ETV Bharat / state

মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি যাবে : দিলীপ - Prashant Kishor

কাটোয়ার চায়ে পে চর্চায় যোগ দেন রাজ্য বিজেপি সভাপতি । সেখান থেকেই ফের একবার প্রশান্ত কিশোরের বিরুদ্ধে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ।

Dilip ghosh
Dilip ghosh
author img

By

Published : Dec 22, 2020, 2:34 PM IST

কাটোয়া, 22 ডিসেম্বর : প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ফের একবার সরব রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । এদিন কটোয়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে তিনি বলেন, " মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি চলে যাবে । " এছাড়াও তিনি বলেন, " মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি তো যাবেই । উনি এজন্যই টাকা নিয়েছেন । বিজেপিকে নিয়ে প্রশান্ত কিশোরের ভাবতে হবে না । তৃণমূল কংগ্রেস দুই ফিগারের বেশি কি বের হতে পারবে ? সেটার জন্য আপনি টাকা নিয়েছেন । "

অপরদিকে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ ও শুভেন্দু অধিকারীর দলবদল প্রসঙ্গেও মুখ খোলেন তিনি । যদিও সুজাতা খাঁ-এর দল বদল প্রসঙ্গকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ । অপরদিকে, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন, " আমরা সরকারের পরিবর্তন করতে চাইছি । বাংলার মানুষ বহু বছর ধরে উপকৃত উপেক্ষিত । 50 বছর ধরে বাংলায় কোনও গণতন্ত্র নেই । যেভাবে হিংসা এবং দুর্নীতি শুরু হয়েছে তাতে বাংলা মানুষ নিজেকে অপমানিত মনে করছে । বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা লড়াই করছি । এই অপশাসনের বিরুদ্ধে বাংলা মুক্তি চাইছে । বাংলায় পরিবর্তন হবে উন্নয়ন হবে । এটা বিজেপির হাত দিয়েই হবে । তাই বিজেপির হাত শক্ত করার জন্য শুভেন্দুবাবুর মতো অনেক নেতাই আসছেন । তাঁরা হতাশ হয়েছেন তৃণমূল কংগ্রেসে গিয়ে ।"

এছাড়াও এদিন তিনি বলেন, " যাঁরা আইএএস-আইপিএস তাঁরা বহিরাগত । যে তিনজন আইপিএসকে হোম মিনিস্টার ডেকে পাঠিয়েছেন তাঁরা কোথাকার লোক ? তাঁদের প্রতি এত মায়া জড়িয়ে ধরে আছে ছাড়বেন না উনি । তাঁরা কি বহিরাগত নয় । এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আসলে ক্ষমতা হারাবার ভয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে । সুনীল মন্ডল, বিশ্বজিৎ কুন্ডুর পরে বর্ধমান থেকে অনেক তৃণমূল নেতা বিজেপির সঙ্গে তলেতলে যোগাযোগ রাখছে । যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে তাঁদেরকে দিয়ে ভয় দেখানো হচ্ছে ।" এই বছর শেষ হলে নতুন বছরে আরও অনেক কিছু দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি ।

কাটোয়া, 22 ডিসেম্বর : প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ফের একবার সরব রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । এদিন কটোয়ায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে তিনি বলেন, " মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি চলে যাবে । " এছাড়াও তিনি বলেন, " মে মাসে প্রশান্ত কিশোরের চাকরি তো যাবেই । উনি এজন্যই টাকা নিয়েছেন । বিজেপিকে নিয়ে প্রশান্ত কিশোরের ভাবতে হবে না । তৃণমূল কংগ্রেস দুই ফিগারের বেশি কি বের হতে পারবে ? সেটার জন্য আপনি টাকা নিয়েছেন । "

অপরদিকে, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ ও শুভেন্দু অধিকারীর দলবদল প্রসঙ্গেও মুখ খোলেন তিনি । যদিও সুজাতা খাঁ-এর দল বদল প্রসঙ্গকে ব্যক্তিগত বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ । অপরদিকে, শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন, " আমরা সরকারের পরিবর্তন করতে চাইছি । বাংলার মানুষ বহু বছর ধরে উপকৃত উপেক্ষিত । 50 বছর ধরে বাংলায় কোনও গণতন্ত্র নেই । যেভাবে হিংসা এবং দুর্নীতি শুরু হয়েছে তাতে বাংলা মানুষ নিজেকে অপমানিত মনে করছে । বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য আমরা লড়াই করছি । এই অপশাসনের বিরুদ্ধে বাংলা মুক্তি চাইছে । বাংলায় পরিবর্তন হবে উন্নয়ন হবে । এটা বিজেপির হাত দিয়েই হবে । তাই বিজেপির হাত শক্ত করার জন্য শুভেন্দুবাবুর মতো অনেক নেতাই আসছেন । তাঁরা হতাশ হয়েছেন তৃণমূল কংগ্রেসে গিয়ে ।"

এছাড়াও এদিন তিনি বলেন, " যাঁরা আইএএস-আইপিএস তাঁরা বহিরাগত । যে তিনজন আইপিএসকে হোম মিনিস্টার ডেকে পাঠিয়েছেন তাঁরা কোথাকার লোক ? তাঁদের প্রতি এত মায়া জড়িয়ে ধরে আছে ছাড়বেন না উনি । তাঁরা কি বহিরাগত নয় । এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আসলে ক্ষমতা হারাবার ভয়ে ওনার মাথা খারাপ হয়ে গেছে । সুনীল মন্ডল, বিশ্বজিৎ কুন্ডুর পরে বর্ধমান থেকে অনেক তৃণমূল নেতা বিজেপির সঙ্গে তলেতলে যোগাযোগ রাখছে । যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে তাঁদেরকে দিয়ে ভয় দেখানো হচ্ছে ।" এই বছর শেষ হলে নতুন বছরে আরও অনেক কিছু দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.