ETV Bharat / state

পরিবেশ দিবসে প্রত্যেককে 10টা করে গাছ লাগানোর বার্তা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের - পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা

পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, প্রতিটা মানুষকে পরিবেশকে নিয়ে ভাবতে হবে । জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রত্যেকে 10টি করে গাছ লাগাতে বলেন ।

environment day
পরিবেশ দিবসে বার্তা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের
author img

By

Published : Jun 5, 2021, 7:46 PM IST

বর্ধমান, 5 জুন : পরিবেশকে রক্ষা করতে হলে এগিয়ে আসতে হবে আমাদের । পরিবেশের স্বার্থে কল্যাণমূলক কাজ করতে হবে । বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রত্যেকে 10টি করে গাছ লাগাতে বলেন ।

শনিবার বিশ্ব পরিবেশ দিবসে বর্ধমান জেলা বন বিভাগ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে উল্লাস এলাকায় দশটি গাছের চারা রোপণ করা হয় । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রমুখ ।

জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, 470 হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হবে । বন দফতর সব সময় চেষ্টা করছে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় । কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায় । বন দফতরের তরফে সবার কাছে আবেদন, বৃক্ষরোপণ করুন তাহলে দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে পৃথিবী ।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ‘‘প্রতিটা মানুষকে পরিবেশকে নিয়ে ভাবতে হবে । পরিবেশের উন্নতির স্বার্থে কাজ করতে হবে । যে এলাকায় গাছ লাগানো হচ্ছে সেই এলাকার মানুষজনের দায়িত্ব গাছগুলিকে বাঁচিয়ে রাখা ।’’

আরও পড়ুন : পরিবেশ দিবসে কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখালেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, ‘‘বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করা হল । স্থানীয় মানুষের দায়িত্ব থাকবে সেই গাছকে বড় করে তোলা । জেলাবাসীর কাছে আমরা আবেদন করছি তাঁরা যেন প্রত্যেকে 10টি করে গাছ লাগান । সকলকেই গাছেদের যত্ন নিতে হবে । যাতে ভবিষ্যতে অক্সিজেনের অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।’’

বর্ধমান, 5 জুন : পরিবেশকে রক্ষা করতে হলে এগিয়ে আসতে হবে আমাদের । পরিবেশের স্বার্থে কল্যাণমূলক কাজ করতে হবে । বিশ্ব পরিবেশ দিবসে এই বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা । জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রত্যেকে 10টি করে গাছ লাগাতে বলেন ।

শনিবার বিশ্ব পরিবেশ দিবসে বর্ধমান জেলা বন বিভাগ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে উল্লাস এলাকায় দশটি গাছের চারা রোপণ করা হয় । উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া প্রমুখ ।

জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, 470 হেক্টর জমিতে বৃক্ষরোপণ করা হবে । বন দফতর সব সময় চেষ্টা করছে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় । কিভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায় । বন দফতরের তরফে সবার কাছে আবেদন, বৃক্ষরোপণ করুন তাহলে দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে পৃথিবী ।

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, ‘‘প্রতিটা মানুষকে পরিবেশকে নিয়ে ভাবতে হবে । পরিবেশের উন্নতির স্বার্থে কাজ করতে হবে । যে এলাকায় গাছ লাগানো হচ্ছে সেই এলাকার মানুষজনের দায়িত্ব গাছগুলিকে বাঁচিয়ে রাখা ।’’

আরও পড়ুন : পরিবেশ দিবসে কৃষকদের বিকল্প আয়ের দিশা দেখালেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, ‘‘বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করা হল । স্থানীয় মানুষের দায়িত্ব থাকবে সেই গাছকে বড় করে তোলা । জেলাবাসীর কাছে আমরা আবেদন করছি তাঁরা যেন প্রত্যেকে 10টি করে গাছ লাগান । সকলকেই গাছেদের যত্ন নিতে হবে । যাতে ভবিষ্যতে অক্সিজেনের অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.