ETV Bharat / state

Student Died by Suicide : বাড়িতে রং করা নিয়ে মনোমালিন্য, বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্রী

author img

By

Published : Mar 30, 2022, 10:35 PM IST

মায়ের পছন্দ করা রং মনে ধরে ছিল মানিয়ার ৷ সেই মতোই বাবাকে বলতে গিয়েছিল যাতে ওই রংই নতুন বাড়িতে করা হয় ৷ কিন্তু কথা শোনার বদলে বাবার ধমক খেতে হয় মানিয়াকে ৷ যা সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় দশম শ্রেণীর এই ছাত্রী (Student Died by Suicide) ৷

Katwa Purba Bardhaman News
কাটোয়ায় আত্মঘাতী ছাত্রী

কাটোয়া, 30 মার্চ : নতুন বাড়িতে কী রং হবে তা নিয়ে নিজের পছন্দ জানাতে গিয়েছিল বছর ষোলোর মানিয়া ৷ এরপর বাবা তাকে বকুনি দিয়ে নিজের কাজ করতে যাওয়ার কথা বলে ৷ তার জেরেই অভিমানে আত্মঘাতী হয় মানিয়া । কাটোয়ার (Katwa News) বাঁধমুড়ো গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মানিয়া খাতুন । বাবার নাম হাসানুজ্জামান । বেশ কিছুদিন ধরেই তাদের বাড়ি তৈরির কাজ চলছে । নির্মাণ কাজ শেষ হলেও রং করা এখনও বাকি ৷ বাড়িতে কী রং করা হবে তা নিয়ে মানিয়ার মায়ের সঙ্গে বাবার মনোমালিন্য চলছিল । মা একটা রং পছন্দ করার পর মানিয়ারও তা পছন্দ হয় ৷ এরপর সেই রং বাড়িতে করার কথা বাবাকে জানাতে যায় ৷ তখন হাসানুজ্জামান নিজের কাজ করতে বলে মেয়েকে মুখ ঝামটা দেয় । যা শুনে অভিমানে মনমরা হয়ে যায় মানিয়া । এরপর সে চালে দেওয়ার জন্য বাড়িতে থাকা ট্যাবলেট খেয়ে নেয় । কিছুক্ষণের মধ্যেই বমি শুরু হয় তার । তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মানিয়ার মৃত্যু হয় (Student Died by Suicide in Katwa) ।

এই বিষয়ে মানিয়ার কাকা মহসিন শেখ বলেন, "বাড়িতে রঙের কাজ চলছিল । রং পছন্দ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দু'তিন দিন ধরেই মতভেদ চলছিল । সেই সময় মেয়েটি তার মায়ের পক্ষ নিয়ে কথা বলতে গেলে বাবা তাকে মেজাজ দেখিয়ে বলে এই সব ব্যাপারে তার কথা বলার দরকার নেই । এরপরই সে বেলার দিকে চাষে ব্যবহৃত ট্যাবলেট খেয়ে ফেলে ও কিছুক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে । তাকে বমির কারণ জিজ্ঞাসা করা হলেও সে কিছু বলতে চায়নি । এরপর তাকে হাসপাতালে ভরতি করা হলে সেখানে সে মারা যায় ।

কাটোয়া, 30 মার্চ : নতুন বাড়িতে কী রং হবে তা নিয়ে নিজের পছন্দ জানাতে গিয়েছিল বছর ষোলোর মানিয়া ৷ এরপর বাবা তাকে বকুনি দিয়ে নিজের কাজ করতে যাওয়ার কথা বলে ৷ তার জেরেই অভিমানে আত্মঘাতী হয় মানিয়া । কাটোয়ার (Katwa News) বাঁধমুড়ো গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

কাটোয়ার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মানিয়া খাতুন । বাবার নাম হাসানুজ্জামান । বেশ কিছুদিন ধরেই তাদের বাড়ি তৈরির কাজ চলছে । নির্মাণ কাজ শেষ হলেও রং করা এখনও বাকি ৷ বাড়িতে কী রং করা হবে তা নিয়ে মানিয়ার মায়ের সঙ্গে বাবার মনোমালিন্য চলছিল । মা একটা রং পছন্দ করার পর মানিয়ারও তা পছন্দ হয় ৷ এরপর সেই রং বাড়িতে করার কথা বাবাকে জানাতে যায় ৷ তখন হাসানুজ্জামান নিজের কাজ করতে বলে মেয়েকে মুখ ঝামটা দেয় । যা শুনে অভিমানে মনমরা হয়ে যায় মানিয়া । এরপর সে চালে দেওয়ার জন্য বাড়িতে থাকা ট্যাবলেট খেয়ে নেয় । কিছুক্ষণের মধ্যেই বমি শুরু হয় তার । তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মানিয়ার মৃত্যু হয় (Student Died by Suicide in Katwa) ।

এই বিষয়ে মানিয়ার কাকা মহসিন শেখ বলেন, "বাড়িতে রঙের কাজ চলছিল । রং পছন্দ করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দু'তিন দিন ধরেই মতভেদ চলছিল । সেই সময় মেয়েটি তার মায়ের পক্ষ নিয়ে কথা বলতে গেলে বাবা তাকে মেজাজ দেখিয়ে বলে এই সব ব্যাপারে তার কথা বলার দরকার নেই । এরপরই সে বেলার দিকে চাষে ব্যবহৃত ট্যাবলেট খেয়ে ফেলে ও কিছুক্ষণের মধ্যেই বমি করতে শুরু করে । তাকে বমির কারণ জিজ্ঞাসা করা হলেও সে কিছু বলতে চায়নি । এরপর তাকে হাসপাতালে ভরতি করা হলে সেখানে সে মারা যায় ।

আরও পড়ুন : Mobile Game : মোবাইলে গেম খেলতে না-পেয়ে আত্মঘাতী ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.