ETV Bharat / state

ইনসাস রাইফেল হাতে স্কুল শিক্ষক, কিন্তু কেন...

author img

By

Published : Jul 28, 2021, 9:38 AM IST

ইনসাস রাইফেল নিয়ে কোনও কিছুর দিকে তাগ করে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি ৷ জঙ্গি নন, পুলিশ কর্মীও নন, তিনি স্কুল শিক্ষক ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তৈরি হল বিতর্ক ৷

বন্দুক হাতে স্কুল শিক্ষক
বন্দুক হাতে স্কুল শিক্ষক

পূর্ব বর্ধমান, 28 জুলাই : রাইফেল হাতে দাঁড়িয়ে একজন শিক্ষক । যে সে রাইফেল নয়, এক্কেবারে ইনসাস রাইফেল (Insas Rifle) । এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বর্ধমান শহরজুড়ে বিতর্ক দেখা দিয়েছে । বিশ্বজিৎ পাল নামে ওই শিক্ষক বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের (Burdwan Municipal Boys High School) প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক । পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

কিন্তু কী ভাবে ওই শিক্ষকের হাতে ইনসাস রাইফেল এল ?
স্কুল সূত্রে ও অন্যান্য শিক্ষকেরা মনে করছেন নির্বাচনের সময় কোনও জওয়ানের কাছে ছবি তোলার জন্য ওই শিক্ষক রাইফেল হাতে নিয়ে থাকতে পারেন । বিষয়টি জানার পরেই খোঁজ খবর নিতে শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ।

আরও পড়ুন : স্কুলের শিরীষ গাছের মৃত্যু ঘিরে থানায় দুই প্রধান শিক্ষক


এর আগে বিশ্বজিৎ পাল হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের একটি গাছ মরে যাওয়া নিয়ে বিতর্কে জড়ান । ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায় । এতে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের সুনাম কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন স্থানীয়রা । ঘটনার নিন্দা করেন স্কুলের শিক্ষক ও প্রাক্তনীরা । এরপর ওই শিক্ষকের ইনসাস রাইফেল হাতে নিয়ে ছবি নতুন করে বিতর্ক উসকে দিল । ওই শিক্ষকের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যায়নি ।

পূর্ব বর্ধমান, 28 জুলাই : রাইফেল হাতে দাঁড়িয়ে একজন শিক্ষক । যে সে রাইফেল নয়, এক্কেবারে ইনসাস রাইফেল (Insas Rifle) । এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বর্ধমান শহরজুড়ে বিতর্ক দেখা দিয়েছে । বিশ্বজিৎ পাল নামে ওই শিক্ষক বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের (Burdwan Municipal Boys High School) প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক । পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশীষ সেন জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।

কিন্তু কী ভাবে ওই শিক্ষকের হাতে ইনসাস রাইফেল এল ?
স্কুল সূত্রে ও অন্যান্য শিক্ষকেরা মনে করছেন নির্বাচনের সময় কোনও জওয়ানের কাছে ছবি তোলার জন্য ওই শিক্ষক রাইফেল হাতে নিয়ে থাকতে পারেন । বিষয়টি জানার পরেই খোঁজ খবর নিতে শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ।

আরও পড়ুন : স্কুলের শিরীষ গাছের মৃত্যু ঘিরে থানায় দুই প্রধান শিক্ষক


এর আগে বিশ্বজিৎ পাল হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে স্কুলের একটি গাছ মরে যাওয়া নিয়ে বিতর্কে জড়ান । ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায় । এতে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের সুনাম কিছুটা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন স্থানীয়রা । ঘটনার নিন্দা করেন স্কুলের শিক্ষক ও প্রাক্তনীরা । এরপর ওই শিক্ষকের ইনসাস রাইফেল হাতে নিয়ে ছবি নতুন করে বিতর্ক উসকে দিল । ওই শিক্ষকের সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.