ETV Bharat / state

বর্ধমানে BJP নেতাদের বিরুদ্ধে পোস্টার - Posters against BJP leaders

BJP কর্মীদের মতে সন্দীপ নন্দীর সঙ্গে তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, খোকন দাসের রীতিমতো যোগসাজস আছে । সেই কারণে BJP বর্ধমানে কিছুটা হলেও নিষ্ক্রিয় । গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং আলুয়ালিয়া জয়লাভ করেন । কিন্তু তারপরেও BJPকে ময়দানে দেখা যায় না ।

burdwan bjp
burdwan bjp
author img

By

Published : Nov 4, 2020, 9:24 PM IST

বর্ধমান, 4 নভেম্বর : বর্ধমানের BJP জেলা সভাপতি সঞ্জীব নন্দী ,সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল । যদিও বিষয়টি নিয়ে জেলা BJP নেতৃত্ব মুখ খুলতে চায়নি।

হাতে লেখা পোস্টারগুলিতে লেখা হয়েছে, 'বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী তৃণমূল কংগ্রেসের দালাল। উত্তম, খোকন সন্দীপ ভাইভাই, কর্মীরা পড়ে মার খায়, এই নেতৃত্ব আর নয়। ' পোস্টারের তলায় পদ্মফুল আঁকা আছে । এছাড়া নেতাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতিরও অভিযোগ তোলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই বর্ধমানের BJP জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে কর্মীদের মধ্যে ক্ষোভ জন্মেছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে BJP নেতৃত্ব বিভিন্ন আন্দোলনে শামিল হলেও বর্ধমানে সন্দীপ নন্দীকে সেইভাবে আন্দোলন করতে দেখা যায় না বলে অভিযোগ ।

BJP কর্মীদের মতে, সন্দীপ নন্দীর সঙ্গে তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, খোকন দাসের রীতিমতো যোগসাজস আছে । সেই কারণে BJP বর্ধমানে কিছুটা হলেও নিষ্ক্রিয় । গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়লাভ করেন । কিন্তু তারপরেও BJPকে ময়দানে দেখা যায় না ।

বিক্ষুব্ধ কর্মীদের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাজশের কারণেই BJP নেতৃত্ব কোন সিদ্ধান্ত নিতে পারে না । এদিকে BJP কর্মীরা দলের স্বার্থে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ ।

বর্ধমানের তৃণমূল নেতৃত্বের দাবি, এটা BJP-র অভ্যন্তরীণ ব্যাপার । এখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো ঠিক নয় ।

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা তো প্রমাণিত BJP-র সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজস আছে । জেলাতেও BJP তাই একই পন্থা নিয়েছে । স্বাভাবিক কারণেই BJP কর্মীরা এতদিনে বিষয়টি বুঝতে পেরেছে ।

বর্ধমান, 4 নভেম্বর : বর্ধমানের BJP জেলা সভাপতি সঞ্জীব নন্দী ,সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ল । যদিও বিষয়টি নিয়ে জেলা BJP নেতৃত্ব মুখ খুলতে চায়নি।

হাতে লেখা পোস্টারগুলিতে লেখা হয়েছে, 'বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী তৃণমূল কংগ্রেসের দালাল। উত্তম, খোকন সন্দীপ ভাইভাই, কর্মীরা পড়ে মার খায়, এই নেতৃত্ব আর নয়। ' পোস্টারের তলায় পদ্মফুল আঁকা আছে । এছাড়া নেতাদের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতিরও অভিযোগ তোলা হয়েছে।

বেশ কিছুদিন ধরেই বর্ধমানের BJP জেলা সভাপতি সন্দীপ নন্দীর বিরুদ্ধে কর্মীদের মধ্যে ক্ষোভ জন্মেছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে BJP নেতৃত্ব বিভিন্ন আন্দোলনে শামিল হলেও বর্ধমানে সন্দীপ নন্দীকে সেইভাবে আন্দোলন করতে দেখা যায় না বলে অভিযোগ ।

BJP কর্মীদের মতে, সন্দীপ নন্দীর সঙ্গে তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত, খোকন দাসের রীতিমতো যোগসাজস আছে । সেই কারণে BJP বর্ধমানে কিছুটা হলেও নিষ্ক্রিয় । গত লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়লাভ করেন । কিন্তু তারপরেও BJPকে ময়দানে দেখা যায় না ।

বিক্ষুব্ধ কর্মীদের মতে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগসাজশের কারণেই BJP নেতৃত্ব কোন সিদ্ধান্ত নিতে পারে না । এদিকে BJP কর্মীরা দলের স্বার্থে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ ।

বর্ধমানের তৃণমূল নেতৃত্বের দাবি, এটা BJP-র অভ্যন্তরীণ ব্যাপার । এখানে তৃণমূল কংগ্রেসের নাম জড়ানো ঠিক নয় ।

অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা তো প্রমাণিত BJP-র সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজস আছে । জেলাতেও BJP তাই একই পন্থা নিয়েছে । স্বাভাবিক কারণেই BJP কর্মীরা এতদিনে বিষয়টি বুঝতে পেরেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.