ETV Bharat / state

Burdwan Poster: কাউন্সিলরের সন্ধান চাই ! নিখোঁজ পোস্টার ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর

author img

By

Published : Oct 30, 2022, 10:56 PM IST

বর্ধমান পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চায়না কুমারী ৷ তিনি নিখোঁজ বলে এলাকায় পোস্টার পড়েছে (poster against TMC councillor in Burdwan) ৷

Etv Bharat
Etv Bharat

বর্ধমান, 30 অক্টোবর: আসানসোলের পরে এবার বর্ধমানে কাউন্সিলর নিখোঁজের রাজনৈতিক পোস্টার ঘিরে শুরু হয়েছে কাজিয়া । বর্ধমান পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চায়না কুমারীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁর সন্ধান চাই এই মর্মে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে । তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি এই ধরনের পোস্টার দিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে । উলটো দিকে বিজেপি'র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলের ফল (poster against TMC Councillor in Burdwan)।

রবিবার সাদা কাগজে প্রিন্ট আউট করে যে পোস্টার এলাকায় দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে 3 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চায়না কুমারী নিখোঁজ । তাঁর সন্ধান চাই । আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Burdwan poster controversy) । তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির নেতা-কর্মীরাই এই ধরনের পোস্টার দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে । বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ওই ওয়ার্ডে একের পর এক উন্নয়নের কাজ চলছে । ওয়ার্ডে কাউন্সিলর থাকলেও সামগ্রিক দায়িত্ব বর্ধমান পৌরসভার । তাই অন্য কাজে কোথাও থাকতেই পারেন । আসলে সামনে পঞ্চায়েতে ভোট তাই বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা কর‍তেই এই ধরনের পোস্টার দিয়েছে ।"

Etv Bharat
কাউন্সিলর নিখোঁজের পোস্টার

আরও পড়ুন: মতুয়ারা কাকে ভোট দেবেন, রাজ্য নেতৃত্ব জানে ! শান্তনুর মন্তব্য়ে জল্পনা

অন্যদিকে, বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, "বিজেপি এই ধরনের কাজে বিশ্বাসী নয় । তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ৷ সবাই টাকা তুলতে ব্যস্ত । যে সুবিধা করতে পারছে না সে অন্যের বিরুদ্ধে এই ধরনের প্রচার করছে । বিজেপি এই ধরনের কাজে বিশ্বাসী নয় ।" তবে যাঁকে নিয়ে এই পোস্টার পড়েছে সেই চায়না কুমারী এই প্রসঙ্গে কিছু বলতে চাননি ৷

বর্ধমান, 30 অক্টোবর: আসানসোলের পরে এবার বর্ধমানে কাউন্সিলর নিখোঁজের রাজনৈতিক পোস্টার ঘিরে শুরু হয়েছে কাজিয়া । বর্ধমান পৌরসভার 3 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর চায়না কুমারীর খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁর সন্ধান চাই এই মর্মে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে । তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি এই ধরনের পোস্টার দিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে । উলটো দিকে বিজেপি'র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দলের ফল (poster against TMC Councillor in Burdwan)।

রবিবার সাদা কাগজে প্রিন্ট আউট করে যে পোস্টার এলাকায় দেওয়া হয়েছে সেখানে লেখা রয়েছে 3 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর চায়না কুমারী নিখোঁজ । তাঁর সন্ধান চাই । আর এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর (Burdwan poster controversy) । তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির নেতা-কর্মীরাই এই ধরনের পোস্টার দিয়ে উত্তেজনা ছড়াচ্ছে । বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "ওই ওয়ার্ডে একের পর এক উন্নয়নের কাজ চলছে । ওয়ার্ডে কাউন্সিলর থাকলেও সামগ্রিক দায়িত্ব বর্ধমান পৌরসভার । তাই অন্য কাজে কোথাও থাকতেই পারেন । আসলে সামনে পঞ্চায়েতে ভোট তাই বিজেপি উত্তেজনা ছড়ানোর চেষ্টা কর‍তেই এই ধরনের পোস্টার দিয়েছে ।"

Etv Bharat
কাউন্সিলর নিখোঁজের পোস্টার

আরও পড়ুন: মতুয়ারা কাকে ভোট দেবেন, রাজ্য নেতৃত্ব জানে ! শান্তনুর মন্তব্য়ে জল্পনা

অন্যদিকে, বিজেপি নেতা সুধীর রঞ্জন সাউ বলেন, "বিজেপি এই ধরনের কাজে বিশ্বাসী নয় । তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ৷ সবাই টাকা তুলতে ব্যস্ত । যে সুবিধা করতে পারছে না সে অন্যের বিরুদ্ধে এই ধরনের প্রচার করছে । বিজেপি এই ধরনের কাজে বিশ্বাসী নয় ।" তবে যাঁকে নিয়ে এই পোস্টার পড়েছে সেই চায়না কুমারী এই প্রসঙ্গে কিছু বলতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.