বর্ধমান,12 সেপ্টেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নির্দেশে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ানোর আহ্বান । তার জেরেই বর্ধমানে প্রতিবাদ সভা করল জেলা কংগ্রেস নেতৃত্ব। আজ বিকালে বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে তাঁরা এই প্রতিবাদ সভার আয়োজন করে ।
কংগ্রেস নেতৃত্বের দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত হোক । কিন্তু এই ঘটনায় রাজনৈতিক রং লাগাচ্ছে BJP । সেই কারণে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে তাঁরা প্রতিবাদ সভায় সামিল হয়েছেন । ইতিমধ্যেই টুইটের মাধ্যমে অধীর চৌধুরি বলেছেন , রিয়া বাঙালি , ব্রাহ্মণ মহিলা ,তার বাবারও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে । এরপরেই গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্বকে রাস্তায় নেমে প্রতিবাদ সভায় সামিল হওয়ার নির্দেশ দেন অধীর চৌধুরি বলে দাবি করে জেলা কংগ্রেস নেতা ।
জেলা কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য বলেন, "সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে রাজনৈতিক রং ছড়াচ্ছে BJP। তাই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নির্দেশে আমরা জেলায় প্রতিবাদ সভার আয়োজন করেছি ।"