ভাতার, 18 ডিসেম্বর : ভাতারে এক নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত সাহিরুদ্দিন চৌধুরীকে তিনদিনের পুলিশি হেফাজত দিল বর্ধমানের পকসো আদালত (Pocso Court in Burdwan grant three days police custody of Bhatar rape accused) । তাকে বর্ধমান মেডিকেল কলেজে মেডিক্যাল পরীক্ষা করানো হবে । ঘটনায় অপর অভিযুক্ত শেখ মহম্মদ আমির ওরফে ফজলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার দাদার বন্ধু সাহিরুদ্দিন । বৃহস্পতিবার সন্ধে নাগাদ সাহিরুদ্দিন ফোন করে ওই নাবালিকাকে ডেকে পাঠায় । পেশায় টোটোচালক সাহিরুদ্দিন তাকে টোটোয় চাপিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে সে রাজি হয়ে যায় । এরপর টোটোয় চাপিয়ে ওই নাবালিকাকে আমারুন বাজারের কাছে ক্যানেল পাড় এলাকার মাঠে নিয়ে যায় । সেখানে ফজল নামে আরও এক যুবক ছিল । অভিযোগ ওই দুই যুবক মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে । ঘটনার পর পালিয়ে যায় তারা ।
আরও পড়ুন : Bhatar Gang Rape: ভাতারে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার এক অভিযুক্ত
রাতের দিকে কোনওরকমে ভাতার বাজার এলাকায় ওই নাবালিকা ফিরে আসে । স্থানীয় এক ব্যক্তিকে ঘটনার কথা জানায় । পরে পুলিশে অভিযোগ জানানো হয় । এর পরে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে ।