বড়শুল, 29 সেপ্টেম্বর : পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের বড়শুলে । রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস । ওই সময়ে তিন যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।
কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে দোকানঘর করছিল এক ব্যক্তি । পূর্ব বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস তাকে বাধা দেন । অভিযোগ, সেই রাগ থেকেই এদিন অম্বিকা দাসের বড়শুল হাটতলার অফিসে ঢুকে তাঁকে কিল চড় লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে যায় কয়েকজন যুবক ।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে যায় । গুরুতর জখম অম্বিকা দাসকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় । অম্বিকা দাসের অভিযোগ, অভিযুক্ত তিন যুবক BJP-র কর্মী । শক্তিগড় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় ।
উপযুক্ত শাস্তি চেয়ে প্রতিবাদ জানান এলাকার তৃণমূল কর্মীরা ৷ স্বাস্থ্যকেন্দ্রের সামনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক । তবে স্থানীয় BJP নেতা প্রবল রায় বলেন, NRC নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীরা জড়ো হয়েছে । BJP এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ।