পূর্ব বর্ধমান,13 জ়ানুয়ারি : নয়া কেন্দ্রীয় কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে 2নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রাজ্য়ের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ৷ আর সেই অবরোধকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হল পূর্ব বর্ধমানের গলসিতে ৷ আর সেই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে রাস্তায় নামতে দেখা গেল সিদ্দিকুল্লা চৌধুরিকে ৷ বুধবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেন সিদ্দিকুল্লা ও তাঁর সঙ্গীরা ৷
বিক্ষোভের জেরে জাতীয় সড়কে ব্য়াপক যানজট তৈরি হয় ৷ আর তার জেরেই ক্ষুব্ধ হয়ে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভকারীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ একসময় পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷ তখনই মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে একটি লাঠি হাতে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায় ৷ আর এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, সিদ্দিকুল্লা চৌধুরি জবাবে বলেন, ‘‘কেউ কেউ মজা দেখতে এসেছিল ৷ এই আন্দোলনকে ভাঙতে এসেছিল ৷ তাই আমার হাতে ডান্ডা রাখতে হয়েছে ৷’’
আরও পড়ুন : সুপ্রিম কোর্টের কমিটিতে কৃষি আইনের সমর্থকরাই, অভিযোগ কৃষক ও বিরোধীদের
নয়া কেন্দ্রীয় কৃষি আইন প্রত্য়াহার না করলে, রাজ্য়জুড়ে এমন আন্দোলন চলবে বলে জানিয়েছেন মন্ত্রী ৷ তবে, জাতীয় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষকেও তাঁরা এই আন্দোলনে সামিল করতে চাইছেন ৷ তাই 2নং জাতীয় সড়ক অবরোধ করে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে ৷