ETV Bharat / state

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধর, অভিযুক্ত BJP

কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে দোকানঘর করছিল এক ব্যক্তি । পূর্ব বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস তাকে বাধা দেন । অভিযোগ, সেই রাগ থেকেই আজ অম্বিকা দাসের বড়শুল হাটতলার অফিসে ঢুকে তাঁকে কিল চড় লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে যায় কয়েকজন যুবক ।

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধর, অভিযুক্ত BJP
author img

By

Published : Sep 29, 2019, 10:46 PM IST

Updated : Sep 30, 2019, 4:25 PM IST

বড়শুল, 29 সেপ্টেম্বর : পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের বড়শুলে । রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস । ওই সময়ে তিন যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে দোকানঘর করছিল এক ব্যক্তি । পূর্ব বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস তাকে বাধা দেন । অভিযোগ, সেই রাগ থেকেই এদিন অম্বিকা দাসের বড়শুল হাটতলার অফিসে ঢুকে তাঁকে কিল চড় লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে যায় কয়েকজন যুবক ।

রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস । ওই সময়ে তিন যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে যায় । গুরুতর জখম অম্বিকা দাসকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় । অম্বিকা দাসের অভিযোগ, অভিযুক্ত তিন যুবক BJP-র কর্মী । শক্তিগড় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় ।

উপযুক্ত শাস্তি চেয়ে প্রতিবাদ জানান এলাকার তৃণমূল কর্মীরা ৷ স্বাস্থ্যকেন্দ্রের সামনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক । তবে স্থানীয় BJP নেতা প্রবল রায় বলেন, NRC নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীরা জড়ো হয়েছে । BJP এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ।

বড়শুল, 29 সেপ্টেম্বর : পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের বড়শুলে । রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস । ওই সময়ে তিন যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে দোকানঘর করছিল এক ব্যক্তি । পূর্ব বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস তাকে বাধা দেন । অভিযোগ, সেই রাগ থেকেই এদিন অম্বিকা দাসের বড়শুল হাটতলার অফিসে ঢুকে তাঁকে কিল চড় লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে যায় কয়েকজন যুবক ।

রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস । ওই সময়ে তিন যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে যায় । গুরুতর জখম অম্বিকা দাসকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় । অম্বিকা দাসের অভিযোগ, অভিযুক্ত তিন যুবক BJP-র কর্মী । শক্তিগড় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় ।

উপযুক্ত শাস্তি চেয়ে প্রতিবাদ জানান এলাকার তৃণমূল কর্মীরা ৷ স্বাস্থ্যকেন্দ্রের সামনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক । তবে স্থানীয় BJP নেতা প্রবল রায় বলেন, NRC নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীরা জড়ো হয়েছে । BJP এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ।

Intro:পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধর, অভিযুক্ত বিজেপি

সন্তোষ দাস, বড়শুল

পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষকে মারধর করল তিন যুবক।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ববর্ধমানের বড়শুলে। রবিবার দুপুর নাগাদ নিজের অফিসে বসে কাজ করছিলেন কর্মাধ্যক্ষ অম্বিকা দাস।ওই সময়ে তিন যুবক তাঁকে বেড়ধক করে বলে অভিযোগ ।কয়েক দিন আগে সরকারি জায়গা দখল করে দোকান ঘর করছিল এক ব্যক্তি । পূর্ববর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অম্বিকা দাস তাকে বাধা দেন।সেই আক্রোশে এদিন অম্বিকা দাসের বড়শুল হাটতলার অফিসে ঢুকে কিল চড় লাথি মারতে মারতে রাস্তায় নিয়ে যায় কয়েকজন যুবক।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।গুরুতর জখম অম্বিকা দাসকে বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। নিয়ে আসে।অম্বিকা দাসের অভিযোগ অভিযুক্ত তিন যুবক বিজেপির কর্মী। শক্তিগড় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।উপযুক্ত শাস্তির দাবি করেন খবর পেয়ে এলাকার তৃণমূল কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রের সামনে জড়ো হয়।ছুটে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। তবে বিজেপি নেতা প্রবল রায় জানান এনআরসি নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে গ্রামবাসীরা জড়ো হয়।বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।Body:পঞ্চায়েত সমিতির Conclusion:কর্মাধ্যক্ষকে মারধর
Last Updated : Sep 30, 2019, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.