ETV Bharat / state

আগামীকাল বর্ধমানে সভা মমতা ও অমিত শাহর - burdwan

আগামীকাল বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ।

মমতা ও অমিত শাহ (ফাইল ফটো)
author img

By

Published : Apr 21, 2019, 10:38 PM IST

Updated : Apr 21, 2019, 11:32 PM IST

বর্ধমান, 21 এপ্রিল : রাত পোহালেই বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ইতিমধ্যেই বর্ধমান শহরের উৎসব ময়দানে অমিত শাহের সভা ঘিরে শুরু হয়ে গেছে BJP-র প্রস্তুতি শিবির । অন্যদিকে বর্ধমান-1 ব্লকের দেওয়ানদিঘিতে চলছে মমতা ব্যানার্জির সভার প্রস্তুতি । আগামীকাল বর্ধমান শহর ছাড়াও মমতা ব্যানার্জি পূর্বস্থলী ও রায়না-1 ব্লকের সেহারাবাজারে সভা করবেন ।

BJP সূত্রে জানা গেছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে আগামীকাল বিকেলে উৎসব ময়দানে জনসভা করতে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার BJP সভাপতি সন্দীপ নন্দী বলেন, "ইতিমধ্যেই সভাকে সফল করে তুলতে BJP-র প্রস্তুতি তুঙ্গে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা থেকে BJP-র কর্মী সমর্থকেরা জনসভায় যোগ দিয়ে উৎসব ময়দানকে ভরিয়ে তুলবেন ।" তবে সভায় মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে BJP।

অন্যদিকে বর্ধমান-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত বলেন, "দেওয়ানদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য প্রস্তুতি জোরকদমে চলছে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে মুখ্যমন্ত্রী আগামীকাল বর্ধমানে আসছেন । প্রচুর মানুষ এই সভায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে আসছেন । যে মাঠে জনসভা করা হচ্ছে সেখানে এত মানুষকে জায়গা দিতে পারব কি না তা নিয়ে সন্দেহ ।"

BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভা ঘিরে সমস্যায় পড়তে চলেছে পথ চলতি সাধারণ মানুষ । জানা গেছে, BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভায় মাঠ ভরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে মানুষজন আনা হবে । তার ফলে বর্ধমানের বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়া হয়েছে । যার জেরে ভোগান্তির শিকার হতে পারে পথ চলতি সাধারণ মানুষ ।

বর্ধমান, 21 এপ্রিল : রাত পোহালেই বর্ধমানে সভা করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ইতিমধ্যেই বর্ধমান শহরের উৎসব ময়দানে অমিত শাহের সভা ঘিরে শুরু হয়ে গেছে BJP-র প্রস্তুতি শিবির । অন্যদিকে বর্ধমান-1 ব্লকের দেওয়ানদিঘিতে চলছে মমতা ব্যানার্জির সভার প্রস্তুতি । আগামীকাল বর্ধমান শহর ছাড়াও মমতা ব্যানার্জি পূর্বস্থলী ও রায়না-1 ব্লকের সেহারাবাজারে সভা করবেন ।

BJP সূত্রে জানা গেছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে আগামীকাল বিকেলে উৎসব ময়দানে জনসভা করতে আসছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার BJP সভাপতি সন্দীপ নন্দী বলেন, "ইতিমধ্যেই সভাকে সফল করে তুলতে BJP-র প্রস্তুতি তুঙ্গে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা থেকে BJP-র কর্মী সমর্থকেরা জনসভায় যোগ দিয়ে উৎসব ময়দানকে ভরিয়ে তুলবেন ।" তবে সভায় মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে BJP।

অন্যদিকে বর্ধমান-1 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত বলেন, "দেওয়ানদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য প্রস্তুতি জোরকদমে চলছে । বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে মুখ্যমন্ত্রী আগামীকাল বর্ধমানে আসছেন । প্রচুর মানুষ এই সভায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে আসছেন । যে মাঠে জনসভা করা হচ্ছে সেখানে এত মানুষকে জায়গা দিতে পারব কি না তা নিয়ে সন্দেহ ।"

BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভা ঘিরে সমস্যায় পড়তে চলেছে পথ চলতি সাধারণ মানুষ । জানা গেছে, BJP এবং তৃণমূল কংগ্রেসের জনসভায় মাঠ ভরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে মানুষজন আনা হবে । তার ফলে বর্ধমানের বিভিন্ন রুট থেকে বাস তুলে নেওয়া হয়েছে । যার জেরে ভোগান্তির শিকার হতে পারে পথ চলতি সাধারণ মানুষ ।

Intro:রাত পোহালেই বর্ধমানে মমতার তিনটে সভা, অমিতের একটি , উন্মাদনা তুঙ্গে
পুলক যশ, বর্ধমান

রাত পোহালেই বর্ধমানে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একই দিনে শহরের বিভিন্ন প্রান্তে তৃণমূল এবং বিজেপির জনসভা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে বর্ধমান শহরে। ইতিমধ্যেই বর্ধমান শহরের উৎসব ময়দানে অমিত শাহের সভা ঘিরে শুরু হয়ে গেছে বিজেপির প্রস্তুতি শিবির ।যদিও সেখানে মাইক লাগাতে গিয়ে বিজেপিকে বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে অন্যদিকে বর্ধমান -১ ব্লকের দেওয়ানদিঘিতে চলছে মমতা ব্যানার্জীর সভার প্রস্তুতি। সোমবার বর্ধমান শহর ছাড়াও মমতা ব্যানার্জী আরো দুটো সভা করবেন পূর্বস্থলী ও রায়না-১ ব্লকের সেহারাবাজারে।

Body:বিজেপি সূত্রে জানা গেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়ার সমর্থনে সোমবার বিকেলে উৎসব ময়দানে জনসভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি সন্দীপ নন্দী বলেন ইতিমধ্যেই সভা কে সফল করে তুলতে বিজেপি প্রস্তুতি তুঙ্গে ।বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা জনসভায় যোগ দিয়ে উৎসব ময়দানকে ভরিয়ে তুলবেন। তবে মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি।

অন্যদিকে বর্ধমান-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ত বলেন, দেওয়ানদিঘি তে মমতা বন্দ্যোপাধ্যায় এর জনসভার জন্য প্রস্তুতির জোরকদমে চলছে। তিনি জানান যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে মুখ্যমন্ত্রী বর্ধমানে আসছেন। তবে যে মাঠে জনসভা করা হচ্ছে এত মানুষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে আসছেন যে তারা জায়গা দিতে পারবেন কিনা সন্দেহ ।

Conclusion:এদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের জনসভা ঘিরে চরম সমস্যায় পড়তে চলেছেন পথ চলতি সাধারণ মানুষ। জানা গেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের জনসভা মাঠ ভরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বাসে করে মানুষজনদের আনা হবে তার ফলে বর্ধমানের বিভিন্ন রুট থেকে যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে যার জেরে ভোগান্তির শিকার হতে পারেন পথ চলতি সাধারণ মানুষ।

Last Updated : Apr 21, 2019, 11:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.