ETV Bharat / state

রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার নয়, শেখাচ্ছে বর্ধমান মেডিকেল

বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে । এই পরিস্থিতি সামলাতেই নার্স ও জুনিয়র ডাক্তারদের মানবিকতার পাঠ শেখানোর দায়িত্ব নিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

বর্ধমান মেডিকেল
author img

By

Published : Jul 12, 2019, 11:27 PM IST

বর্ধমান, 12 জুলাই : ডাক্তার রোগীর সুসম্পর্ক থাকলে তবেই স্বাভাবিক থাকবে হাসপাতালের পরিষেবা । তবে, ব্যতিক্রমও ঘটে । অনেকক্ষেত্রে চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন রোগীরা । এই পরিস্থিতি সামলাতেই নার্স ও জুনিয়র ডাক্তারদের মানবিকতার পাঠ শেখানোর দায়িত্ব নিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়ে রোগীর পরিবারের সদস্যরা নার্স কিংবা জুনিয়র ডাক্তারদের কাছে সাহায্যের জন্য যায় । একাধিক ক্ষেত্রে রোগী পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে । এধরনের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেও ওঠে । এই পরিস্থিতিকে সামনে রেখে ও চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখতে মানবিকতার পাঠ শেখানোর জন্য ওয়ার্কশপ শুরু করল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

ভিডিয়োয় শুনুন অমিতাভ সাহার বক্তব্য

হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, "পরিস্থিতির চাপে অনেক সময় অশান্তি হয় । কিন্তু, রোগীর চাপ দিনে দিনে বাড়বে । সেই অবস্থায় ঠান্ডা মাথায় কীভাবে রোগীর পরিবারের সঙ্গে আচরণ করা উচিত ও চিকিৎসা করাতে এসে রোগীর পরিবার কী অবস্থায় আছে সেটা ডাক্তার ও নার্সদের বোঝার জন্য আরও মানবিক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই কর্মশালা । ইতিমধ্যে ডাক্তার ও নার্সদের কয়েকটি গ্রুপে ভাগ করে এই পাঠদান পর্ব শুরু হয়েছে । অধ্যাপক সুমন্ত ঘোষ মৌলিক রোগীর পরিবারের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সেই বিষয়টি নিয়ে ক্লাস নিচ্ছেন।"

বর্ধমান, 12 জুলাই : ডাক্তার রোগীর সুসম্পর্ক থাকলে তবেই স্বাভাবিক থাকবে হাসপাতালের পরিষেবা । তবে, ব্যতিক্রমও ঘটে । অনেকক্ষেত্রে চিকিৎসকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন রোগীরা । এই পরিস্থিতি সামলাতেই নার্স ও জুনিয়র ডাক্তারদের মানবিকতার পাঠ শেখানোর দায়িত্ব নিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ।

চিকিৎসার ক্ষেত্রে সমস্যায় পড়ে রোগীর পরিবারের সদস্যরা নার্স কিংবা জুনিয়র ডাক্তারদের কাছে সাহায্যের জন্য যায় । একাধিক ক্ষেত্রে রোগী পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ওঠে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে । এধরনের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালেও ওঠে । এই পরিস্থিতিকে সামনে রেখে ও চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখতে মানবিকতার পাঠ শেখানোর জন্য ওয়ার্কশপ শুরু করল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

ভিডিয়োয় শুনুন অমিতাভ সাহার বক্তব্য

হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন, "পরিস্থিতির চাপে অনেক সময় অশান্তি হয় । কিন্তু, রোগীর চাপ দিনে দিনে বাড়বে । সেই অবস্থায় ঠান্ডা মাথায় কীভাবে রোগীর পরিবারের সঙ্গে আচরণ করা উচিত ও চিকিৎসা করাতে এসে রোগীর পরিবার কী অবস্থায় আছে সেটা ডাক্তার ও নার্সদের বোঝার জন্য আরও মানবিক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই কর্মশালা । ইতিমধ্যে ডাক্তার ও নার্সদের কয়েকটি গ্রুপে ভাগ করে এই পাঠদান পর্ব শুরু হয়েছে । অধ্যাপক সুমন্ত ঘোষ মৌলিক রোগীর পরিবারের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সেই বিষয়টি নিয়ে ক্লাস নিচ্ছেন।"

Intro:রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নয়,সবক শেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ

পুলক যশ, বর্ধমান


বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে মাঝেমধ্যেই রোগীর পরিবার অভিযোগ তোলেন নার্স ও জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জমা পড়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নয় নার্স এবং জুনিয়র ডাক্তারদের মানবিকতার পাঠ দেওয়া হবে। একাধিক অভিযোগ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছে যখন কোন সমস্যায় পড়ে রোগীর আত্মীয় পরিজনেরা নার্স কিংবা জুনিয়র ডাক্তারদের কাছে সাহায্যের জন্য ছুটে যায় তখন তাদের কাছ থেকে মুখ ঝামটা শুনতে হয়। এরই মাঝে ঘটে যায় এন আর এস কান্ড। ফলে রাজ্যজুড়ে চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই জুনিয়র ডাক্তার এবং নার্সদের কয়েকটি ব্যাচে ভাগ করে ওয়ার্কশপ শুরু করে মানবিক হওয়ার পাঠ দেওয়া শুরু করেছে হাসপাতাল ককর্তৃপক্। হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা বলেন, পরিস্থিতির চাপে অনেক সময় অশান্তির পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু রোগীর চাপ দিনে দিনে বাড়বে। সেই অবস্থায় ঠান্ডা মাথায় কিভাবে রোগীর পরিবারের সঙ্গে আচরণ করা উচিত, চিকিৎসা করাতে এসে রোগীর পরিবার কি অবস্থায় আছে সেটা তাদের বোঝার জন্য আরো মানবিক হওয়ার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই কয়েকটি বেশি ভাগ করে এই পাঠদান পর্ব শুরু হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসর সুমন্ত ঘোষ মৌলিক রোগীর পরিবারের সঙ্গে আচরণে বিষয়টি তুলে ধরে ক্লাস নিচ্ছেন, এছাড়া সুপার ডাঃ উৎপল দাঁ এবং ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহাও পরামর্শ দিচ্ছেন কিভাবে মানবিক হওয়া যায়। তাদের আশা আগামী দিনে এই সমস্যা দ্রুত তারা কাটিয়ে উঠতে সমর্থ হবেন।Body:রোগীদের Conclusion:সঙ্গে দুর্ব্যবহার নয়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.