ETV Bharat / state

আমি দার্জিলিঙের লোক নই : সুরিন্দর সিং আলুওয়ালিয়া - loksabha election

"আমি দার্জিলিঙের লোক নই। আমি বর্ধমানের ভূমিপুত্র।" বিরোধীদের কটাক্ষের জবাবে বললেন দার্জিলিঙের বিদায়ি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া

সুরিন্দর সিং আলুওয়ালিয়া
author img

By

Published : Apr 10, 2019, 9:44 PM IST

Updated : Apr 10, 2019, 11:27 PM IST

বর্ধমান, 10 এপ্রিল : ভোটের প্রচারে নেমেই দার্জিলিঙের বিদায়ি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি। বলেছিলেন, "বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষজন বুঝে গেছেন BJP সাংসদ নিজের এলাকায় ঢুকতে পারেননি। পালিয়ে বাঁচতে পাহাড় থেকে সমতলে নেমে এসেছেন। মানুষ বুঝতে পেরেছেন, তিনি তিরিশ দিন মানুষের সঙ্গে থাকবেন না।" আজ সেই কটাক্ষের জবাবে বর্ধমান দুর্গাপুরের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া বলেন, "আমি দার্জিলিঙের লোক নই। আমি বর্ধমানের ভূমিপুত্র। অনেকেই আমায় বর্ধমানের জামাই বলছেন। কিন্তু আমি আগে পুত্র পরে জামাই।"

এদিকে দার্জিলিঙে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সেই সময় দার্জিলিঙে যে আন্দোলন চলছিল সেটা গোর্খাল্যান্ডের দাবিতে। তাই আমার পক্ষে কি তাদের সমর্থন করে পাশে দাঁড়ানো সম্ভব ছিল? আমার না যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে এটাও একটা।"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "সেই সময় মমতা দিদি বলছিলেন সেই আগুন নাকি আমি জ্বালাচ্ছি। আমি যখন যাচ্ছিলাম না তখনও আমার দিকে আঙুল তোলা হচ্ছিল। ফলে সেই সময় যদি আমি যেতাম আর নতুন করে ঘটনা ঘটত তাহলে সেটাকে তারা ইশু করত। তাই অনেক আগেই আমি আমার নেতৃত্বকে লিখে দিয়েছিলাম দার্জিলিং আসনে আমি দাঁড়াতে চাই না। অন্য যে কোনও আসনে দাঁড়াতে চেয়েছিলাম তার মধ্যে বর্ধমান-দুর্গাপুরকে প্রাধান্য দিয়েছিলাম।"

বর্ধমান, 10 এপ্রিল : ভোটের প্রচারে নেমেই দার্জিলিঙের বিদায়ি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখার্জি। বলেছিলেন, "বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মানুষজন বুঝে গেছেন BJP সাংসদ নিজের এলাকায় ঢুকতে পারেননি। পালিয়ে বাঁচতে পাহাড় থেকে সমতলে নেমে এসেছেন। মানুষ বুঝতে পেরেছেন, তিনি তিরিশ দিন মানুষের সঙ্গে থাকবেন না।" আজ সেই কটাক্ষের জবাবে বর্ধমান দুর্গাপুরের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়া বলেন, "আমি দার্জিলিঙের লোক নই। আমি বর্ধমানের ভূমিপুত্র। অনেকেই আমায় বর্ধমানের জামাই বলছেন। কিন্তু আমি আগে পুত্র পরে জামাই।"

এদিকে দার্জিলিঙে না যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "সেই সময় দার্জিলিঙে যে আন্দোলন চলছিল সেটা গোর্খাল্যান্ডের দাবিতে। তাই আমার পক্ষে কি তাদের সমর্থন করে পাশে দাঁড়ানো সম্ভব ছিল? আমার না যাওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে এটাও একটা।"

দেখুন ভিডিয়ো

তিনি আরও বলেন, "সেই সময় মমতা দিদি বলছিলেন সেই আগুন নাকি আমি জ্বালাচ্ছি। আমি যখন যাচ্ছিলাম না তখনও আমার দিকে আঙুল তোলা হচ্ছিল। ফলে সেই সময় যদি আমি যেতাম আর নতুন করে ঘটনা ঘটত তাহলে সেটাকে তারা ইশু করত। তাই অনেক আগেই আমি আমার নেতৃত্বকে লিখে দিয়েছিলাম দার্জিলিং আসনে আমি দাঁড়াতে চাই না। অন্য যে কোনও আসনে দাঁড়াতে চেয়েছিলাম তার মধ্যে বর্ধমান-দুর্গাপুরকে প্রাধান্য দিয়েছিলাম।"

sample description
Last Updated : Apr 10, 2019, 11:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.