ETV Bharat / state

আক্রমণ থেকে বাঁচতে হেলমেট ও পায়ে প্যাড পরলেন পুলিশ আধিকারিক - বোমাবাজি সামাল দিতে পুলিশের ভরসা ক্রিকেটের হেলমেট ও প্যাড

গতকাল BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোড ৷ দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ ৷ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় ৷ তাঁকে মাথায় ক্রিকেটের হেলমেট ও প্যাড পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায় ৷

বোমাবাজি সামাল দিতে পুলিশের ভরসা ক্রিকেটের হেলমেট ও প্যাড
author img

By

Published : Aug 7, 2019, 2:27 PM IST

পূর্ব বর্ধমান, 7 অগাস্ট : মাথায় ক্রিকেটের হেলমেট ও প্যাড পরে BJP-তৃণমূলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে দেখা গেল পুলিশকে ৷ বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোডের ঘটনা ৷

গতকাল BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোড ৷ দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ ৷ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়ও ৷ তাঁকে মাথায় ক্রিকেটের হেলমেট ও পায়ে প্যাড পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, যেকোনও ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, জুতো সহ আত্মরক্ষার জিনিসপত্র পরার জন্য পুলিশকর্মীদের বলা হয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, "প্রচণ্ড গরমের মধ্যেও আমরা ভারী হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরতে বাধ্য হচ্ছি । কারণ, যদি বোমাবাজি হয় বা ইটের আঘাতে জখম হই তাহলে পরে এবিষয়ে আমাদের জবাব দিহি করতে হবে ৷ সেকারণে ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার্থে এসব পরতে হয় ৷"

তবে, পুলিশ সুপার প্রিয়ব্রত রায় কেনও ক্রিকেট প্যাড পরেছেন সেই বিষয়ে মুখ খোলেননি । পুলিশের একাংশের মতে, উনি ক্রিকেটের প্যাড পরে খুব ভালো দৌড়াতে পারেন তাই ঝামেলার সময় এই প্যাড পরে ঘটনাস্থানে যান ৷

পূর্ব বর্ধমান, 7 অগাস্ট : মাথায় ক্রিকেটের হেলমেট ও প্যাড পরে BJP-তৃণমূলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে দেখা গেল পুলিশকে ৷ বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোডের ঘটনা ৷

গতকাল BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোড ৷ দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ ৷ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়ও ৷ তাঁকে মাথায় ক্রিকেটের হেলমেট ও পায়ে প্যাড পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, যেকোনও ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, জুতো সহ আত্মরক্ষার জিনিসপত্র পরার জন্য পুলিশকর্মীদের বলা হয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, "প্রচণ্ড গরমের মধ্যেও আমরা ভারী হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরতে বাধ্য হচ্ছি । কারণ, যদি বোমাবাজি হয় বা ইটের আঘাতে জখম হই তাহলে পরে এবিষয়ে আমাদের জবাব দিহি করতে হবে ৷ সেকারণে ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার্থে এসব পরতে হয় ৷"

তবে, পুলিশ সুপার প্রিয়ব্রত রায় কেনও ক্রিকেট প্যাড পরেছেন সেই বিষয়ে মুখ খোলেননি । পুলিশের একাংশের মতে, উনি ক্রিকেটের প্যাড পরে খুব ভালো দৌড়াতে পারেন তাই ঝামেলার সময় এই প্যাড পরে ঘটনাস্থানে যান ৷

Intro:বোমাবাজি সামাল দিতে পুলিশের ভরসা ক্রিকেটের হেলমেট ও সাদা প্যাড

পুলক যশ, বর্ধমান


প্রাণ বাঁচাতে পুলিশ পড়ছে ক্রিকেট হেলমেট ও ক্রিকেটের প্যাড। এমনই দৃশ্য দেখা গেল বর্ধমানে। মঙ্গলবার বর্ধমান স্টেশন সংলগ্ন গুডসশেড রোড এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের বোমাবাজি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ওই ঝামেলা সামাল দিতে গিয়েই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নেতৃত্বে ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়। ওই আই পি এস অফিসার কে দেখা যায় মাথায় নীল রঙের ক্রিকেটের হেলমেট এবং পায়ে সাদা রংয়ের ক্রিকেটের প্যাড, হাতে ফাইবারের লাঠি।
পুলিশ সূত্রে জানা গেছে যে কোন ঝামেলা যাওয়ার আগে পুলিশকর্মীদের নিজেদের আত্মরক্ষার জন্য হেলমেট সহ অন্যান্য বুলেট প্রুফ জ্যাকেট ও জুতোসহ জিনিসপত্র পড়ার নির্দেশিকা জারি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন প্রচন্ড গরমের মধ্যেও তারা ভারী হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট পড়তে বাধ্য হচ্ছেন। কারণ যদি বোমাবাজি হয় কিংবা ইটের আঘাতে তাদের মাথা যদি জখম হয় প্রথমত তাদের হাসপাতালে ভর্তির পরে যখন সুস্থ হয়ে চাকরিতে যোগ দিতে যাবেন তখন তাদের জবাব দিহি করতে হবে কেন ঝামেলায় যাওয়ার আগে নিজেদের আত্মরক্ষার জিনিসপত্র ত কেন পড়েনি। সে জন্য শাস্তির মুখে পড়তে হতেও পারে। তাই প্রচন্ড গরমের মধ্যেও যত কষ্টই হোক না কেন তারা আত্মরক্ষার জন্য ভারী পোশাক পরতে বাধ্য হচ্ছেন। তবে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়কে এর আগেও ঝামেলা সামলাতে গিয়ে নীল রঙের ক্রিকেটের হেলমেট পরতে দেখা গেছে। কিন্তু সাদা প্যাড পরতে কোনদিন দেখা যায়নি। তবে বর্ধমানের পুলিশ লাইনে বেশ কিছু প্রীতি ম্যাচে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপারকে প্যাড হেলমেট পড়ে ব্যাটিংয়ে ওপেন করতে দেখা যাচ্ছে। যদিও তিনি কেন প্যাড পড়েছেন সেই বিষয়ে মুখ খোলেননি। তবে পুলিশের দাবি উনি যেহেতু পড়ে ক্রিকেটের প্যাড পরে খুব ভালো দৌড়াতে পারেন তাই ঝুট ঝামেলার সময় বোমা বা ইটের আঘাত থেকে একদিকে যেমন নিজেকে বাঁচানো সম্ভব হবে মাথা বাঁচানো সম্ভব হবে তেমনি তিনি সহজেই ঝামেলার মধ্যে ঢুকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবেন। তাই তিনি ক্রিকেটের প্যাড এবং হেলমেট পড়েছেন।Body:পুলিশের অস্ত্র Conclusion:ক্রিকেটের প্যাড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.