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে । মামুদপুর 1, মামুদপুর 2, বামুনপাড়া, বাঘাসন এবং শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রেশন ডিলারের সঙ্গে কথা বলে ।



টাস্ক ফোর্সের সদস্যদের তরফে উপভোক্তাদের কাছে আবেদন করা হয়, খাদ্যসামগ্রী নেওয়ার সময় সঠিক ওজন দেখে নেবেন । সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন । সরকারের নির্দেশিকা মেনে চলবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.