পূর্ব বর্ধমান, 7 অগাস্ট : মাথায় ক্রিকেটের হেলমেট ও প্যাড পরে BJP-তৃণমূলের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে দেখা গেল পুলিশকে ৷ বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোডের ঘটনা ৷
গতকাল BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান স্টেশন সংলগ্ন গুজশেড রোড ৷ দু'পক্ষের মধ্যে চলে বোমাবাজি ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে বর্ধমান থানার পুলিশ ৷ ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়ও ৷ তাঁকে মাথায় ক্রিকেটের হেলমেট ও পায়ে প্যাড পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দেখা যায় ৷ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, যেকোনও ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার জন্য হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, জুতো সহ আত্মরক্ষার জিনিসপত্র পরার জন্য পুলিশকর্মীদের বলা হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার বলেন, "প্রচণ্ড গরমের মধ্যেও আমরা ভারী হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরতে বাধ্য হচ্ছি । কারণ, যদি বোমাবাজি হয় বা ইটের আঘাতে জখম হই তাহলে পরে এবিষয়ে আমাদের জবাব দিহি করতে হবে ৷ সেকারণে ঝামেলায় যাওয়ার আগে আত্মরক্ষার্থে এসব পরতে হয় ৷"
তবে, পুলিশ সুপার প্রিয়ব্রত রায় কেনও ক্রিকেট প্যাড পরেছেন সেই বিষয়ে মুখ খোলেননি । পুলিশের একাংশের মতে, উনি ক্রিকেটের প্যাড পরে খুব ভালো দৌড়াতে পারেন তাই ঝামেলার সময় এই প্যাড পরে ঘটনাস্থানে যান ৷